নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
কোনগুলি চিরহরিৎ বৃক্ষ—
(a) Eugenia sp.
(b) Jasminum sp.
(c) Michelia sp.
(d) Artocarpus sp.
উত্তর: A, C, D
প্রশ্ন:২
মূলযুক্ত অর্ধনিমজ্জিত উদ্ভিদগুলি হল—
(a) Sagittaria
(b) Enhydra
(c) Vallisneria
(d) Jussiaea
উত্তর: A, B
প্রশ্ন:৩
কোনগুলি আরােহী প্রকৃতির উদ্ভিদ—
(a) Hoya sp.
(b) Piper nigrans
(c) Thunbergia sp.
(d) Hopea sp.
উত্তর: A, B, C
প্রশ্ন:৪
গৌণ খেচর অভিযােজনকারী প্রাণীগুলি হল—
(a) উড়ুক্কু ড্রাগন
(b) রাকোফোরাস
(c) ঈগল
(d) পায়রা
উত্তর: A, B
প্রশ্ন:৫
ইকোলজি শব্দটির প্রণয়নে ভূমিকা গ্রহণকারী বিজ্ঞানীরা হলেন—
(a) হেকেল
(b) মেন্ডেল
(c) রেইটার
(d) হিল
উত্তর: A, C
প্রশ্ন:৬
ভােরের বেলায় সক্রিয় হয় যেসকল প্রাণী তাদের বলে—
(a) ডাইআরনাল
(b) অরােরাল
(c) ভেসপেরালে
(d) কোনােটিই নয়
উত্তর: B, C
প্রশ্ন:৭
প্রগৌণ খাদকগুলি হল—
(a) সিংহ
(b) হরিণ
(c) বাঘ
(d) পাখি
উত্তর: A, C
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোনগুলি অ্যাপ্লায়েড ইকোলজির শাখা—
(a) জিনবিদ্যা
(b) অ্যাগ্রিকালচার
(c) জীব প্রযুক্তিবিদ্যা
(d) অ্যাগ্রোনমি
উত্তর: B, D
প্রশ্ন:৯
প্লবমান জলজ উদ্ভিদরা হল—
(a) Hydrilla
(b) Enhydra
(c) Eichhornia
(d) Wolffia
উত্তর: C, D
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোনগুলি সাধারণ ঘাস জাতীয় উদ্ভিদ—
(a) Acacia catechu
(b) Panicum sp.
(c) Andropogen sp.
(d) Shorea robusta
উত্তর: B, C
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment