দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQsBiologyজৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
ইউক্যারিওট পােষক হিসেবে একটি বহুল ব্যবহৃত জীবের নাম করাে।
উত্তর:
ইস্ট।
প্রশ্ন:২
ওয়েস্টার্ন ব্লটিং কী ?
উত্তর:
যে ব্লটিং পদ্ধতিতে জেল থেকে প্রােটিনকে তোলা হয়।
প্রশ্ন:৩
PCR পদ্ধতি কে আবিষ্কার করেন ?
উত্তর:
ক্যারি মুলিস।
প্রশ্ন:৪
দুটি ট্রান্সজেনিক প্রাণীর উদাহরণ দাও।
উত্তর:
ভেড়া, ইঁদুর।
প্রশ্ন:৫
c-DNA লাইব্রেরি কী ?
উত্তর:
কোনাে একটি কোশের সমস্ত m-RNA থেকে উৎপন্ন c-DNA কপিগুলিকে একসঙ্গে c-DNA লাইব্রেরি বলা হয়।
প্রশ্ন:৬
ELISA পদ্ধতিতে ব্যবহৃত দুটি উৎসেচকের নাম লেখাে।
উত্তর:
অ্যামাইলেজ ও পারক্সিডেজ।
প্রশ্ন:৭
জিন প্রযুক্তিতে ব্যবহৃত কতকগুলি ক্লোনিং ভেক্টরের নাম করাে।
উত্তর:
প্লাসমিড, কসমিড, ব্যাকটেরিওফাজ ও কৃত্রিম ক্রোমােজোম।
প্রশ্ন:৮
সার্দান ব্লটিং পদ্ধতিটি কে প্রবর্তন করেন ?
উত্তর:
এডওয়ার্ড সার্দান।
প্রশ্ন:৯
VNTR কী ?
উত্তর:
DNA-এর বিভিন্ন অংশের পুনরাবৃত্তি সজ্জাগুলিকে বলে VNTR।
প্রশ্ন:১০
PCR কী ?
উত্তর:
যান্ত্রিক উপায়ে DNA সংশ্লেষণের একটি পদ্ধতি হল PCR।
⮚⮚⮚⮚⮘⮘⮘⮘⮚⮚⮚⮚⮘⮘⮘⮘⮚⮚⮚⮚⮘⮘⮘⮘⮚⮚⮚⮚⮘⮘⮘⮘
⮚⮚⮚⮚⮘⮘⮘⮘⮚⮚⮚⮚⮘⮘⮘⮘⮚⮚⮚⮚⮘⮘⮘⮘⮚⮚⮚⮚⮘⮘⮘⮘

Comments
Post a Comment