নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
নীচের কোনটির দ্বারা সবচেয়ে বেশি সংখ্যক অ্যান্টিবায়ােটিক উৎপন্ন হয় ?
(a) Streptomyces
(b) Penicillium
(c) Bacillus
(d) Cephalosporium
উত্তর: A
প্রশ্ন:২
নীচের কোন্ ব্যাকটেরিয়া থেকে রেস্ট্রিকশন এনজাইম Hind III কে আলাদা করা হয় ?
(a) Hibiscus indicus
(b) Haemophilus influenzae
(c) Haemophilus indica
(d) E.coli
উত্তর: B
প্রশ্ন:৩
নীচের কোনটি উৎপন্ন করতে Steptococcus thermophilus এবং Lactobacillus bulgaricus ব্যবহার করা হয় ?
(a) ইয়ােগার্ড
(b) চিজ্
(c) মিসাে
(d) টেমপে
উত্তর: D
প্রশ্ন:৪
কবে হিউম্যান জিনােম প্রজেক্ট সরকারিভাবে চালু হয় ?
(a) 2000
(b) 1995
(c) 1992
(d) 1990
উত্তর: D
প্রশ্ন:৫
ইন্টারফেরন হল—
(a) প্রােটিন
(b) লিপিড
(c) গ্লাইকোপ্রােটিন
(d) কার্বোহাইড্রেট
উত্তর: C
প্রশ্ন:৬
ইনসুলিনের A এবং B শৃঙ্খলের সিন্থেসিসে কতগুলি নিউক্লিওটাইড ব্যবহৃত হয় ?
(a) A-এর জন্য 60 এবং B-এর জন্য 61
(b) A-এর জন্য 92 এবং B-এর জন্য 61
(c) A-এর জন্য 63 এবং B-এর জন্য 93
(d) A-এর জন্য 90 এবং B-এর জন্য 63
উত্তর: C
প্রশ্ন:৭
ট্রান্সজেনিক উদ্ভিদের বৃদ্ধিতে নীচের কোনটি ব্যবহৃত হয় ?
(a) Pseudomonas denitryficans
(b) Bacillus subtilis
(c) Agrobacterium tumefaciens
(d) Rhizobium sp.
উত্তর: C
প্রশ্ন:৮
কোন্ GM উদ্ভিদ হিরুডিন প্রােটিন উৎপন্ন করে ?
(a) Brassica napus
(b) Brassica rapa
(c) Brassica oleracea
(d) Brassica campestris
উত্তর: A
প্রশ্ন:৯
একটি বায়ােরিঅ্যাক্টর হল—
(a) ব্যাকটেরিয়া কালচার
(b) ফারমেনটেশন ট্যাংক
(c) নতুন রাসায়নিক সিন্থেসিসের জন্য কালচার
(d) হাইব্রিডোমা
উত্তর: B
প্রশ্ন:১০
টিস্যু প্লাসমিনােজেন অ্যাকটিভেটর (tPA) হল—
(a) একটি ইলেকট্রিক ডিভাইস
(b) একটি ভিটামিন
(c) একটি এনজাইম
(d) একটি কেমিক্যাল স্টিমুলেটিং টিস্যু ডিফারেনসিয়েশন
উত্তর: C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment