দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
Bt টক্সিন কোথা থেকে পাওয়া যায় ?
(a) প্রােক্যারিয়ট
(b) ইউক্যারিয়ট
(c) a এবং b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:২
জেনেটিকাল ইঞ্জিনিয়ার ব্যাকটেরিয়া দ্বারা কোনটি উৎপন্ন হয় ?
(a) থাইরক্সিন
(b) ইনসুলিন
(c) গ্লুকাগন
(d) ADH
উত্তর: B
প্রশ্ন:৩
Bacillus Thuringiensis থেকে Bt জিনকে আলাদা করে নেওয়া হয়েছিল কত খ্রিস্টাব্দে?
(a) 1997
(b) 1980
(c) 1982
(d) 1990
উত্তর: B
প্রশ্ন:৪
আলেক জেফরি আবিষ্কার করেন DNA ফিঙ্গার প্রিন্টিং পদ্ধতি। তিনি যে প্রোবটি ব্যবহার করেছিলেন সেটি হল—
(a) রাইবােজোম
(b) সেক্স ক্রোমােজোম
(c) VNTR
(d) SNP
উত্তর: C
প্রশ্ন:৫
রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজকে বলা হয় EcoRI৷ এখানে 'co' অংশটির অর্থ হল—
(a) কোলন
(b) সিলোম
(c) কো-এনজাইম
(d) কোলাই
উত্তর: D
প্রশ্ন:৬
হিউমিউলিন হল—
(a) কার্বোহাইড্রেট
(b) ফ্যাট
(c) প্রােটিন
(d) হাইব্রিডোমাস
উত্তর: C
প্রশ্ন:৭
cDNA হল—
(a) রিভার্স ট্রান্সক্রিপটেজ দ্বারা উৎপন্ন হয়
(b) ক্লোন DNA
(c) চক্রাকার DNA
(d) রিকম্বিন্যান্ট DNA
উত্তর: A
প্রশ্ন:৮
কোনটির নিয়ন্ত্রণে Bacillus thuringiensis ব্যবহার করা হয় ?
(a) ব্যাকটেরিয়াল প্যাথােজেন
(b) ফাংগাল প্যাথােজেন
(c) নিমাটোড
(d) পতঙ্গ পেস্ট
উত্তর: D
প্রশ্ন:৯
কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদ ?
(a) Flavr Savr
(b) Ashbya gossypii
(c) Meloidogyne incoguita
(d) Gluconobacter oxidans
উত্তর: A
প্রশ্ন:১০
পেনিসিলিন ব্যবহার হয়েছিল—
(a) প্রথম বিশ্বযুদ্ধে
(b) দ্বিতীয় বিশ্বযুদ্ধে
(c) (a) এবং (b) উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment