নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
যে নির্দিষ্ট প্রজাতির দ্বারা আর্থিকভাবে ইথানল উৎপাদন করা হয় তা হল—
(a) Aspergillus
(b) Trichoderma
(c) Saccharomyces
(d) Clostridium
উত্তর: C
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি একটি অ্যাক্সিডেন্টাল আবিষ্কার ?
(a) DNA
(b) পেনিসিলিন
(c) ইনসুলিন
(d) ক্লোরামফেনিকল
উত্তর: B
প্রশ্ন:৩
Torulopsis utilis হল—
(a) একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্রান্ত্ৰীয় কমেনসাল
(b) একটি মাইক্রোঅরগ্যানিজম যা থার্ড জেনারেশন ভ্যাকসিন উৎপন্ন করে
(c) সাইট্রিক অ্যাসিড সংশ্লেষ কাজে ব্যবহৃত হয়
(d) একটি খাদ্য উপযােগী ইস্ট
উত্তর: D
প্রশ্ন:৪
কোনটি থেকে এরিথ্রোমাইসিন এবং ক্লোরামফেনিকল পাওয়া যায় ?
(a) Aspergillus
(b) Streptomyces
(c) Bacillus
(d) Penicillium
উত্তর: B
প্রশ্ন:৫
ধানখেতে অ্যাজোলার সঙ্গে সম্পর্কযুক্ত একটি নাইট্রোজেন সংবন্ধনকারী মাইক্রোব হল—
(a) Frankia
(b) Tolypothrix
(c) Spirulina
(d) Anabaena
উত্তর: D
প্রশ্ন:৬
স্ট্রেপটোকাইনেজ (TPA) কিসে সাহায্য করে ?
(a) কলাকে দ্রবীভূত করতে
(b) রক্তপিণ্ডকে পরিষ্কার করতে
(c) কোশের অভিস্রবণ চাপ বৃদ্ধিতে
(d) প্লাজমার বৃদ্ধিতে
উত্তর: B
প্রশ্ন:৭
ডায়াস্টেজ উৎসেচক কে আবিষ্কার করেন ?
(a) Christian Hansen
(b) Alexander Fleming
(c) Payen and Persoz
(d) Waksman
উত্তর: C
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোন্ ব্যাকটেরিয়া ফসফাটেজ উৎসেচক ক্ষরণ করে ?
(a) Frankia
(b) Clostridium
(c) Pseudomonas
(d) Azotobacter
উত্তর: C
প্রশ্ন:৯
অ্যান্টিবায়ােটিক কথাটি আবিষ্কার করেন S.A.Waksman-এর মধ্যে কোন্ প্রজাতিটি 60-এর বেশি অ্যান্টিবায়ােটিক উৎপন্ন করে ?
(a) Penicillium notatum
(b) Streptomyces griseus
(c) Pseudomonas
(d) Bacillus subtilis
উত্তর: D
প্রশ্ন:১০
TPA বা টিস্যু প্লাজমিনােজেন অ্যাকটিভেটর উৎসেচকটি ব্যবহার করা হয়—
(a) থ্রম্বােপ্লাসটিন উৎপাদনের উদ্দীপনা জোগানে
(b) রক্তপিণ্ডকে দ্রবীভূত করতে
(c) প্লাজমার পরিমাণ বজায় রাখতে
(d) জুসের টারবিডিটি পরিষ্কার করতে
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment