নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
অনিষিক্ত ডিম্বাণু থেকে জন্ম নেয় কোন্ মৌমাছি—
(a) কর্মী
(b) পুরুষ
(c) রানি
(d) প্রত্যেকটিই
উত্তর: B
প্রশ্ন:২
সবচেয়ে ভালাে অ্যাকোয়ারিয়ামটি কোথায় অবস্থিত ?
(a) তারাপুর, মুম্বাই
(b) চেন্নাই
(c) Z.S.I, কলকাতা
(d) বিশাখাপত্তনম
উত্তর: A
প্রশ্ন:৩
যে ক্ষেত্রে ইনডিউসড ব্রিডিং করা হয়, তা হল—
(a) সেরিকালচার
(b) ল্যাককালচার
(c) পিসিকালচার
(d) এপিকালচার
উত্তর: C
প্রশ্ন:৪
মধুমক্ষীর গুরুত্বপূর্ণ প্রজাতি হল—
(a) 3 টি
(b) 5 টি
(c) 2 টি
(d) 4 টি
উত্তর: D
প্রশ্ন:৫
টিস্যু কালচারে যে সমস্ত গাছের টুকরাে ব্যবহার করা হয়, তাদের বলে—
(a) ক্লোন
(b) ইনােকিউল্যান্ট
(c) সােমাক্লোন
(d) এক্সপ্ল্যান্ট
উত্তর: D
প্রশ্ন:৬
মরুভূমির জাহাজ হল—
(a) গাধা
(b) হাতি
(c) উট
(d) ছাগল
উত্তর: C
প্রশ্ন:৭
যখন দুটি সম্পর্কহীন অপত্যের মধ্যে ক্রস ঘটে তখন F1, হাইব্রিড তার উৎস জনিতৃ-র চেয়ে উৎকৃষ্ট মানের হয়, এই ঘটনাকে বলে—
(a) ট্রান্সফরমেশন
(b) হেটারােসিস
(c) মেটামরফোসিস
(d) স্প্লাইসিং
উত্তর: B
প্রশ্ন:৮
Pebrine হল একটি গুরুতর বংশগত রােগ এই রােগটি যে প্যারাসাইট প্রােটোজোয়ানের দ্বারা হয়, তা হল—
(a) Nosema bombycis
(b) Entamoeba histolytica
(c) Trypanosoma
(d) Monocystis
উত্তর: A
প্রশ্ন:৯
ল্যান্ড্রেস কোন্ প্রাণীর ব্রিড ?
(a) ডঙ্কির
(b) উটের
(c) ঘােড়ার
(d) শূকরের
উত্তর: D
প্রশ্ন:১০
এর মধ্যে কোন্ মাছটি বিদেশিদের দ্বারা ভারতবর্ষে পরিচিতি লাভ করে ?
(a) Mystus singhala
(b) Labeo rohita
(c) Clarias batrachus
(d) Pomphret
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment