নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
IgE-এর কাজ হল—
(a) কমপ্লিমেন্ট সিস্টেমকে উদ্দীপিত করে ভ্রূণের প্যাসিভ ইমিউনিটি গড়ে তােলা
(b) অ্যালার্জির প্রতিক্রিয়ায় রেসপন্ড করা
(c) গ্রাহক হিসাবে লিম্ফোসাইটের বহির্দেশে বর্তমান থাকা
(d) B-cell সক্রিয় করা
উত্তর: B
প্রশ্ন:২
নিউমােনিয়া যা ফুসফুসের অ্যালভিওলাইকে সংক্রমিত করে, এটি হয় নিম্নলিখিত কোনটির দ্বারা—
(a) Haemophilus influenzae
(b) Plasmodium
(c) Salmonella typhii
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: D
প্রশ্ন:৩
যার দ্বারা সংক্রমণযুক্ত জায়গা গরম হয়ে গিয়ে ফুলে ওঠে, ব্যথা হয় এবং অনাক্রম্যতার প্রকাশ ঘটে সেটি হল—
(a) সেরুমেন এবং প্রােস্টাগ্ল্যান্ডিন
(b) হিস্টামিন এবং সেরুমেন
(c) সেরুমেন এবং মিউকাস
(d) প্রােস্টাগ্লান্ডিন এবং হিস্টামিন
উত্তর: D
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোন্ জোড়টি সঠিক—
(a) AIDS—Bacillus
(b) সিফিলিস—Treponema pallidum
(c) ম্যালেরিয়া—Trypanosoma
(d) গনোরিয়া—Virus
উত্তর: B
প্রশ্ন:৫
উচেরেরিয়া পাওয়া যায়, নিম্নলিখিত কোনটিতে—
(a) ফুসফুসে
(b) চক্ষু পেশিতে
(c) লিম্ফনােডে
(d) গােনাডে
উত্তর: C
প্রশ্ন:৬
ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে কোন্ অ্যান্টিভাইরাল পদার্থ দেওয়া হয় যা ভাইরাসের সংখ্যা বৃদ্ধিকে রােধ করে ?
(a) অ্যান্টিভিরিয়ন
(b) ভিরিয়ন
(c) অ্যান্টিজেন
(d) ইন্টারফেরন
উত্তর: D
প্রশ্ন:৭
লাইসােজাইমের কাজ হল—
(a) শারীরবৃত্তীয়
(b) অঙ্গসংস্থানগত
(c) গঠন সংক্রান্ত
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৮
প্রত্যেক ইমিউনােগ্লোবিউলিনের দুটি ভারী শৃঙ্খল এবং দুটি হালকা শৃঙ্খল থাকে। এর মধ্যে অ্যান্টিজেন যুক্ত হওয়ার স্থানটি কোথায় পাওয়া যায় ?
(a) ভারী এবং হালকা উভয় শৃঙ্খলেরই ভ্যারিয়েবল অঞ্চলে
(b) হালকা শৃঙ্খলের কনস্যান্ট অঞ্চলে
(c) হালকা শৃঙ্খলের ভ্যারিয়েবল অঞ্চলে
(d) ভারী শৃঙ্খলের ভ্যারিয়েবল অঞ্চলে
উত্তর: A
প্রশ্ন:৯
ডিপথেরিয়া হওয়ার কারণ—
(a) মৃত ব্যাকটেরিয়ার কোশ থেকে বিষ নির্গত হয় তার দ্বারা
(b) জীবিত ব্যাকটেরিয়ার কোশ থেকে যে বিষ নির্গত হয় তার দ্বারা
(c) পােষক দেহের অতিরিক্ত অনাক্রম্যতার প্রকাশ দ্বারা
(d) ভাইরাস কর্তৃক নির্গত বিষ পদার্থের দ্বারা
উত্তর: B
প্রশ্ন:১০
অ্যান্টিজেনের ক্ষেত্রে অতিরিক্ত এবং সঠিক নয় এরূপ ইমিউন রেসপনস হল—
(a) অনাক্রম্যতার অভাব
(b) অ্যালার্জি
(c) অ্যানাফাইলেক্সিস
(d) মাল্টিপল স্ক্লেরাসিস
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment