দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
★★★প্রশ্ন:১
সহজাত অনাক্রম্যতায় অংশ নেয়—
(a) ম্যাক্রোফাজ
(b) ব্লাস্ট কোশ
(c) লােহিত মজ্জা
(d) দেহত্বক
উত্তর: A, D
★★★প্রশ্ন:২
কোন্ ওষুধগুলি AIDS-এ ব্যবহৃত হয় ?
(a) DDI
(b) D4T
(c) DDC
(d) DDT
উত্তর: A, B, C
★★★প্রশ্ন:৩
কোনগুলি ননকমিউনিকেবল ডিজিজ ?
(a) গয়টার
(b) ডায়াবেটিস
(c) বেরিবেরি
(d) থ্যালাসেমিয়া
উত্তর: A, C
★★★প্রশ্ন:৪
কোনগুলি ভাইরাস সংক্রামিত রােগ ?
(a) মাম্পস
(b) হাম
(c) বসন্ত
(d) রিকেট
উত্তর: A, B, C
★★★প্রশ্ন:৫
নাল কোশ নিম্নলিখিত কি কি নামে পরিচিত ?
(a) কুফার কোশ
(b) কিলার কোশ
(c) ন্যাচারাল কিলার কোশ
(d) থেসেজিয়াল কোশ
উত্তর: B, C
★★★প্রশ্ন:৬
উত্তেজক প্রকৃতির ড্রাগ হল—
(a) কোকেন
(b) মরফিন
(c) মিথাডোন
(d) অ্যাস্ফোটামাইন
উত্তর: A, D
★★★প্রশ্ন:৭
প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ হল—
(a) টনসিল
(b) অস্থিমজ্জা
(c) প্লিহা
(d) লসিকা
উত্তর: B, D
★★★প্রশ্ন:৮
নিম্নলিখিত কোনগুলি অঙ্কোজিন ?
(a) P^53
(b) myc
(c) APC
(d) H-ras
উত্তর: B, D
★★★প্রশ্ন:৯
দাদ রােগ নির্ণয় করা হয় কীসের মাধ্যমে ?
(a) স্কিন বায়ােপসি
(b) KOH পরীক্ষা
(c) অ্যান্টিবডি টেস্ট
(d) রক্ত পরীক্ষা
উত্তর: A, B
★★★প্রশ্ন:১০
3-12 মাস বয়সে কোন্ প্রকার ভ্যাকসিন দেওয়া হয় ?
(a) DPT
(b) BCG
(c) TT
(d) OPV
উত্তর: A, B, D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment