নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special VSQsBiologyজীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
বিনাইন টিউমার ক্যানসারের কোন্ পর্যায়ে দেখা যায় ?
উত্তর:
প্রাথমিক অবস্থায়।
প্রশ্ন:২
আমাশয় রােগসৃষ্টিকারী আদ্যপ্রাণীটির নাম কী ?
উত্তর:
Entamoeba histolytica.
প্রশ্ন:৩
ডিপসােম্যানিয়া দেখা যায় কোন্ ধরনের অ্যালকোহলিজমে ?
উত্তর:
এপসিলন।
প্রশ্ন:৪
সাধারণত কমন কোল্ড ভাইরাস ঘটিত হলেও, যে একধরনের ব্যাকটেরিয়ার ফলে হয় তার নাম লেখাে৷
উত্তর:
Dialister pneumosintes.
প্রশ্ন:৫
ক্যানসার সৃষ্টিকারী ভাইরাসকে কী বলে ?
উত্তর:
অঙ্কোভাইরাস।
প্রশ্ন:৬
আমাশয় নিবারণকারী একটি ওষুধের উদাহরণ দাও।
উত্তর:
Tinidazole.
প্রশ্ন:৭
ফুসফুসের ক্যানসারের জন্য দায়ী অঙ্কোজিনটি কী ?
উত্তর:
C-myc।
প্রশ্ন:৮
লােবার নিউমােনিয়াতে দেহের কোন্ অঙ্গ আক্রান্ত হয় ?
উত্তর:
ফুসফুসের লােব বা খণ্ডক।
প্রশ্ন:৯
একটি সিডেটিভ ও একটি ট্রাংকুলাইজারের নাম লেখাে।
উত্তর:
সিডেটিভ—বারবিচুরেট।
ট্রাংকুলাইজার—ভ্যালিয়াম।
প্রশ্ন:১০
মদ রাসায়নিক ভাষায় কী নামে পরিচিত ?
উত্তর:
ইথাইল অ্যালকোহল।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Comments
Post a Comment