নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
প্রথম ট্রান্সজেনিক ক্রপ হল—
(a) তিসি
(b) মটর
(c) তুলো
(d) টোবাকো
উত্তর: D
প্রশ্ন:২
ইনসুলিনের আণবিক গঠনের বর্ণনা করেন—
(a) Korenberg
(b) Sanger
(c) Richardson
(d) Swaminathan
উত্তর: B
প্রশ্ন:৩
কোন্টি ট্রান্সজেনিক উদ্ভিদ নয় ?
(a) গােল্ডেন রাইস
(b) ভুট্টা
(c) শশা
(d) সয়াবিন
উত্তর: C
প্রশ্ন:৪
আমরা সরষের তেলে কোন্ ভিটামিন পেতে পারি ?
(a) E
(b) B
(c) C
(d) A
উত্তর: D
প্রশ্ন:৫
হিউমিউলিন হল—
(a) শুকরের ইনসুলিন
(b) ভাইরাস ইনসুলিন
(c) মানব ক্লোন
(d) মানব ইনসুলিন
উত্তর: D
প্রশ্ন:৬
ইনসুলিন নামকরণ করেন—
(a) Abel
(b) Thompson
(c) Sanger
(d) Scharpy-Shafer
উত্তর: D
প্রশ্ন:৭
নীচের কোনটির ব্যাকটেরিয়া Bacillus thuringiensis (Bt) ?
(a) মাটি
(b) ময়লা জল
(c) ক্ষুদ্রান্ত্র
(d) কুকুরের ত্বক
উত্তর: A
প্রশ্ন:৮
কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদ ?
(a) আলু
(b) বেগুন
(c) শস্য
(d) সবগুলিই
উত্তর: D
প্রশ্ন:৯
ট্রান্সজেনিক খাদ্যের ফলে হতে পারে—
(a) অ্যালার্জি
(b) সিফিলিস
(c) বিনাইন টিউমার
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:১০
কোনটির সাহায্যে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং-এ মানব ইনসুলিন সিন্থেসিস হয় ?
(a) E.coli
(b) Rhizopus
(c) খরগােশ/গিনিপিগ
(d) Pseudomonas
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment