নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
নীচের কোনটিতে নিমাটোড সংক্রমণ দেখা যায় ?
(a) ফুল
(b) মূল
(c) কাণ্ড
(d) পাতা
উত্তর: B
প্রশ্ন:২
অরগ্যানিক ফারমিং এর ক্ষেত্রে নিম্নের মন্তব্যগুলি [A - D] বিবেচনা কর—
(a) পেস্টিসাইডস এবং ইউরিয়া ব্যবহার করা যাবে না
(b) Bt কটনের মতাে জেনেটিকালি মডিফায়েড শস্য ব্যবহার করতে হবে
(c) অধিক ভিটামিন এবং খনিজ পদার্থ সম্পন্ন সবজি উৎপন্ন করে
(d) কেবলমাত্র স্বাভাবিকভাবে জোগানপ্রাপ্ত জৈবসার ব্যবহার করে
উত্তর: A
প্রশ্ন:৩
টিস্যু কালচার মাধ্যমের জীবাণু মুক্তকরণ করা হয়—
(a) সূক্ষ্ম সীভের দ্বারা পরিস্রুতকরণ করে
(b) –20°C তাপমাত্রায় মাধ্যমকে রেখে দিয়ে
(c) 120°C তাপমাত্রায় মাধ্যমের 15 মিনিটের জন্য অটোক্লেভিং করে
(d) মাধ্যমের সঙ্গে অ্যান্টিফাংগাল এজেন্ট মিশিয়ে
উত্তর: C
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোন্ সম্পর্কটি সঠিক নয় ?
(a) পরাগধানী কালচার—হ্যাপ্লয়েড উদ্ভিদ
(b) দেহজ ভ্রূণ—অঙ্গজ কোশ থেকে উৎপন্ন ভ্রূণ
(c) সাইটোকাইন—মূলে ক্যালাসের সূচনা
(d) ক্যালাস—অবিভেদিত কলাকোশ
উত্তর: C
প্রশ্ন:৫
জীববিদ্যার যে শাখায় উদ্ভিদ ভ্যারাইটির উন্নতিসাধন সম্পর্কে আলােচনা করা হয়, তা হল—
(a) Plant breeding
(b) Agrology
(c) Serendipity
(d) Eugenics
উত্তর: A
প্রশ্ন:৬
"Jaya" এবং "Ratna" ভারতবর্ষে সবুজ বিপ্লায়নের জন্য গড়ে ওঠে, এগুলি হল—
(a) ধানের বিভিন্ন ধরন
(b) বাজরার বিভিন্ন ধরন
(c) ভুট্টার বিভিন্ন ধরন
(d) গমের বিভিন্ন ধরন
উত্তর: A
প্রশ্ন:৭
যে পদ্ধতিতে ভাজক কলা বিভাজন দশা হারিয়ে অবিভেদিত কলায় (ক্যালাস) পরিণত হয়, তাকে বলে—
(a) বিভেদন
(b) পুনর্বিভেদন
(c) বি-বিভেদন
(d) কোশীয় বিভেদন
উত্তর: C
প্রশ্ন:৮
এর মধ্যে কোন্ জোড়টি সঠিকভাবে সম্পর্কিত নয় ?
(a) Bombyx mori—রেশম
(b) Apis indica—মধু
(c) Pila globosa—মুক্ত
(d) Kenia lacca—লাক্ষা
উত্তর: C
প্রশ্ন:৯
পােলট্রির ভাইরাসঘটিত একটি রােগ হল—
(a) সালমােনেলােসিস
(b) কোরাইজা
(c) নিউ ক্যাসল ডিজিজ
(d) পাস্তুরেলোসিস
উত্তর: C
প্রশ্ন:১০
ধুতুরার হ্যাপ্লয়েড উৎপাদনে যে পদ্ধতি ব্যবহৃত হয়, তা হল—
(a) প্রােটোপ্লাস্ট কালচার
(b) মেরিস্টেম কালচার
(c) অ্যানথার কালচার
(d) ক্যালাস কালচার
উত্তর: C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment