দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
কোনগুলি চিরহরিৎ বৃক্ষ—
(a) Eugenia sp.
(b) Jasminum sp.
(c) Michelia sp.
(d) Artocarpus sp.
উত্তর: A, C, D
প্রশ্ন:২
মূলযুক্ত অর্ধনিমজ্জিত উদ্ভিদগুলি হল—
(a) Sagittaria
(b) Enhydra
(c) Vallisneria
(d) Jussiaea
উত্তর: A, B
প্রশ্ন:৩
কোনগুলি আরােহী প্রকৃতির উদ্ভিদ—
(a) Hoya sp.
(b) Piper nigrans
(c) Thunbergia sp.
(d) Hopea sp.
উত্তর: A, B, C
প্রশ্ন:৪
গৌণ খেচর অভিযােজনকারী প্রাণীগুলি হল—
(a) উড়ুক্কু ড্রাগন
(b) রাকোফোরাস
(c) ঈগল
(d) পায়রা
উত্তর: A, B
প্রশ্ন:৫
ইকোলজি শব্দটির প্রণয়নে ভূমিকা গ্রহণকারী বিজ্ঞানীরা হলেন—
(a) হেকেল
(b) মেন্ডেল
(c) রেইটার
(d) হিল
উত্তর: A, C
প্রশ্ন:৬
ভােরের বেলায় সক্রিয় হয় যেসকল প্রাণী তাদের বলে—
(a) ডাইআরনাল
(b) অরােরাল
(c) ভেসপেরালে
(d) কোনােটিই নয়
উত্তর: B, C
প্রশ্ন:৭
প্রগৌণ খাদকগুলি হল—
(a) সিংহ
(b) হরিণ
(c) বাঘ
(d) পাখি
উত্তর: A, C
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোনগুলি অ্যাপ্লায়েড ইকোলজির শাখা—
(a) জিনবিদ্যা
(b) অ্যাগ্রিকালচার
(c) জীব প্রযুক্তিবিদ্যা
(d) অ্যাগ্রোনমি
উত্তর: B, D
প্রশ্ন:৯
প্লবমান জলজ উদ্ভিদরা হল—
(a) Hydrilla
(b) Enhydra
(c) Eichhornia
(d) Wolffia
উত্তর: C, D
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোনগুলি সাধারণ ঘাস জাতীয় উদ্ভিদ—
(a) Acacia catechu
(b) Panicum sp.
(c) Andropogen sp.
(d) Shorea robusta
উত্তর: B, C
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment