নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
অ্যান্টিবায়ােটিক সেফালােস্পােরিন যা থেকে পাওয়া যায়—
(a) স্ট্রেপটোমাইসিস
(b) ছত্রাক
(c) ব্যাসিলাস
(d) শৈবাল
উত্তর: B
প্রশ্ন:২
অ্যান্টিবায়ােটিক সম্পর্কে কোন্ তথ্যটি সঠিক নয় ?
(a) কিছু ব্যক্তি নির্দিষ্ট কোনাে অ্যান্টিবায়ােটিকের ক্ষেত্রে অ্যালার্জিক হয়
(b) প্রতিটি অ্যান্টিবায়ােটিক একটি নির্দিষ্ট জার্মের বিরুদ্ধে কার্যকর হয়
(c) Alexander Fleming প্রথম অ্যান্টিবায়ােটিকটি আবিষ্কার করেন
(d) 1942 খ্রিস্টাব্দে S.Waksman অ্যান্টিবায়ােটিক শব্দটির উদ্ভাবন করেন
উত্তর: B
প্রশ্ন:৩
চিজ বা পনির ইন্ড্রাস্ট্রিতে রেননিন ব্যবহার করা হয়—
(a) ভিটামিন হিসেবে
(b) উৎসেচক হিসেবে
(c) অ্যালকালয়েড হিসেবে
(d) প্রতিবন্ধক বা ইনহিবিটার হিসেবে
উত্তর: B
প্রশ্ন:৪
স্যার Alexander Fleming কোথা থেকে পেনিসিলিন নির্যাস বের করেন ?
(a) Penicillium griseofulvin
(b) Bacillus brevis
(c) Penicillium notatum
(d) Penicillium chrysogenum
উত্তর: C
প্রশ্ন:৫
টেট্রামাইসিন যা থেকে পাওয়া যায়—
(a) S.venezuelae
(b) S.fradiae
(c) Streptomyces ramosus
(d) S.aureofaciens
উত্তর: C
প্রশ্ন:৬
ধান উৎপাদন বৃদ্ধি পায় যার দ্বারা—
(a) নন সিমবায়ােটিক ব্যাকটেরিয়া
(b) নস্টক/অ্যানাবিনা
(c) সালফার ব্যাকটেরিয়া
(d) সিমবায়ােটিক ব্যাকটেরিয়া
উত্তর: B
প্রশ্ন:৭
Cheese এবং Yogurt হল—
(a) সন্ধানজাত বস্তু
(b) ডিহাইড্রেশনজাত বস্তু
(c) ডিসটিলেশনজাত বস্তু
(d) পাস্তুরাইজেশনজাত বস্তু
উত্তর: A
প্রশ্ন:৮
অর্বুদমধ্যস্থ নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া পাওয়া যায়—
(a) তুলােতে
(b) সরিষাতে
(c) জলে
(d) গমে
উত্তর: C
প্রশ্ন:৯
অ্যান্টিবায়ােটিক যাদের বৃদ্ধি ব্যাহত করে—
(a) ব্যাকটেরিয়া এবং ভাইরাস
(b) ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ভাইরাস
(c) ব্যাকটেরিয়া, শৈবাল এবং ভাইরাস
(d) ব্যাকটেরিয়া এবং ছত্রাক
উত্তর: B
প্রশ্ন:১০
যদি নমুনা (sample) জলের BOD খুব বেশি হয়, তাহলে নমুনাটি—
(a) দূষিত নয়
(b) পাের্টেবল
(c) অধিক দূষিত
(d) কম দূষিত
উত্তর: C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment