নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
ডিপথেরিয়ার মূলত যা বৈশিষ্ট্য তা হল—
(a) জলাতঙ্ক
(b) জলবিয়ােজন
(c) রক্তপাতযুক্ত মাড়ি
(d) দমবদ্ধতা
উত্তর: D
প্রশ্ন:২
T-cell, প্যাথােজেনের বিরুদ্ধে যা উৎপন্ন করে রেসপন্ড করে তা হল—
(a) হেল্পার T-cell
(b) কিলার T-cells, হেল্পার T-cells এবং সাপ্রেসর cells
(c) কিলার T-cells
(d) সাপ্রেসর T-cells এবং মেমারি T-cells
উত্তর: B
প্রশ্ন:৩
সহজাত অনাক্রম্যতা গড়ে ওঠে—
(a) নিউট্রোফিল দ্বারা
(b) B-cell দ্বারা
(c) T-cell দ্বারা
(d) অ্যান্টিবডি দ্বারা
উত্তর: A
প্রশ্ন:৪
ELISA কথাটির সম্পূর্ণ অর্থ হল—
(a) Enzyme linked Inductive assay
(b) Enzyme linked immunosorbent assay
(c) Enzyme linked ionsorbent assay
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৫
এর মধ্যে কোনটি ভাইরাস ঘটিত রােগ ?
(a) ডিপথেরিয়া
(b) পােলিও
(c) টাইফয়েড
(d) টিউবারকিউলােসিস
উত্তর: B
প্রশ্ন:৬
লিম্ফোসাইটের কাজ হল—
(a) লােহিতকণিকার ধ্বংসসাধন
(b) বিষজ পদার্থের ধ্বংসসাধন
(c) ব্যাকটেরিয়ার ধ্বংসসাধন
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৭
নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ ইমিউনােগ্লোবিনটি প্রচুর পাওয়া যায়—
(a) IgE
(b) IgG
(c) IgM
(d) IgA
উত্তর: B
প্রশ্ন:৮
পােকা কামড়ানাের ফলে কোনাে অংশের প্রদাহের হাত থেকে যে রাসায়নিক পদার্থের দ্বারা উপশম পাওয়া যায়, তা হল—
(a) ইন্টারফেরন এবং অপসােনিন দ্বারা
(b) হিস্টামিন এবং ডােপামিন দ্বারা
(c) হিস্টামিন এবং কিনিন দ্বারা
(d) ইন্টারফেরন এবং হিস্টোন দ্বারা
উত্তর: C
প্রশ্ন:৯
অ্যান্টিবডি হল একটি যৌগিক—
(a) প্রােস্টাগ্লান্ডিন
(b) গ্লাইকোপ্রােটিন
(c) স্টেরয়েড
(d) লিপােপ্রােটিন
উত্তর: B
প্রশ্ন:১০
1.5 মাস , 2.5 মাস এবং 3.5 মাস বয়সি বাচ্চাদের যে ভ্যাকসিন ইনজেক্ট করা হয়, তা হল—
(a) BCG এবং হেপাটাইটিস B
(b) DTP-হিব এবং পােলিও
(c) পােলিও এবং BCG
(d) পােলিও এবং হেপাটাইটিস B
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment