দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
ক্লোনিং-এর অর্থ হল—
(a) প্রকৃত জিনােটাইপের পুনঃস্থাপিত করা
(b) জিনােটাইপ সংরক্ষণ
(c) E.coli-তে HGH জিন উৎপাদন
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:২
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ একটি ভালাে ভেক্টর হল—
(a) Agrobacterium tumefaciens
(b) Bacillus thuringiensis
(c) Bacillus amyloliquefaciens
(d) Solmonella typhimurium
উত্তর: A
প্রশ্ন:৩
কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর সঙ্গে সম্পর্কযুক্ত ?
(a) প্লাসটিড
(b) প্লাসমিড
(c) হেটেরােসিস
(d) মিউটেশন
উত্তর: B
প্রশ্ন:৪
কোন্ উৎসেচকের দ্বারা নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয় ?
(a) লাইগেজ
(b) প্রােটিয়েজ
(c) নিউক্লিয়েজ
(d) পলিমারেজ
উত্তর: C
প্রশ্ন:৫
DNA-এর মলিকিউলার সিজার হল—
(a) রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজেস
(b) পলিমারেজ
(c) লাইগেজেস
(d) ট্রান্সক্রিপটেজেস
উত্তর: A
প্রশ্ন:৬
এন্ডােনিউক্লিয়েজ কোথায় নিযুক্ত হয় ?
(a) ট্রান্সক্রিপশন
(b) ট্রানস্লেশন
(c) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(d) DNA রেপ্লিকেশন
উত্তর: C
প্রশ্ন:৭
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ কোন দুটি ব্যাকটেরিয়া বেশি ব্যবহৃত হয় ?
(a) Rhizobium এবং Azotobacter
(b) Escherichia এবং Agrobacterium
(c) Rhizobium এবং Diplococcus
(d) Nitrosomonas এবং Klebsiella
উত্তর: B
প্রশ্ন:৮
একটি অস্বাভাবিক জিন পুনঃস্থাপিত হয় স্বাভাবিক জিনের দ্বারা। এটিকে বলা হয়—
(a) ক্লোনিং
(b) মিউটেশন
(c) জিন থেরাপি
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৯
PCR-এর জন্য কোন্ উৎসেচকটি প্রয়ােজন ?
(a) RNA পলিমারেজ
(b) রাইবােনিউক্লিয়েজ
(c) ট্যাক পলিমারেজ
(d) এন্ডােনিউক্লিয়েজ
উত্তর: C
প্রশ্ন:১০
উদ্ভিদ জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ কোন্ ব্যাকটেরিয়া সাধারণত ব্যবহার করা হয় ?
(a) Agrobacterium
(b) Corynebacterium
(c) Bacillus subtilis
(d) Solmonella typhii
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment