দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
কোন্ বাস্তুতন্ত্রে সর্বোচ্চ উৎপাদন দেখা যায়—
(a) অরণ্য
(b) মরুভূমি
(c) সমুদ্র
(d) পুকুর
উত্তর: A
প্রশ্ন:২
দুটি বাস্তুতন্ত্র পরস্পরের সঙ্গে মিলিত হলে সংযােগস্থলটিকে বলা হয়—
(a) নিচ্
(b) হ্যাবিটাট
(c) ইকোটাইপ
(d) ইকোটোন
উত্তর: D
প্রশ্ন:৩
অসম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ হল—
(a) নদী
(b) গুহা
(c) তৃণভূমি
(d) জলাভূমি
উত্তর: B
প্রশ্ন:৪
কোন্ বাস্তুতন্ত্রে (খুবই অল্প পরিমাণে) মুখ্য উৎপাদন হয় ?
(a) নদী
(b) সমুদ্র
(c) তৃণভূমি
(d) অরণ্য
উত্তর: A
প্রশ্ন:৫
পুকুরের বাস্তুতন্ত্রের মুখ্য উৎপাদক হল—
(a) জুপ্ল্যাংকটন
(b) রেড অ্যালগি
(c) ফাইটোপ্ল্যাংকটন
(d) ফ্লোটিং প্ল্যান্টস
উত্তর: C
প্রশ্ন:৬
বাস্তুতন্ত্রের উৎপাদন নিয়ন্ত্রক হল—
(a) সূর্যালােক
(b) খাদক
(c) N2
(d) O2
উত্তর: A
প্রশ্ন:৭
ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল শুরু হয় কাদের দ্বারা ?
(a) ভাইরাস
(b) ব্যাকটেরিয়া
(c) প্রােটোজোয়া
(d) শৈবাল
উত্তর: B
প্রশ্ন:৮
মনুষ্যসৃষ্ট বাস্তুতন্ত্র কোন্টি ?
(a) অ্যাকোরিয়াম
(b) অরণ্য
(c) হার্বেরিয়াম
(d) টিস্যু কালচার
উত্তর: A
প্রশ্ন:৯
মুখ্য উৎপাদনে কোটির ভূমিকা আবশ্যক ?
(a) O
(b) P
(c) N
(d) C
উত্তর: D
প্রশ্ন:১০
এক ট্রফিক লেভেল থেকে পরবর্তী লেভেলে স্থানান্তরিত শক্তির পরিমাণ হল—
(a) 5%
(b) 10%
(c) 20%
(d) 15%
উত্তর: B
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment