🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
WBCS Special VSQsBiologyজীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
ইডলি প্রস্তুতিতে ব্যবহৃত সংশ্লিষ্ট অণুজীবটি কোনটি ?
উত্তর:
লিউকোনস্টক মেসেনটেরয়ডিস (Leuconostoc mesenteroides)।
প্রশ্ন:২
বায়ােগ্যাস টেকনােলজি কী ?
উত্তর:
যে বিশেষ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়ােগ্যাস উৎপাদন করা হয়।
প্রশ্ন:৩
মদ্যশিল্পে ব্যবহৃত দুটি ব্যাকটেরিয়ার নাম কী কী ?
উত্তর:
ক্লসট্রিডিয়াম অ্যাসিটোবিউটিলিকাম (Clostridium acetobutylicum) এবং ল্যাক্টোব্যাসিলাস (Lactobacillus)।
প্রশ্ন:৪
নিওমাইসিন কোন্ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় ?
উত্তর:
স্ট্রেপটোমাইসিস ফ্রাডি (Streptomyces fradiae)।
প্রশ্ন:৫
পনির উৎপাদনে কোন্ অণুজীব ব্যবহার করা হয় ?
উত্তর:
লিউকোনস্টক (Leuconostoc)।
প্রশ্ন:৬
সিউয়েজ কী ?
উত্তর:
নর্দমার জলে মিশে থাকা দূষিত পদার্থগুলিকে সিউয়েজ বলে।
প্রশ্ন:৭
চর্মশিল্পে ট্যানিং-এর কাজে কোন্ অণুজীবটি ব্যবহৃত হয় ?
উত্তর:
ব্যাসিলাস সাবটিলিস (Bacillus subtilis)।
প্রশ্ন:৮
পলিমিক্সিন-বি অ্যান্টিবায়ােটিকটি কোন্ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় ?
উত্তর:
ব্যাসিলাস পলিমিক্সা (Bacillus polymyxa)।
প্রশ্ন:৯
11-α হাইড্রক্সি-প্রােজেস্টেরন স্টেরয়েডটি কোন্ ছত্রাক থেকে পাওয়া যায় ?
উত্তর:
রাইজোপাস নাইগ্রিক্যানস (Rhizopus nigricans)।
প্রশ্ন:১০
ইয়ােগার্ট প্রস্তুতিতে কোন্ অণুজীবটিকে ব্যবহার করা হয় ?
উত্তর:
ল্যাক্টোব্যাসিলাস বালগ্যারিকাস (Lactobacillus bulgaricus)।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶

Comments
Post a Comment