দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQsBiologyজীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
দুটি হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়ার নাম কী কী ?
উত্তর:
Bacillus এবং Clostridium.
প্রশ্ন:২
ল্যাকটিক অ্যাসিড প্রস্তুতকারী ব্যাকটেরিয়ার নাম কী ?
উত্তর:
ল্যাকটোব্যাসিলাস (Lactobacillus)।
প্রশ্ন:৩
অর্গানিক ফার্মিং কী ?
উত্তর:
শুধুমাত্র জীবসার ব্যবহার করে কৃষিকাজ করা।
প্রশ্ন:৪
পাউরুটি প্রস্তুতিতে ব্যবহৃত ছত্রাক কোনটি ?
উত্তর:
ইস্ট (Saccharomyces cerevisiae)।
প্রশ্ন:৫
একটি মেথানোজেনিক ব্যাকটেরিয়ার নাম বলাে।
উত্তর:
Methanobacterium sohngenii.
প্রশ্ন:৬
অনাক্রম্যতা দমনকারী বাহক সাইক্লোস্পােরিন কোথা থেকে পাওয়া যায় ?
উত্তর:
Trichoderma polysporum ছত্রাক থেকে পাওয়া যায়।
প্রশ্ন:৭
একটি অ্যাসিডােজেনিক ব্যাকটেরিয়ার নাম কী ?
উত্তর:
Desulphovibrio.
প্রশ্ন:৮
বিউটাইরিক অ্যাসিড কোন্ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় ?
উত্তর:
ক্লসট্রিডিয়াম বিউটিলিকাম (Clostridium butylicum)।
প্রশ্ন:৯
জীবসার কী ?
উত্তর:
যেসকল জীব মৃত্তিকার গুণ এবং উর্বরতা বৃদ্ধি করে।
প্রশ্ন:১০
মাইকোরাইজা কী ?
উত্তর:
উন্নত শ্রেণির উদ্ভিদের মূলের সঙ্গে ছত্রাকের মিথােজীবীয় সম্পর্ক।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶

Comments
Post a Comment