নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
★★★প্রশ্ন:১
সহজাত অনাক্রম্যতায় অংশ নেয়—
(a) ম্যাক্রোফাজ
(b) ব্লাস্ট কোশ
(c) লােহিত মজ্জা
(d) দেহত্বক
উত্তর: A, D
★★★প্রশ্ন:২
কোন্ ওষুধগুলি AIDS-এ ব্যবহৃত হয় ?
(a) DDI
(b) D4T
(c) DDC
(d) DDT
উত্তর: A, B, C
★★★প্রশ্ন:৩
কোনগুলি ননকমিউনিকেবল ডিজিজ ?
(a) গয়টার
(b) ডায়াবেটিস
(c) বেরিবেরি
(d) থ্যালাসেমিয়া
উত্তর: A, C
★★★প্রশ্ন:৪
কোনগুলি ভাইরাস সংক্রামিত রােগ ?
(a) মাম্পস
(b) হাম
(c) বসন্ত
(d) রিকেট
উত্তর: A, B, C
★★★প্রশ্ন:৫
নাল কোশ নিম্নলিখিত কি কি নামে পরিচিত ?
(a) কুফার কোশ
(b) কিলার কোশ
(c) ন্যাচারাল কিলার কোশ
(d) থেসেজিয়াল কোশ
উত্তর: B, C
★★★প্রশ্ন:৬
উত্তেজক প্রকৃতির ড্রাগ হল—
(a) কোকেন
(b) মরফিন
(c) মিথাডোন
(d) অ্যাস্ফোটামাইন
উত্তর: A, D
★★★প্রশ্ন:৭
প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ হল—
(a) টনসিল
(b) অস্থিমজ্জা
(c) প্লিহা
(d) লসিকা
উত্তর: B, D
★★★প্রশ্ন:৮
নিম্নলিখিত কোনগুলি অঙ্কোজিন ?
(a) P^53
(b) myc
(c) APC
(d) H-ras
উত্তর: B, D
★★★প্রশ্ন:৯
দাদ রােগ নির্ণয় করা হয় কীসের মাধ্যমে ?
(a) স্কিন বায়ােপসি
(b) KOH পরীক্ষা
(c) অ্যান্টিবডি টেস্ট
(d) রক্ত পরীক্ষা
উত্তর: A, B
★★★প্রশ্ন:১০
3-12 মাস বয়সে কোন্ প্রকার ভ্যাকসিন দেওয়া হয় ?
(a) DPT
(b) BCG
(c) TT
(d) OPV
উত্তর: A, B, D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment