দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
অনিষিক্ত ডিম্বাণু থেকে জন্ম নেয় কোন্ মৌমাছি—
(a) কর্মী
(b) পুরুষ
(c) রানি
(d) প্রত্যেকটিই
উত্তর: B
প্রশ্ন:২
সবচেয়ে ভালাে অ্যাকোয়ারিয়ামটি কোথায় অবস্থিত ?
(a) তারাপুর, মুম্বাই
(b) চেন্নাই
(c) Z.S.I, কলকাতা
(d) বিশাখাপত্তনম
উত্তর: A
প্রশ্ন:৩
যে ক্ষেত্রে ইনডিউসড ব্রিডিং করা হয়, তা হল—
(a) সেরিকালচার
(b) ল্যাককালচার
(c) পিসিকালচার
(d) এপিকালচার
উত্তর: C
প্রশ্ন:৪
মধুমক্ষীর গুরুত্বপূর্ণ প্রজাতি হল—
(a) 3 টি
(b) 5 টি
(c) 2 টি
(d) 4 টি
উত্তর: D
প্রশ্ন:৫
টিস্যু কালচারে যে সমস্ত গাছের টুকরাে ব্যবহার করা হয়, তাদের বলে—
(a) ক্লোন
(b) ইনােকিউল্যান্ট
(c) সােমাক্লোন
(d) এক্সপ্ল্যান্ট
উত্তর: D
প্রশ্ন:৬
মরুভূমির জাহাজ হল—
(a) গাধা
(b) হাতি
(c) উট
(d) ছাগল
উত্তর: C
প্রশ্ন:৭
যখন দুটি সম্পর্কহীন অপত্যের মধ্যে ক্রস ঘটে তখন F1, হাইব্রিড তার উৎস জনিতৃ-র চেয়ে উৎকৃষ্ট মানের হয়, এই ঘটনাকে বলে—
(a) ট্রান্সফরমেশন
(b) হেটারােসিস
(c) মেটামরফোসিস
(d) স্প্লাইসিং
উত্তর: B
প্রশ্ন:৮
Pebrine হল একটি গুরুতর বংশগত রােগ এই রােগটি যে প্যারাসাইট প্রােটোজোয়ানের দ্বারা হয়, তা হল—
(a) Nosema bombycis
(b) Entamoeba histolytica
(c) Trypanosoma
(d) Monocystis
উত্তর: A
প্রশ্ন:৯
ল্যান্ড্রেস কোন্ প্রাণীর ব্রিড ?
(a) ডঙ্কির
(b) উটের
(c) ঘােড়ার
(d) শূকরের
উত্তর: D
প্রশ্ন:১০
এর মধ্যে কোন্ মাছটি বিদেশিদের দ্বারা ভারতবর্ষে পরিচিতি লাভ করে ?
(a) Mystus singhala
(b) Labeo rohita
(c) Clarias batrachus
(d) Pomphret
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment