নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
নীচের কোনটি বায়ােওয়েপন হিসেবে ব্যবহৃত হয় না ?
(a) Bacillus anthracis
(b) Bacillus thuringiensis toxin
(c) Small pox
(d) Botulinum toxin
উত্তর: B
প্রশ্ন:২
DNA ফিঙ্গার প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন এবং সংশােধন করেন—
(a) Francois Jacob
(b) Beadle এবং Tatum
(c) Jacques Monad
(d) Alec Jefferys
উত্তর: D
প্রশ্ন:৩
নীচের কোনটি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারড ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন হয় ?
(a) ইনসুলিন
(b) গ্লুকাগন
(c) থাইরক্সিন
(d) ADH
উত্তর: A
প্রশ্ন:৪
ELISA পরীক্ষাতে কোন্ রিএজেন্ট ব্যবহার করা হয় ?
(a) পারক্সিডেজ
(b) লাইগেজ
(c) পলিমারেজ
(d) এন্ডােনিউক্লিয়েজ
উত্তর: A
প্রশ্ন:৫
Bt টক্সিন হল—
(a) লিপিড
(b) অন্তঃকোশীয় লিপিড
(c) অন্তঃকোশীয় ক্রিস্টালাইন প্রােটিন
(d) বহিঃকোশীয় ক্রিস্টালাইন প্রােটিন
উত্তর: C
প্রশ্ন:৬
ডায়াবেটিক রােগী মুখ দিয়ে ইনসুলিন নিতে পারে কারণ এটি—
(a) ডাইসালফাইড
(b) C-পেপটাইড
(c) পলিপেপটাইড শৃঙ্খল
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৭
কোন্ দুজন বিজ্ঞানী প্রথম ইঁদুর ও মানুষের কোশের মধ্যে সংযুক্তি ঘটান ?
(a) Harris এবং Watkins
(b) Steward এবং Benson
(c) Borlaugh এবং Calvin
(d) Beadle এবং Tatum
উত্তর: A
প্রশ্ন:৮
কোনটির নাম সাইকোনিন ?
(a) কসমেটিক ব্যবহৃত লাল ডাই
(b) স্টেরয়েড
(c) ভিটামিন
(d) এনজাইম
উত্তর: A
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোন্ দেশে ধান উৎপাদনের কেন্দ্র আছে ?
(a) রাশিয়া
(b) ব্রিটেন
(c) চিন
(d) ভারত
উত্তর: C
প্রশ্ন:১০
কোনটি থেকে Bt টক্সিন পাওয়া যায় ?
(a) ই্উক্যারিয়ট
(b) প্রােক্যারিয়ট
(c) (a) এবং (b) উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment