দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
ডিপথেরিয়ার মূলত যা বৈশিষ্ট্য তা হল—
(a) জলাতঙ্ক
(b) জলবিয়ােজন
(c) রক্তপাতযুক্ত মাড়ি
(d) দমবদ্ধতা
উত্তর: D
প্রশ্ন:২
T-cell, প্যাথােজেনের বিরুদ্ধে যা উৎপন্ন করে রেসপন্ড করে তা হল—
(a) হেল্পার T-cell
(b) কিলার T-cells, হেল্পার T-cells এবং সাপ্রেসর cells
(c) কিলার T-cells
(d) সাপ্রেসর T-cells এবং মেমারি T-cells
উত্তর: B
প্রশ্ন:৩
সহজাত অনাক্রম্যতা গড়ে ওঠে—
(a) নিউট্রোফিল দ্বারা
(b) B-cell দ্বারা
(c) T-cell দ্বারা
(d) অ্যান্টিবডি দ্বারা
উত্তর: A
প্রশ্ন:৪
ELISA কথাটির সম্পূর্ণ অর্থ হল—
(a) Enzyme linked Inductive assay
(b) Enzyme linked immunosorbent assay
(c) Enzyme linked ionsorbent assay
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৫
এর মধ্যে কোনটি ভাইরাস ঘটিত রােগ ?
(a) ডিপথেরিয়া
(b) পােলিও
(c) টাইফয়েড
(d) টিউবারকিউলােসিস
উত্তর: B
প্রশ্ন:৬
লিম্ফোসাইটের কাজ হল—
(a) লােহিতকণিকার ধ্বংসসাধন
(b) বিষজ পদার্থের ধ্বংসসাধন
(c) ব্যাকটেরিয়ার ধ্বংসসাধন
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৭
নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ ইমিউনােগ্লোবিনটি প্রচুর পাওয়া যায়—
(a) IgE
(b) IgG
(c) IgM
(d) IgA
উত্তর: B
প্রশ্ন:৮
পােকা কামড়ানাের ফলে কোনাে অংশের প্রদাহের হাত থেকে যে রাসায়নিক পদার্থের দ্বারা উপশম পাওয়া যায়, তা হল—
(a) ইন্টারফেরন এবং অপসােনিন দ্বারা
(b) হিস্টামিন এবং ডােপামিন দ্বারা
(c) হিস্টামিন এবং কিনিন দ্বারা
(d) ইন্টারফেরন এবং হিস্টোন দ্বারা
উত্তর: C
প্রশ্ন:৯
অ্যান্টিবডি হল একটি যৌগিক—
(a) প্রােস্টাগ্লান্ডিন
(b) গ্লাইকোপ্রােটিন
(c) স্টেরয়েড
(d) লিপােপ্রােটিন
উত্তর: B
প্রশ্ন:১০
1.5 মাস , 2.5 মাস এবং 3.5 মাস বয়সি বাচ্চাদের যে ভ্যাকসিন ইনজেক্ট করা হয়, তা হল—
(a) BCG এবং হেপাটাইটিস B
(b) DTP-হিব এবং পােলিও
(c) পােলিও এবং BCG
(d) পােলিও এবং হেপাটাইটিস B
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment