দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
AUG কোডন হল—
(a) অকরি
(b) অ্যাম্বার
(c) ওপাল
(d) ইনিশিয়েশন কোডন
উত্তর: D
প্রশ্ন:২
RNA প্রাইমার ব্যবহৃত হয়—
(a) ট্রান্সফরমেশন
(b) কনজুগেশন
(c) রেপ্লিকেশন
(d) ট্রানস্লেশন
উত্তর: C
প্রশ্ন:৩
কোনটি DNA ফিঙ্গার প্রিন্টিং-এর জন্য নিযুক্ত হয় না ?
(a) চর্ম কোশ
(b) WBC
(c) স্পার্ম
(d) RBC
উত্তর: D
প্রশ্ন:৪
অ্যামাইনাে অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট কোথায় থাকে ?
(a) DNA
(b) r-RNA
(c) t-RNA
(d) m-RNA
উত্তর: C
প্রশ্ন:৫
প্রােক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয়েরই আছে—
(a) মিয়ােটিক স্পিন্ডিল
(b) হিস্টোন
(c) এন্ডােপ্লাজমিক রেটিকুলাম
(d) জেনেটিক কোড
উত্তর: D
প্রশ্ন:৬
কোন্ অণুতে DNA কোডের বার্তা নিহিত থাকে ?
(a) t-RNA
(b) m-RNA
(c) r-RNA
(d) hn-RNA
উত্তর: A
প্রশ্ন:৭
RNA থেকে উৎপন্ন DNA-কে বলা হয়—
(a) c DNA
(b) Z DNA
(c) B DNA
(d) A DNA
উত্তর: A
প্রশ্ন:৮
নীচের কোনটি DNA ফিঙ্গার প্রিন্টিং-এর জন্য বেশি প্রয়ােজনীয় ?
(a) HPLC
(b) ELISA
(c) ইলেক্টোফোরেসিস
(d) ইলেকট্রন মাইক্রোস্কোপি
উত্তর: C
প্রশ্ন:৯
মলিকিউলার বায়ােলজিতে সেন্ট্রাল ডগমার বিপরীত প্রবাহটি হল—
(a) RNA→DNA→প্রােটিন
(b) m-RNA→t-RNA→DNA
(c) প্রােটিন→DNA→RNA
(d) DNA→RNA→প্রােটিন
উত্তর: A
প্রশ্ন:১০
DNA হল আম্লিক কারণ—
(a) পিরিমিডিন
(b) ফসফোরিক অ্যাসিড
(c) পিউরিন
(d) সুগার
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment