দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
ঘামের মধ্যে বর্তমান যে উৎসেচকটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তা হল—
(a) লাইসােজাইম
(b) প্রােটিয়েজ
(c) রিডাকটেজ
(d) লাইপেজ
উত্তর: A
প্রশ্ন:২
টক্সিন ক্ষরণের সঙ্গে জড়িত ব্যাধি হল—
(a) খাদ্যে বিষক্রিয়া
(b) এডস্
(c) টি.বি.
(d) টিটেনাস
উত্তর: D
প্রশ্ন:৩
সেরিব্রাল ম্যালেরিয়া হয় যার দ্বারা—
(a) Plasmodium falciparum
(b) Plasmodium ovale
(c) Plasmodium malariae
(d) Plasmodium vivax
উত্তর: A
প্রশ্ন:৪
এর মধ্যে কোনটির অপর নাম Lock Jaw ?
(a) টিটেনাস
(b) ডিপথেরিয়া
(c) কালাজ্বর
(d) ম্যালেরিয়া
উত্তর: A
প্রশ্ন:৫
কালাজ্বর রােগটি হয় যার জন্য—
(a) Taenia solium
(b) Wuchereria brancrofti
(c) Leishmania donovani
(d) Trypanosoma gambiense
উত্তর: A
প্রশ্ন:৬
মেমারি কোশ যেখান থেকে সৃষ্টি হয় তা হল—
(a) মনােসাইট
(b) এরিথ্রোপয়ােটিক স্টেম সেল
(c) B-লিম্ফোসাইট
(d) T-লিম্ফোসাইট
উত্তর: D
প্রশ্ন:৭
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলবাহিত রােগ—
(a) ক্যানসার
(b) গুটিবসন্ত
(c) হেপাটাইটিস
(d) টি.বি.
উত্তর: C
প্রশ্ন:৮
ম্যালেরিয়াতে জ্বর হয় কারণ—
(a) রক্ত জালকের মধ্যে স্পােরােজয়েটস-এর প্রবেশ
(b) লােহিতকণিকা থেকে মেরােজয়েটস-এর নির্গমন
(c) ক্রিপটোমেরােজয়েটস-এর লােহিতকণিকায় প্রবেশ
(d) মেরােজয়েটস-এর লােহিতকণিকায় প্রবেশ
উত্তর: B
প্রশ্ন:৯
হিউমােরাল বা রসভিত্তিক অনাক্রম্যতা হয় মূলত—
(a) P-লিম্ফোসাইটের দ্বারা
(b) B-লিম্ফোসাইটের দ্বারা
(c) L-লিম্ফোসাইটের দ্বারা
(d) T-লিম্ফোসাইটের দ্বারা
উত্তর: B
প্রশ্ন:১০
এর মধ্যে কোন্ ইমিউনােগ্লোবিনটি আকারে সবচেয়ে বড়াে—
(a) IgE
(b) IgM
(c) IgA
(d) IgD
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment