দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
নীচের কোনটি বায়ােওয়েপন হিসেবে ব্যবহৃত হয় না ?
(a) Bacillus anthracis
(b) Bacillus thuringiensis toxin
(c) Small pox
(d) Botulinum toxin
উত্তর: B
প্রশ্ন:২
DNA ফিঙ্গার প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন এবং সংশােধন করেন—
(a) Francois Jacob
(b) Beadle এবং Tatum
(c) Jacques Monad
(d) Alec Jefferys
উত্তর: D
প্রশ্ন:৩
নীচের কোনটি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারড ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন হয় ?
(a) ইনসুলিন
(b) গ্লুকাগন
(c) থাইরক্সিন
(d) ADH
উত্তর: A
প্রশ্ন:৪
ELISA পরীক্ষাতে কোন্ রিএজেন্ট ব্যবহার করা হয় ?
(a) পারক্সিডেজ
(b) লাইগেজ
(c) পলিমারেজ
(d) এন্ডােনিউক্লিয়েজ
উত্তর: A
প্রশ্ন:৫
Bt টক্সিন হল—
(a) লিপিড
(b) অন্তঃকোশীয় লিপিড
(c) অন্তঃকোশীয় ক্রিস্টালাইন প্রােটিন
(d) বহিঃকোশীয় ক্রিস্টালাইন প্রােটিন
উত্তর: C
প্রশ্ন:৬
ডায়াবেটিক রােগী মুখ দিয়ে ইনসুলিন নিতে পারে কারণ এটি—
(a) ডাইসালফাইড
(b) C-পেপটাইড
(c) পলিপেপটাইড শৃঙ্খল
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৭
কোন্ দুজন বিজ্ঞানী প্রথম ইঁদুর ও মানুষের কোশের মধ্যে সংযুক্তি ঘটান ?
(a) Harris এবং Watkins
(b) Steward এবং Benson
(c) Borlaugh এবং Calvin
(d) Beadle এবং Tatum
উত্তর: A
প্রশ্ন:৮
কোনটির নাম সাইকোনিন ?
(a) কসমেটিক ব্যবহৃত লাল ডাই
(b) স্টেরয়েড
(c) ভিটামিন
(d) এনজাইম
উত্তর: A
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোন্ দেশে ধান উৎপাদনের কেন্দ্র আছে ?
(a) রাশিয়া
(b) ব্রিটেন
(c) চিন
(d) ভারত
উত্তর: C
প্রশ্ন:১০
কোনটি থেকে Bt টক্সিন পাওয়া যায় ?
(a) ই্উক্যারিয়ট
(b) প্রােক্যারিয়ট
(c) (a) এবং (b) উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment