দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
যে নির্দিষ্ট প্রজাতির দ্বারা আর্থিকভাবে ইথানল উৎপাদন করা হয় তা হল—
(a) Aspergillus
(b) Trichoderma
(c) Saccharomyces
(d) Clostridium
উত্তর: C
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি একটি অ্যাক্সিডেন্টাল আবিষ্কার ?
(a) DNA
(b) পেনিসিলিন
(c) ইনসুলিন
(d) ক্লোরামফেনিকল
উত্তর: B
প্রশ্ন:৩
Torulopsis utilis হল—
(a) একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্রান্ত্ৰীয় কমেনসাল
(b) একটি মাইক্রোঅরগ্যানিজম যা থার্ড জেনারেশন ভ্যাকসিন উৎপন্ন করে
(c) সাইট্রিক অ্যাসিড সংশ্লেষ কাজে ব্যবহৃত হয়
(d) একটি খাদ্য উপযােগী ইস্ট
উত্তর: D
প্রশ্ন:৪
কোনটি থেকে এরিথ্রোমাইসিন এবং ক্লোরামফেনিকল পাওয়া যায় ?
(a) Aspergillus
(b) Streptomyces
(c) Bacillus
(d) Penicillium
উত্তর: B
প্রশ্ন:৫
ধানখেতে অ্যাজোলার সঙ্গে সম্পর্কযুক্ত একটি নাইট্রোজেন সংবন্ধনকারী মাইক্রোব হল—
(a) Frankia
(b) Tolypothrix
(c) Spirulina
(d) Anabaena
উত্তর: D
প্রশ্ন:৬
স্ট্রেপটোকাইনেজ (TPA) কিসে সাহায্য করে ?
(a) কলাকে দ্রবীভূত করতে
(b) রক্তপিণ্ডকে পরিষ্কার করতে
(c) কোশের অভিস্রবণ চাপ বৃদ্ধিতে
(d) প্লাজমার বৃদ্ধিতে
উত্তর: B
প্রশ্ন:৭
ডায়াস্টেজ উৎসেচক কে আবিষ্কার করেন ?
(a) Christian Hansen
(b) Alexander Fleming
(c) Payen and Persoz
(d) Waksman
উত্তর: C
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোন্ ব্যাকটেরিয়া ফসফাটেজ উৎসেচক ক্ষরণ করে ?
(a) Frankia
(b) Clostridium
(c) Pseudomonas
(d) Azotobacter
উত্তর: C
প্রশ্ন:৯
অ্যান্টিবায়ােটিক কথাটি আবিষ্কার করেন S.A.Waksman-এর মধ্যে কোন্ প্রজাতিটি 60-এর বেশি অ্যান্টিবায়ােটিক উৎপন্ন করে ?
(a) Penicillium notatum
(b) Streptomyces griseus
(c) Pseudomonas
(d) Bacillus subtilis
উত্তর: D
প্রশ্ন:১০
TPA বা টিস্যু প্লাজমিনােজেন অ্যাকটিভেটর উৎসেচকটি ব্যবহার করা হয়—
(a) থ্রম্বােপ্লাসটিন উৎপাদনের উদ্দীপনা জোগানে
(b) রক্তপিণ্ডকে দ্রবীভূত করতে
(c) প্লাজমার পরিমাণ বজায় রাখতে
(d) জুসের টারবিডিটি পরিষ্কার করতে
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment