দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
রানিখেত রােগটি হয় এদের মধ্যে কার জন্য ?
(a) প্যারাসাইট বা পরজীবী
(b) ফাংগাস বা ছত্রাক
(c) ভাইরাস
(d) ব্যাকটেরিয়া
উত্তর: C
প্রশ্ন:২
মানুষের সবচেয়ে কাছের পােষ্য প্রাণী হল—
(a) কুকুর এবং বিড়াল
(b) কুকুর এবং গাধা
(c) হাতি এবং গাধা
(d) গবাদি পশু এবং মােষ
উত্তর: A
প্রশ্ন:৩
এক সপ্তাহের ভ্রূণকে কত ডিগ্রী তাপমাত্রায় নিরাপদে রাখা হয় ?
(a) –200°C
(b) –196°C
(c) –270°C
(d) –250°C
উত্তর: B
প্রশ্ন:৪
নিরামিষাশিদের খাদ্যমধ্যস্থ প্রােটিনের সবচেয়ে ভালাে উৎস হল—
(a) দুধ
(b) ডাল
(c) সয়াবিন
(d) বাদাম
উত্তর: A
প্রশ্ন:৫
পশমিনা উল কার থেকে পাওয়া যায় ?
(a) খরগােশ
(b) গাধা
(c) ভেড়া
(d) বিড়াল
উত্তর: C
প্রশ্ন:৬
এর মধ্যে পােলট্রির ছত্রাকঘটিত রােগ কোনটি ?
(a) কলেরা
(b) রানিখেত
(c) পক্স
(d) অ্যাসপারজিলােসিস
উত্তর: D
প্রশ্ন:৭
ভারতবর্ষে যে সমস্ত সামুদ্রিক মাছ খাদ্য হিসেবে গৃহীত হয়, সেগুলি হল—
(a) ইলিশ, পমফ্রেট
(b) ইল, সারডিন
(c) বােম্বে জক, সালমন
(d) ওপরের সবকটিই
উত্তর: D
প্রশ্ন:৮
সবচেয়ে বেশি মােষ পাওয়া যায় কোন্ দেশে ?
(a) রাশিয়া
(b) অস্ট্রেলিয়া
(c) ভারত
(d) আমেরিকা যুক্তরাষ্ট্র
উত্তর: C
প্রশ্ন:৯
প্রতিটি গােরু থেকে দুগ্ধ উৎপাদনে কোন্ দেশ সবচেয়ে পিছিয়ে ?
(a) নেদারল্যান্ড
(b) আমেরিকা যুক্তরাষ্ট্র
(c) ভারত
(d) পাকিস্তান
উত্তর: C
প্রশ্ন:১০
নিলি রবি হল একধরনের—
(a) গােরু
(b) শূকর
(c) গাধা
(d) মােষ
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment