নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
ক্লোনিং-এর অর্থ হল—
(a) প্রকৃত জিনােটাইপের পুনঃস্থাপিত করা
(b) জিনােটাইপ সংরক্ষণ
(c) E.coli-তে HGH জিন উৎপাদন
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:২
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ একটি ভালাে ভেক্টর হল—
(a) Agrobacterium tumefaciens
(b) Bacillus thuringiensis
(c) Bacillus amyloliquefaciens
(d) Solmonella typhimurium
উত্তর: A
প্রশ্ন:৩
কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর সঙ্গে সম্পর্কযুক্ত ?
(a) প্লাসটিড
(b) প্লাসমিড
(c) হেটেরােসিস
(d) মিউটেশন
উত্তর: B
প্রশ্ন:৪
কোন্ উৎসেচকের দ্বারা নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয় ?
(a) লাইগেজ
(b) প্রােটিয়েজ
(c) নিউক্লিয়েজ
(d) পলিমারেজ
উত্তর: C
প্রশ্ন:৫
DNA-এর মলিকিউলার সিজার হল—
(a) রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজেস
(b) পলিমারেজ
(c) লাইগেজেস
(d) ট্রান্সক্রিপটেজেস
উত্তর: A
প্রশ্ন:৬
এন্ডােনিউক্লিয়েজ কোথায় নিযুক্ত হয় ?
(a) ট্রান্সক্রিপশন
(b) ট্রানস্লেশন
(c) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(d) DNA রেপ্লিকেশন
উত্তর: C
প্রশ্ন:৭
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ কোন দুটি ব্যাকটেরিয়া বেশি ব্যবহৃত হয় ?
(a) Rhizobium এবং Azotobacter
(b) Escherichia এবং Agrobacterium
(c) Rhizobium এবং Diplococcus
(d) Nitrosomonas এবং Klebsiella
উত্তর: B
প্রশ্ন:৮
একটি অস্বাভাবিক জিন পুনঃস্থাপিত হয় স্বাভাবিক জিনের দ্বারা। এটিকে বলা হয়—
(a) ক্লোনিং
(b) মিউটেশন
(c) জিন থেরাপি
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৯
PCR-এর জন্য কোন্ উৎসেচকটি প্রয়ােজন ?
(a) RNA পলিমারেজ
(b) রাইবােনিউক্লিয়েজ
(c) ট্যাক পলিমারেজ
(d) এন্ডােনিউক্লিয়েজ
উত্তর: C
প্রশ্ন:১০
উদ্ভিদ জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ কোন্ ব্যাকটেরিয়া সাধারণত ব্যবহার করা হয় ?
(a) Agrobacterium
(b) Corynebacterium
(c) Bacillus subtilis
(d) Solmonella typhii
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment