দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
নিম্নলিখিত কোন্ বাক্যটি সঠিক ?
(a) বর্তমানে রাসায়নিক ফার্টিলাইজার ছাড়া ভুট্টা উৎপাদন সম্ভব নয়
(b) রাসায়নিক ফার্টিলাইজার কাছাকাছি জলাশয়ের ইউট্রোফিকেশন ঘটায়
(c) অ্যাজোটোব্যাকটর এবং রাইজোবিয়াম উভয়েই উদ্ভিদের মূলের অর্বুদে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনের সংবন্ধন ঘটায়
(d) অ্যানাবিনা এবং নস্টক ইত্যাদি সায়ানােব্যাকটেরিয়া হল ফসফেটের গুরুত্বপূর্ণ মবিলাইজার এবং উদ্ভিদের মাটিতে অবস্থানকারী খাদ্য
উত্তর: B
প্রশ্ন:২
মাইকোরাইজা পাওয়া যায়—
(a) অধিক হিউমাসযুক্ত অলিগােট্রফিক মাটিতে
(b) খাদ্যাভাবযুক্ত অলিগােট্রফিক মাটিতে
(c) খাদ্যাভাবযুক্ত ইউট্রোফিক মাটিতে
(d) অধিক খাদ্যযুক্ত ইউট্রোফিক মাটিতে
উত্তর: B
প্রশ্ন:৩
এর মধ্যে কোন্ জোড়টি সঠিকভাবে জোড়বদ্ধ নয় ?
(a) স্ট্রেপটোমাইসেটিস—অ্যান্টিবায়ােটিক
(b) কলিফর্ম—ভিনিগার
(c) ইস্ট—ইথানল
(d) মেথানােজেনস—গােবর গ্যাস
উত্তর: B
প্রশ্ন:৪
কাঠের পাইরােলাইসিস হয়—
(a) বায়ুর অনুপস্থিতিতে
(b) সীমিত পরিমাণ বায়ুর উপস্থিতিতে
(c) বায়ুর উপস্থিতিতে
(d) a এবং b উভয়ই
উত্তর: A
প্রশ্ন:৫
চিজ বা পনির তৈরির ক্ষেত্রে বাছুরের (Calf) পাকস্থলী নিঃসৃত যে উৎসেচক ব্যবহার করা হয়, তা হল—
(a) রেননিন
(b) অ্যামাইলেজ
(c) ল্যাকটেজ
(d) পেপটাইডেজ
উত্তর: A
প্রশ্ন:৬
তরুক্ষীর সম্পন্ন উদ্ভিদদের কোনটির ভিত্তিতে শ্রেণিবিভাগ করা হয় ?
(a) অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্য
(b) রাসায়নিক উপাদান
(c) উভয় a এবং b
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৭
ঘর্মে, লালাতে এবং অশ্রুতে যে লাইসােজাইম উৎসেচক থাকে তা ধ্বংস করে—
(a) সমস্ত ভাইরাসকে
(b) কিছু ছত্রাককে
(c) কিছু প্রকারের ব্যাকটেরিয়াকে
(d) প্রায় সমস্ত ভাইরাস আক্রান্ত কোশকে
উত্তর: C
প্রশ্ন:৮
কাদের প্রচেষ্টার দ্বারা ভারতবর্ষে বায়ােগ্যাস উৎপাদনের টেকনােলজিটি গড়ে ওঠে ?
(a) WHO
(b) KVIC
(c) IARI
(d) b এবং c উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৯
লাইসােজোমের কাজ হল—
(a) অঙ্গসংস্থানগত
(b) গঠনগত
(c) শারীরবৃত্তীয়
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:১০
কোন্ প্রজাতির অণুজীবকে অয়েল স্পিল-এর বায়ােরেমিডিয়েশন-এ সফলভাবে ব্যবহার করা হয় ?
(a) সিউডােমােনাস
(b) ব্যাসিলাস
(c) জ্যান্থােমােনাস
(d) ট্রাইকোডারমা
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment