নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
গােরু এবং মােষ কতক্ষণ সময় পর্যন্ত গরমে থাকতে পারে ?
(a) 18-22 ঘন্টা
(b) 7-10 ঘণ্টা
(c) 15-20 ঘন্টা
(d) 24-36 ঘণ্টা
উত্তর: D
প্রশ্ন:২
VAM কথাটির পুরাে অর্থ হল—
(a) Variable Associative Mutualism
(b) Vesicular Arbuscular mycorrhiza
(c) Vitamins And Minerals
(d) Variable Adenine Mutation
উত্তর: B
প্রশ্ন:৩
ভারতবর্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ live stocks হল—
(a) হাতি এবং গবাদি পশু
(b) গবাদি পশু এবং মােষ
(c) গবাদি পশু এবং কুকুর
(d) কুকুর এবং বিড়াল
উত্তর: B
প্রশ্ন:৪
উন্নততর রাইজোবিয়াল নাইট্রোজেন সংবদ্ধনের ক্ষেত্রে কোন্ রাসায়নিক ধাতব উপাদানটি ব্যবহার করা হয় ?
(a) পটাশিয়াম
(b) ক্যালসিয়াম
(c) সােডিয়াম
(d) ফসফরাস
উত্তর: D
প্রশ্ন:৫
গাধা এবং ছাগলের মধ্যে পার্থক্য করা যায়, যার দ্বারা—
(a) দেহের আয়তন, শৃঙ্গের আকার এবং নাকের আকারের পার্থক্যের দ্বারা
(b) আকারগত পার্থক্যের দ্বারা
(c) বসতিগত পার্থক্যের দ্বারা
(d) স্বভাবের পার্থক্যের দ্বারা
উত্তর: A
প্রশ্ন:৬
সারের বিভিন্ন প্রকার হল—
(a) সবুজ এবং জৈব সার
(b) খামার সার এবং জৈব সার
(c) খামার সার, জৈবসার এবং সবুজ সার
(d) সবুজ এবং খামার সার
উত্তর: C
প্রশ্ন:৭
Live stock বলতে যা বােঝায় তা হল—
(a) পােলট্রি এবং পােষ্য প্রাণী
(b) গৃহপালিত পশু যা লাভের (Profit) জন্য ব্যবহার করা হয়
(c) পােষ্যপ্রাণী
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৮
প্রােটোপ্লাস্ট ফিউশন পদ্ধতিটি কে আবিষ্কার করেন ?
(a) White
(b) Helperin এবং Wetherell
(c) Carlson et al
(d) Steward
উত্তর: C
প্রশ্ন:৯
ধানক্ষেতের ক্ষেত্রে সবচেয়ে সক্রিয় নাইট্রোজেন সংবদ্ধনকারী নীলাভ সবুজ শৈবালটি হল—
(a) Cylindrospermim lichenuforme
(b) Anabaena azollae
(c) Nostoc cycadacearum
(d) Aulosira fertilissima
উত্তর: D
প্রশ্ন:১০
ক্রায়ােপ্রিসারভেশন হল—
(a) খুব স্বল্প তাপমাত্রায় সংরক্ষণ বা প্রিসারভেশন
(b) গ্যাসীয় ব্যবহারের মাধ্যমে সংরক্ষণ
(c) রাসায়নিক পদার্থের মধ্যে সঞ্জীব বস্তুর সংরক্ষণ
(d) সূর্যালােক বা অতিবেগুনি রশ্মিতে উদঘাটনের দ্বারা সংরক্ষণ
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment