দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
নিম্নলিখিত কোন্ বিষয় শুধুমাত্র উদ্ভিদকে প্রভাবিত করে—
(a) প্রতিযােগিতা
(b) মাটির বায়ুধারণ আলাদা
(c) উষ্ণতা
(d) উচ্চতা
উত্তর: B
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি প্যাথােজেনিক পরজীবী ?
(a) Salmonella sp.
(b) Bacillus
(c) E.coli
(d) Entamoeba sp.
উত্তর: A
প্রশ্ন:৩
কোনটি জলবায়ুগত বৈশিষ্ট্য নয়—
(a) অধঃস্তর
(b) বরফপাত
(c) বৃষ্টিপাত
(d) আর্দ্রতা
উত্তর: A
প্রশ্ন:৪
দুটি প্রজাতির সহাবস্থানে যখন দুজনেই উপকৃত হয় তখন তাকে বলে—
(a) প্রােটো-কোঅপারেশন
(b) মিউচুয়ালিজম
(c) কমেনসালিজম
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৫
পােষক কোশের অভ্যন্তরে বসবাসকারী পরজীবী হল—
(a) এন্ডােপ্যারাসাইট
(b) এক্টোপ্যারাসাইট
(c) এপিপ্যারাসাইট
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৬
কোনাে হ্রদের উপরিঅংশের উষ্ণ, অক্সিজেনযুক্ত জলস্তরকে বলা হয়—
(a) এপিলিমনিয়ন
(b) হাইপােলিমনিয়ন
(c) থার্মোক্লাইন
(d) সবকটিই
উত্তর: A
প্রশ্ন:৭
একটি গােরু ও একটি সাপের আন্তঃসম্পর্ক হল—
(a) সিমবায়োসিস
(b) কমপিটিশন
(c) নিউট্রালিজম
(d) প্রােটো-কোঅপারেশন
উত্তর: C
প্রশ্ন:৮
Pedology হল—
(a) মৃত্তিকা বিষয়ক চর্চা
(b) পাহাড় বিষয়ক চর্চা
(c) ফসলের রােগ সম্পর্কিত চর্চা
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৯
কোনটির উদাহরণ হিউমাস—
(a) মাটির গঠন
(b) জৈব কোলয়েড
(c) কেলাস
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:১০
পুরানাে পাহাড় থেকে মাটি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয়—
(a) পেডােজেনেসিস
(b) এডােফিক
(c) (a) এবং (b) উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment