নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
Urn-shaped পপুলেশন পিরামিডের প্রকৃতি হল—
(a) স্থায়ী
(b) দ্রুত
(c) বর্ধনশীল
(d) অবক্ষয়
উত্তর: D
প্রশ্ন:২
একটি নির্দিষ্ট অঞ্চলের জীবগােষ্ঠীকে বলা হয়—
(a) বায়ােস্ফিয়ার
(b) বায়ােমাস
(c) জীবসম্প্রদায়
(d) লিথােস্ফিয়ার
উত্তর: C
প্রশ্ন:৩
বাস্তুতন্ত্র সংরক্ষণ করা যায় কোনটি নির্মাণ করে ?
(a) ওয়াল্ড লাইফ স্যাংচুয়ারি
(b) বায়ােস্ফিয়ার রিজার্ভ
(c) ন্যাশনাল পার্ক
(d) জার্মপ্লাজম ব্যাংক
উত্তর: B
প্রশ্ন:৪
খাদ্য অন্বেষণের জন্য প্রাণীর বিচরণ ক্ষেত্রকে বলা হয়—
(a) নিচ্
(b) টেরিটরি
(c) হােম রেঞ্জ
(d) ইকোটোন
উত্তর: C
প্রশ্ন:৫
হাইড্রোসেরির সর্বপ্রথম সদস্য—
(a) Lemma
(b) Diatoms
(c) Lotus
(d) Azolla
উত্তর: B
প্রশ্ন:৬
বাস্তুতন্ত্রে কোনটি একমুখী ?
(a) কার্বন
(b) নাইট্রোজেন
(c) পটাশিয়াম
(d) শক্তি
উত্তর: D
প্রশ্ন:৭
কোন্ বিষয়ের জন্য সাকশেসন শুরু হতে পারে ?
(a) খরা
(b) ভূমিক্ষয়
(c) অণুজীবের উপস্থিতি
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৮
খাদ্য শৃঙ্খলের আন্তর্জালের ফলে সৃষ্ট হয়—
(a) নিচ্
(b) খাদ্য পিরামিড
(c) খাদ্য সংযােগ
(d) খাদ্যজাল
উত্তর: D
প্রশ্ন:৯
MAB- এর পুরাে নাম—
(a) Man and Biosphere
(b) Man action in biosphere
(c) Man and Biomass
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:১০
মনুষ্যসৃষ্ট স্থলজ বাস্তুতন্ত্র হল—
(a) বোটানিক্যাল গার্ডেন ও পার্ক
(b) অ্যাকোরিয়াম
(c) অরণ্য
(d) তৃণভূমি
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment