দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQsBiologyজীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
বিনাইন টিউমার ক্যানসারের কোন্ পর্যায়ে দেখা যায় ?
উত্তর:
প্রাথমিক অবস্থায়।
প্রশ্ন:২
আমাশয় রােগসৃষ্টিকারী আদ্যপ্রাণীটির নাম কী ?
উত্তর:
Entamoeba histolytica.
প্রশ্ন:৩
ডিপসােম্যানিয়া দেখা যায় কোন্ ধরনের অ্যালকোহলিজমে ?
উত্তর:
এপসিলন।
প্রশ্ন:৪
সাধারণত কমন কোল্ড ভাইরাস ঘটিত হলেও, যে একধরনের ব্যাকটেরিয়ার ফলে হয় তার নাম লেখাে৷
উত্তর:
Dialister pneumosintes.
প্রশ্ন:৫
ক্যানসার সৃষ্টিকারী ভাইরাসকে কী বলে ?
উত্তর:
অঙ্কোভাইরাস।
প্রশ্ন:৬
আমাশয় নিবারণকারী একটি ওষুধের উদাহরণ দাও।
উত্তর:
Tinidazole.
প্রশ্ন:৭
ফুসফুসের ক্যানসারের জন্য দায়ী অঙ্কোজিনটি কী ?
উত্তর:
C-myc।
প্রশ্ন:৮
লােবার নিউমােনিয়াতে দেহের কোন্ অঙ্গ আক্রান্ত হয় ?
উত্তর:
ফুসফুসের লােব বা খণ্ডক।
প্রশ্ন:৯
একটি সিডেটিভ ও একটি ট্রাংকুলাইজারের নাম লেখাে।
উত্তর:
সিডেটিভ—বারবিচুরেট।
ট্রাংকুলাইজার—ভ্যালিয়াম।
প্রশ্ন:১০
মদ রাসায়নিক ভাষায় কী নামে পরিচিত ?
উত্তর:
ইথাইল অ্যালকোহল।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶

Comments
Post a Comment