দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
ক্যানসারের জিন হল—
(a) মিউটেবল জিন
(b) ট্রান্সপােজোন
(c) অঙ্কোজিন
(d) প্রােটোঅঙ্কোজিন
উত্তর: C
প্রশ্ন:২
t-RNA-র—CCA3` কে বলা হয়—
(a) অ্যামাইনাে অ্যাসিড বাইন্ডিং সাইট
(b) TΨC
(c) DHU লুপ
(d) অ্যান্টিকোডন লুপ
উত্তর: A
প্রশ্ন:৩
DNA পলিমারেজ কোটিতে অংশ নেয় ?
(a) টামিনিজম
(b) রেপ্লিকেশন
(c) স্প্লাইসিং
(d) ট্রান্সক্রিপশন
উত্তর: B
প্রশ্ন:৪
ওয়াটসন ও ক্রিকের দ্বিতন্ত্রী মডেল হল—
(a) B DNA
(b) D DNA
(c) Z DNA
(d) c DNA
উত্তর: A
প্রশ্ন:৫
সবথেকে ছােটো RNA হল—
(a) r-RNA
(b) m-RNA
(c) t-RNA
(d) কেনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৬
নিউক্লিওজোম হল—
(a) নিউক্লিয়ার পাের কমপ্লেক্স
(b) নিউক্লিওপ্লাজমিন
(c) নিউক্লিওটাইড
(d) হিস্টোন মলিকিউল
উত্তর: D
প্রশ্ন:৭
ওবল হাইপােথেসিস প্রস্তাবটি দেন—
(a) ক্রিক
(b) খােরানা
(c) নিরেনবার্গ
(d) হলি
উত্তর: A
প্রশ্ন:৮
কোন্টি দ্রবনীয় RNA ?
(a) t-RNA
(b) m-RNA
(c) r-RNA
(d) hn RNA
উত্তর: A
প্রশ্ন:৯
‘স্টপ পাঙ্কচুয়েশন’ কোডনের সংখ্যা—
(a) 5
(b) 1
(c) 2
(d) 3
উত্তর: D
প্রশ্ন:১০
জেনেটিক কোড আবিষ্কার করেন—
(a) ক্রিক
(b) ওকোয়া
(c) খােরানা
(d) নিরেনবার্গ
উত্তর: D
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment