নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
ঘামের মধ্যে বর্তমান যে উৎসেচকটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তা হল—
(a) লাইসােজাইম
(b) প্রােটিয়েজ
(c) রিডাকটেজ
(d) লাইপেজ
উত্তর: A
প্রশ্ন:২
টক্সিন ক্ষরণের সঙ্গে জড়িত ব্যাধি হল—
(a) খাদ্যে বিষক্রিয়া
(b) এডস্
(c) টি.বি.
(d) টিটেনাস
উত্তর: D
প্রশ্ন:৩
সেরিব্রাল ম্যালেরিয়া হয় যার দ্বারা—
(a) Plasmodium falciparum
(b) Plasmodium ovale
(c) Plasmodium malariae
(d) Plasmodium vivax
উত্তর: A
প্রশ্ন:৪
এর মধ্যে কোনটির অপর নাম Lock Jaw ?
(a) টিটেনাস
(b) ডিপথেরিয়া
(c) কালাজ্বর
(d) ম্যালেরিয়া
উত্তর: A
প্রশ্ন:৫
কালাজ্বর রােগটি হয় যার জন্য—
(a) Taenia solium
(b) Wuchereria brancrofti
(c) Leishmania donovani
(d) Trypanosoma gambiense
উত্তর: A
প্রশ্ন:৬
মেমারি কোশ যেখান থেকে সৃষ্টি হয় তা হল—
(a) মনােসাইট
(b) এরিথ্রোপয়ােটিক স্টেম সেল
(c) B-লিম্ফোসাইট
(d) T-লিম্ফোসাইট
উত্তর: D
প্রশ্ন:৭
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলবাহিত রােগ—
(a) ক্যানসার
(b) গুটিবসন্ত
(c) হেপাটাইটিস
(d) টি.বি.
উত্তর: C
প্রশ্ন:৮
ম্যালেরিয়াতে জ্বর হয় কারণ—
(a) রক্ত জালকের মধ্যে স্পােরােজয়েটস-এর প্রবেশ
(b) লােহিতকণিকা থেকে মেরােজয়েটস-এর নির্গমন
(c) ক্রিপটোমেরােজয়েটস-এর লােহিতকণিকায় প্রবেশ
(d) মেরােজয়েটস-এর লােহিতকণিকায় প্রবেশ
উত্তর: B
প্রশ্ন:৯
হিউমােরাল বা রসভিত্তিক অনাক্রম্যতা হয় মূলত—
(a) P-লিম্ফোসাইটের দ্বারা
(b) B-লিম্ফোসাইটের দ্বারা
(c) L-লিম্ফোসাইটের দ্বারা
(d) T-লিম্ফোসাইটের দ্বারা
উত্তর: B
প্রশ্ন:১০
এর মধ্যে কোন্ ইমিউনােগ্লোবিনটি আকারে সবচেয়ে বড়াে—
(a) IgE
(b) IgM
(c) IgA
(d) IgD
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment