নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
★★★প্রশ্ন:১
ইমিউনােলজির জনক কে ?
(a) Louis Pasteur
(b) Edward Jenner
(c) Ferdinand Kohn
(d) Robert Koch
উত্তর: B
★★★প্রশ্ন:২
এপিথেলিয়াল কোশের ক্যানসারকে বলে—
(a) লিউকেমিয়া
(b) এমফাইসেমা
(c) সারকোমা
(d) কারসিনােমা
উত্তর: D
★★★প্রশ্ন:৩
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক নয়—
(a) HIV-এর জেনেটিক পদার্থ হল RNA
(b) AIDS-এর চিকিৎসার ক্ষেত্রে ARV ড্রাগ আংশিক কার্যকারী
(c) HIV মূলত যৌন সঙ্গমের দ্বারা এবং নিডল ভাগাভাগি করে ব্যবহার করার মাধ্যমে ছড়ায়
(d) সংক্রমণ এবং AIDS-এর আবির্ভাবের মধ্যে কিছু ঘণ্টা থেকে এক সপ্তাহের সময়ের বিলম্ব থাকে
উত্তর: D
★★★প্রশ্ন:৪
নিম্নলিখিত কোনটি থেকে ইনজেকশনের দ্বারা প্যাসিভ ইমিউনিটি পাওয়া যায় ?
(a) ভ্যাকসিন
(b) অ্যান্টিবডি
(c) অ্যান্টিজেন
(d) অ্যান্টিবায়ােটিক
উত্তর: B
★★★প্রশ্ন:৫
কর্নিয়া প্রতিস্থাপন প্রায়ই প্রত্যাখান হয়ে যায়, কারণ—
(a) এটি নিউক্লিয়াস বিহীন কোশসমষ্টি নিয়ে গঠিত
(b) এতে কোনাে রক্ত সরবরাহ থাকে না
(c) এর কোশগুলি ব্যাকটেরিয়া দ্বারা স্বল্প ভেদ্য
(d) এটি একটি মৃতপ্রায় স্তর
উত্তর: B
★★★প্রশ্ন:৬
অ্যানজিও সারকোমা সম্বন্ধে এর মধ্যে কোনটি সত্য—
(a) মেসােডার্ম থেকে ম্যালিগন্যান্ট টিউমারের উৎপত্তি
(b) ম্যালিগন্যান্ট কোশ ভ্রমণরত অবস্থায় বিভাজিত হয়
(c) ম্যালিগন্যান্ট টিউমার প্লিহা এবং লিম্ফনােডে হয়
(d) এপিথেলিয়াল কোশ থেকে ম্যালিগন্যান্ট টিউমার উৎপন্ন হয়
উত্তর: A
★★★প্রশ্ন:৭
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিকভাবে সম্পর্কিত নয়—
(a) Aedes aegypti—পীত জ্বর
(b) Glossina palpalis—ঘুম রোগ
(c) Anopheles culifaciens—লিসমানিয়াসিস
(d) Culex—ফাইলেরিয়েসিস
উত্তর: C
★★★প্রশ্ন:৮
সহজাত অনাক্রম্যতার একটি উদাহরণ হল—
(a) T-লিম্ফোসাইট
(b) PMNL-নিউট্রোফিল
(c) TH-সেল
(d) B-লিম্ফোসাইট
উত্তর: B
★★★প্রশ্ন:৯
ক্যানসার আক্রান্ত কোশগুলি বিকিরণের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়, যখন অন্য কোশগুলির তা হয় না, কারণ ক্যানসার কোশ—
(a) দ্রুততর বিভাজিত হয়
(b) এগুলির ধর্ম অন্যরকম
(c) এগুলি অপুষ্ট
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: A
★★★প্রশ্ন:১০
HLA হল—
(a) জিন
(b) পলিপেপটাইড
(c) ক্রোমােজোম
(d) প্রােটিন
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment