নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় যে ফসল ভারতে তৈরি করা হয়েছে সেটি হল—
(a) Bt তুলাে
(b) টম্যাটো যা দেরিতে পাকে
(c) হার্বিসাইড tolerant ভুট্টা
(d) গােল্ডেন রাইস
উত্তর: A
প্রশ্ন:২
কোনগুলি ট্রান্সজেনিক প্রাণীর উদাহরণ ?
(a) হরিণ ও জিরাফ
(b) ইঁদুর ও ভেড়া
(c) গােরু ও মহিষ
(d) মুরগি ও হাঁস
উত্তর: B
প্রশ্ন:৩
এডিবল ভ্যাকসিন হল—
(a) β-ক্যারােটিন জিন ধান গাছে প্রতিস্থাপন করা
(b) ট্রান্সজেনিক টম্যাটো ও আলু যা খেলে হেপাটাইটিস-B ভাইরাসের আক্রমণ প্রতিরােধ করা যায়
(c) TMV-এর ক্যাপসিড প্রােটিন জিন
(d) তুষার শীতল পীড়ন প্রতিরােধী জিন
উত্তর: B
প্রশ্ন:৪
Salmonella Typhimurium ও E.coli তে কোন্ জিন থাকে যা EPSPS উৎপাদন করে ?
(a) BT টক্সিন জিন
(b) কুরসটাকি জিন
(c) Aro A জিন
(d) Ti প্লাসমিড
উত্তর: C
প্রশ্ন:৫
গােল্ডেন রাইস যা ট্রান্সজেনিক প্রক্রিয়ায় উৎপন্ন হয়েছে তার প্রধান বৈশিষ্ট্য হল—
(a) বেশি ভিটামিন A থাকে
(b) বেশি মিথিওনিন থাকে
(c) বেশি লাইসিন থাকে
(d) বেশি লুটিন থাকে
উত্তর: A
প্রশ্ন:৬
যে বিশেষ পদ্ধতিতে ট্রান্সজেনিক জীব উৎপাদন করা হয় তাকে বলে—
(a) ট্রান্সফরমেশন
(b) ট্রান্সজেনেসিস
(c) ট্রান্সজেনিক জীব
(d) ক্লোনিং
উত্তর: B
প্রশ্ন:৭
BT তুলাের ক্ষেত্রে 'Bt' হল—
(a) Bacillus tomentosa
(b) Bacillus thuringiensis
(c) বায়ােটেকনােলজি
(d) উৎকৃষ্ট টাইপ
উত্তর: B
প্রশ্ন:৮
গ্লাইফোসেট প্রতিরােধী ট্রান্সজেনিক তামাক উৎপাদনে কোন্ জিন প্রতিস্থাপিত করা হয় ?
(a) EPSPS
(b) D-অ্যামাইনাে অ্যাসিডঅক্সিডেজ জিন
(c) BTI
(d) BT ট্রক্সিন জিন
উত্তর: A
প্রশ্ন:৯
মানুষের ইনসুলিন তৈরির জিনকে নিম্নলিখিত কোন্ জীবের মধ্যে প্রতিস্থাপন করে ইনসুলিন তৈরি করা হয় ?
(a) Pseudomonas putida
(b) E.coli
(c) Yeast
(d) উপরের সবগুলি
উত্তর: B
প্রশ্ন:১০
কোনটির থেকে একখণ্ড প্রতিস্থাপিত করে ইনসেক্ট প্রতিরােধক্ষম একপ্রকার ট্রান্সজেনিক তুলাে তৈরি করা হয়েছে ?
(a) একটি ভাইরাস
(b) একটি ব্যাকটেরিয়াম
(c) বন্য তুলাে প্রজাতি
(d) একটি পতঙ্গ
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment