দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
Urn-shaped পপুলেশন পিরামিডের প্রকৃতি হল—
(a) স্থায়ী
(b) দ্রুত
(c) বর্ধনশীল
(d) অবক্ষয়
উত্তর: D
প্রশ্ন:২
একটি নির্দিষ্ট অঞ্চলের জীবগােষ্ঠীকে বলা হয়—
(a) বায়ােস্ফিয়ার
(b) বায়ােমাস
(c) জীবসম্প্রদায়
(d) লিথােস্ফিয়ার
উত্তর: C
প্রশ্ন:৩
বাস্তুতন্ত্র সংরক্ষণ করা যায় কোনটি নির্মাণ করে ?
(a) ওয়াল্ড লাইফ স্যাংচুয়ারি
(b) বায়ােস্ফিয়ার রিজার্ভ
(c) ন্যাশনাল পার্ক
(d) জার্মপ্লাজম ব্যাংক
উত্তর: B
প্রশ্ন:৪
খাদ্য অন্বেষণের জন্য প্রাণীর বিচরণ ক্ষেত্রকে বলা হয়—
(a) নিচ্
(b) টেরিটরি
(c) হােম রেঞ্জ
(d) ইকোটোন
উত্তর: C
প্রশ্ন:৫
হাইড্রোসেরির সর্বপ্রথম সদস্য—
(a) Lemma
(b) Diatoms
(c) Lotus
(d) Azolla
উত্তর: B
প্রশ্ন:৬
বাস্তুতন্ত্রে কোনটি একমুখী ?
(a) কার্বন
(b) নাইট্রোজেন
(c) পটাশিয়াম
(d) শক্তি
উত্তর: D
প্রশ্ন:৭
কোন্ বিষয়ের জন্য সাকশেসন শুরু হতে পারে ?
(a) খরা
(b) ভূমিক্ষয়
(c) অণুজীবের উপস্থিতি
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৮
খাদ্য শৃঙ্খলের আন্তর্জালের ফলে সৃষ্ট হয়—
(a) নিচ্
(b) খাদ্য পিরামিড
(c) খাদ্য সংযােগ
(d) খাদ্যজাল
উত্তর: D
প্রশ্ন:৯
MAB- এর পুরাে নাম—
(a) Man and Biosphere
(b) Man action in biosphere
(c) Man and Biomass
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:১০
মনুষ্যসৃষ্ট স্থলজ বাস্তুতন্ত্র হল—
(a) বোটানিক্যাল গার্ডেন ও পার্ক
(b) অ্যাকোরিয়াম
(c) অরণ্য
(d) তৃণভূমি
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment