দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
নীচের কোনটির দ্বারা সবচেয়ে বেশি সংখ্যক অ্যান্টিবায়ােটিক উৎপন্ন হয় ?
(a) Streptomyces
(b) Penicillium
(c) Bacillus
(d) Cephalosporium
উত্তর: A
প্রশ্ন:২
নীচের কোন্ ব্যাকটেরিয়া থেকে রেস্ট্রিকশন এনজাইম Hind III কে আলাদা করা হয় ?
(a) Hibiscus indicus
(b) Haemophilus influenzae
(c) Haemophilus indica
(d) E.coli
উত্তর: B
প্রশ্ন:৩
নীচের কোনটি উৎপন্ন করতে Steptococcus thermophilus এবং Lactobacillus bulgaricus ব্যবহার করা হয় ?
(a) ইয়ােগার্ড
(b) চিজ্
(c) মিসাে
(d) টেমপে
উত্তর: D
প্রশ্ন:৪
কবে হিউম্যান জিনােম প্রজেক্ট সরকারিভাবে চালু হয় ?
(a) 2000
(b) 1995
(c) 1992
(d) 1990
উত্তর: D
প্রশ্ন:৫
ইন্টারফেরন হল—
(a) প্রােটিন
(b) লিপিড
(c) গ্লাইকোপ্রােটিন
(d) কার্বোহাইড্রেট
উত্তর: C
প্রশ্ন:৬
ইনসুলিনের A এবং B শৃঙ্খলের সিন্থেসিসে কতগুলি নিউক্লিওটাইড ব্যবহৃত হয় ?
(a) A-এর জন্য 60 এবং B-এর জন্য 61
(b) A-এর জন্য 92 এবং B-এর জন্য 61
(c) A-এর জন্য 63 এবং B-এর জন্য 93
(d) A-এর জন্য 90 এবং B-এর জন্য 63
উত্তর: C
প্রশ্ন:৭
ট্রান্সজেনিক উদ্ভিদের বৃদ্ধিতে নীচের কোনটি ব্যবহৃত হয় ?
(a) Pseudomonas denitryficans
(b) Bacillus subtilis
(c) Agrobacterium tumefaciens
(d) Rhizobium sp.
উত্তর: C
প্রশ্ন:৮
কোন্ GM উদ্ভিদ হিরুডিন প্রােটিন উৎপন্ন করে ?
(a) Brassica napus
(b) Brassica rapa
(c) Brassica oleracea
(d) Brassica campestris
উত্তর: A
প্রশ্ন:৯
একটি বায়ােরিঅ্যাক্টর হল—
(a) ব্যাকটেরিয়া কালচার
(b) ফারমেনটেশন ট্যাংক
(c) নতুন রাসায়নিক সিন্থেসিসের জন্য কালচার
(d) হাইব্রিডোমা
উত্তর: B
প্রশ্ন:১০
টিস্যু প্লাসমিনােজেন অ্যাকটিভেটর (tPA) হল—
(a) একটি ইলেকট্রিক ডিভাইস
(b) একটি ভিটামিন
(c) একটি এনজাইম
(d) একটি কেমিক্যাল স্টিমুলেটিং টিস্যু ডিফারেনসিয়েশন
উত্তর: C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment