দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
প্রথম ট্রান্সজেনিক ক্রপ হল—
(a) তিসি
(b) মটর
(c) তুলো
(d) টোবাকো
উত্তর: D
প্রশ্ন:২
ইনসুলিনের আণবিক গঠনের বর্ণনা করেন—
(a) Korenberg
(b) Sanger
(c) Richardson
(d) Swaminathan
উত্তর: B
প্রশ্ন:৩
কোন্টি ট্রান্সজেনিক উদ্ভিদ নয় ?
(a) গােল্ডেন রাইস
(b) ভুট্টা
(c) শশা
(d) সয়াবিন
উত্তর: C
প্রশ্ন:৪
আমরা সরষের তেলে কোন্ ভিটামিন পেতে পারি ?
(a) E
(b) B
(c) C
(d) A
উত্তর: D
প্রশ্ন:৫
হিউমিউলিন হল—
(a) শুকরের ইনসুলিন
(b) ভাইরাস ইনসুলিন
(c) মানব ক্লোন
(d) মানব ইনসুলিন
উত্তর: D
প্রশ্ন:৬
ইনসুলিন নামকরণ করেন—
(a) Abel
(b) Thompson
(c) Sanger
(d) Scharpy-Shafer
উত্তর: D
প্রশ্ন:৭
নীচের কোনটির ব্যাকটেরিয়া Bacillus thuringiensis (Bt) ?
(a) মাটি
(b) ময়লা জল
(c) ক্ষুদ্রান্ত্র
(d) কুকুরের ত্বক
উত্তর: A
প্রশ্ন:৮
কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদ ?
(a) আলু
(b) বেগুন
(c) শস্য
(d) সবগুলিই
উত্তর: D
প্রশ্ন:৯
ট্রান্সজেনিক খাদ্যের ফলে হতে পারে—
(a) অ্যালার্জি
(b) সিফিলিস
(c) বিনাইন টিউমার
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:১০
কোনটির সাহায্যে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং-এ মানব ইনসুলিন সিন্থেসিস হয় ?
(a) E.coli
(b) Rhizopus
(c) খরগােশ/গিনিপিগ
(d) Pseudomonas
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment