WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
অ্যান্টিবায়ােটিকগুলি সাধারণত যেখান থেকে সর্বাধিক পাওয়া যায়—
(a) সায়ানােব্যাকটেরিয়া
(b) ছত্রাক
(c) অ্যাকটিনােমাইসিটিস
(d) b এবং c উভয়ই
উত্তর: D
প্রশ্ন:২
জলজ ফার্ন হল একটি অতি উত্তম বায়ােফার্টিলাইজার—
(a) Pteridium
(b) Marselia
(c) Azolla
(d) Salvinia
উত্তর: C
প্রশ্ন:৩
নিম্নলিখিতগুলির মধ্যে কার সাহায্যে অ্যালকোহল থেকে ভিনিগার তৈরি করা হয় ?
(a) Clostridium
(b) Azotobacter
(c) Bacillus subtilis
(d) Acetobacter aceti
উত্তর: D
প্রশ্ন:৪
সায়ানােব্যাকটেরিয়া কীভাবে চাষিদের সাহায্য করে ?
(a) মাটির আম্লিকতা কমিয়ে
(b) মাটির ক্ষারকীয়তার প্রশমন ঘটিয়ে
(c) জল আবদ্ধকরণ করে
(d) মাটির ক্ষারকীয়তা কমিয়ে
উত্তর: A
প্রশ্ন:৫
শিল্পে সাইট্রিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে নিম্নলিখিত কোন্ অণুজীবটি ব্যবহৃত হয় ?
(a) Penicillium citrinum
(b) Aspergillus niger
(c) Rhizopus nigricans
(d) Lactobacillus bulgaricus
উত্তর: B
প্রশ্ন:৬
মেথানােজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে পরিত্যক্ত বায়ােমাস থেকে বায়ােগ্যাস উৎপাদন হল—
(a) দু-ধাপ প্রক্রিয়া বা টু-স্টেপ প্রসেস
(b) তিন ধাপ প্রক্রিয়া বা থ্রি স্টেপ প্রসেস
(c) বহু ধাপ প্রক্রিয়া বা মাল্টি স্টেপ প্রসেস
(d) এক ধাপ প্রক্রিয়া বা ওয়ান স্টেপ প্রসেস
উত্তর: B
প্রশ্ন:৭
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নন-সিমবায়ােটিক নাইট্রোজেন সংবন্ধনকারী ?
(a) নস্টক
(b) ল্যাক্টোব্যাসিলাস
(c) অসিলেটোরিয়া
(d) রাইজোবিয়াম
উত্তর: A
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোনটির একটি গুরুত্বপূর্ণ উৎস হল ইস্ট ?
(a) রাইবােফ্লাভিন
(b) সুগার
(c) প্রােটিন
(d) ভিটামিন C
উত্তর: A
প্রশ্ন:৯
ফ্ল্যাভিসিন অ্যান্টিবায়ােটিক নিম্নলিখিত কোনটি থেকে পাওয়া যায় ?
(a) Streptomyces fradiae
(b) Aspergillus fumigatus
(c) Aspergillus flavus
(d) Streptomyces griseus
উত্তর: C
প্রশ্ন:১০
চাষীদের বিবৃতি অনুসারে কোন্ বায়ােফার্টিলাইজার ব্যবহার করলে 50 শতাংশ বেশি ধান উৎপন্ন হয় ?
(a) সায়ানােব্যাকটেরিয়া
(b) মাইকোরাইজা
(c) অ্যাজোলা পিনাটা (Azolla pinnata)
(d) লেগিউম—রাইজোবিয়াম সিমবায়ােসিস
উত্তর: C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
জীববিদ্যা ও মানবকল্যাণ, সেট ৪০[PREV]
জীববিদ্যা ও মানবকল্যাণ, সেট ৪২[NEXT]
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment