দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় যে ফসল ভারতে তৈরি করা হয়েছে সেটি হল—
(a) Bt তুলাে
(b) টম্যাটো যা দেরিতে পাকে
(c) হার্বিসাইড tolerant ভুট্টা
(d) গােল্ডেন রাইস
উত্তর: A
প্রশ্ন:২
কোনগুলি ট্রান্সজেনিক প্রাণীর উদাহরণ ?
(a) হরিণ ও জিরাফ
(b) ইঁদুর ও ভেড়া
(c) গােরু ও মহিষ
(d) মুরগি ও হাঁস
উত্তর: B
প্রশ্ন:৩
এডিবল ভ্যাকসিন হল—
(a) β-ক্যারােটিন জিন ধান গাছে প্রতিস্থাপন করা
(b) ট্রান্সজেনিক টম্যাটো ও আলু যা খেলে হেপাটাইটিস-B ভাইরাসের আক্রমণ প্রতিরােধ করা যায়
(c) TMV-এর ক্যাপসিড প্রােটিন জিন
(d) তুষার শীতল পীড়ন প্রতিরােধী জিন
উত্তর: B
প্রশ্ন:৪
Salmonella Typhimurium ও E.coli তে কোন্ জিন থাকে যা EPSPS উৎপাদন করে ?
(a) BT টক্সিন জিন
(b) কুরসটাকি জিন
(c) Aro A জিন
(d) Ti প্লাসমিড
উত্তর: C
প্রশ্ন:৫
গােল্ডেন রাইস যা ট্রান্সজেনিক প্রক্রিয়ায় উৎপন্ন হয়েছে তার প্রধান বৈশিষ্ট্য হল—
(a) বেশি ভিটামিন A থাকে
(b) বেশি মিথিওনিন থাকে
(c) বেশি লাইসিন থাকে
(d) বেশি লুটিন থাকে
উত্তর: A
প্রশ্ন:৬
যে বিশেষ পদ্ধতিতে ট্রান্সজেনিক জীব উৎপাদন করা হয় তাকে বলে—
(a) ট্রান্সফরমেশন
(b) ট্রান্সজেনেসিস
(c) ট্রান্সজেনিক জীব
(d) ক্লোনিং
উত্তর: B
প্রশ্ন:৭
BT তুলাের ক্ষেত্রে 'Bt' হল—
(a) Bacillus tomentosa
(b) Bacillus thuringiensis
(c) বায়ােটেকনােলজি
(d) উৎকৃষ্ট টাইপ
উত্তর: B
প্রশ্ন:৮
গ্লাইফোসেট প্রতিরােধী ট্রান্সজেনিক তামাক উৎপাদনে কোন্ জিন প্রতিস্থাপিত করা হয় ?
(a) EPSPS
(b) D-অ্যামাইনাে অ্যাসিডঅক্সিডেজ জিন
(c) BTI
(d) BT ট্রক্সিন জিন
উত্তর: A
প্রশ্ন:৯
মানুষের ইনসুলিন তৈরির জিনকে নিম্নলিখিত কোন্ জীবের মধ্যে প্রতিস্থাপন করে ইনসুলিন তৈরি করা হয় ?
(a) Pseudomonas putida
(b) E.coli
(c) Yeast
(d) উপরের সবগুলি
উত্তর: B
প্রশ্ন:১০
কোনটির থেকে একখণ্ড প্রতিস্থাপিত করে ইনসেক্ট প্রতিরােধক্ষম একপ্রকার ট্রান্সজেনিক তুলাে তৈরি করা হয়েছে ?
(a) একটি ভাইরাস
(b) একটি ব্যাকটেরিয়াম
(c) বন্য তুলাে প্রজাতি
(d) একটি পতঙ্গ
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment