নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
Bt টক্সিন কোথা থেকে পাওয়া যায় ?
(a) প্রােক্যারিয়ট
(b) ইউক্যারিয়ট
(c) a এবং b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:২
জেনেটিকাল ইঞ্জিনিয়ার ব্যাকটেরিয়া দ্বারা কোনটি উৎপন্ন হয় ?
(a) থাইরক্সিন
(b) ইনসুলিন
(c) গ্লুকাগন
(d) ADH
উত্তর: B
প্রশ্ন:৩
Bacillus Thuringiensis থেকে Bt জিনকে আলাদা করে নেওয়া হয়েছিল কত খ্রিস্টাব্দে?
(a) 1997
(b) 1980
(c) 1982
(d) 1990
উত্তর: B
প্রশ্ন:৪
আলেক জেফরি আবিষ্কার করেন DNA ফিঙ্গার প্রিন্টিং পদ্ধতি। তিনি যে প্রোবটি ব্যবহার করেছিলেন সেটি হল—
(a) রাইবােজোম
(b) সেক্স ক্রোমােজোম
(c) VNTR
(d) SNP
উত্তর: C
প্রশ্ন:৫
রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজকে বলা হয় EcoRI৷ এখানে 'co' অংশটির অর্থ হল—
(a) কোলন
(b) সিলোম
(c) কো-এনজাইম
(d) কোলাই
উত্তর: D
প্রশ্ন:৬
হিউমিউলিন হল—
(a) কার্বোহাইড্রেট
(b) ফ্যাট
(c) প্রােটিন
(d) হাইব্রিডোমাস
উত্তর: C
প্রশ্ন:৭
cDNA হল—
(a) রিভার্স ট্রান্সক্রিপটেজ দ্বারা উৎপন্ন হয়
(b) ক্লোন DNA
(c) চক্রাকার DNA
(d) রিকম্বিন্যান্ট DNA
উত্তর: A
প্রশ্ন:৮
কোনটির নিয়ন্ত্রণে Bacillus thuringiensis ব্যবহার করা হয় ?
(a) ব্যাকটেরিয়াল প্যাথােজেন
(b) ফাংগাল প্যাথােজেন
(c) নিমাটোড
(d) পতঙ্গ পেস্ট
উত্তর: D
প্রশ্ন:৯
কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদ ?
(a) Flavr Savr
(b) Ashbya gossypii
(c) Meloidogyne incoguita
(d) Gluconobacter oxidans
উত্তর: A
প্রশ্ন:১০
পেনিসিলিন ব্যবহার হয়েছিল—
(a) প্রথম বিশ্বযুদ্ধে
(b) দ্বিতীয় বিশ্বযুদ্ধে
(c) (a) এবং (b) উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment