নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special VSQsBiologyজীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
দুটি হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়ার নাম কী কী ?
উত্তর:
Bacillus এবং Clostridium.
প্রশ্ন:২
ল্যাকটিক অ্যাসিড প্রস্তুতকারী ব্যাকটেরিয়ার নাম কী ?
উত্তর:
ল্যাকটোব্যাসিলাস (Lactobacillus)।
প্রশ্ন:৩
অর্গানিক ফার্মিং কী ?
উত্তর:
শুধুমাত্র জীবসার ব্যবহার করে কৃষিকাজ করা।
প্রশ্ন:৪
পাউরুটি প্রস্তুতিতে ব্যবহৃত ছত্রাক কোনটি ?
উত্তর:
ইস্ট (Saccharomyces cerevisiae)।
প্রশ্ন:৫
একটি মেথানোজেনিক ব্যাকটেরিয়ার নাম বলাে।
উত্তর:
Methanobacterium sohngenii.
প্রশ্ন:৬
অনাক্রম্যতা দমনকারী বাহক সাইক্লোস্পােরিন কোথা থেকে পাওয়া যায় ?
উত্তর:
Trichoderma polysporum ছত্রাক থেকে পাওয়া যায়।
প্রশ্ন:৭
একটি অ্যাসিডােজেনিক ব্যাকটেরিয়ার নাম কী ?
উত্তর:
Desulphovibrio.
প্রশ্ন:৮
বিউটাইরিক অ্যাসিড কোন্ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় ?
উত্তর:
ক্লসট্রিডিয়াম বিউটিলিকাম (Clostridium butylicum)।
প্রশ্ন:৯
জীবসার কী ?
উত্তর:
যেসকল জীব মৃত্তিকার গুণ এবং উর্বরতা বৃদ্ধি করে।
প্রশ্ন:১০
মাইকোরাইজা কী ?
উত্তর:
উন্নত শ্রেণির উদ্ভিদের মূলের সঙ্গে ছত্রাকের মিথােজীবীয় সম্পর্ক।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Comments
Post a Comment