দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
WBCS Special VSQsBiologyজীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
ইডলি প্রস্তুতিতে ব্যবহৃত সংশ্লিষ্ট অণুজীবটি কোনটি ?
উত্তর:
লিউকোনস্টক মেসেনটেরয়ডিস (Leuconostoc mesenteroides)।
প্রশ্ন:২
বায়ােগ্যাস টেকনােলজি কী ?
উত্তর:
যে বিশেষ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়ােগ্যাস উৎপাদন করা হয়।
প্রশ্ন:৩
মদ্যশিল্পে ব্যবহৃত দুটি ব্যাকটেরিয়ার নাম কী কী ?
উত্তর:
ক্লসট্রিডিয়াম অ্যাসিটোবিউটিলিকাম (Clostridium acetobutylicum) এবং ল্যাক্টোব্যাসিলাস (Lactobacillus)।
প্রশ্ন:৪
নিওমাইসিন কোন্ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় ?
উত্তর:
স্ট্রেপটোমাইসিস ফ্রাডি (Streptomyces fradiae)।
প্রশ্ন:৫
পনির উৎপাদনে কোন্ অণুজীব ব্যবহার করা হয় ?
উত্তর:
লিউকোনস্টক (Leuconostoc)।
প্রশ্ন:৬
সিউয়েজ কী ?
উত্তর:
নর্দমার জলে মিশে থাকা দূষিত পদার্থগুলিকে সিউয়েজ বলে।
প্রশ্ন:৭
চর্মশিল্পে ট্যানিং-এর কাজে কোন্ অণুজীবটি ব্যবহৃত হয় ?
উত্তর:
ব্যাসিলাস সাবটিলিস (Bacillus subtilis)।
প্রশ্ন:৮
পলিমিক্সিন-বি অ্যান্টিবায়ােটিকটি কোন্ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় ?
উত্তর:
ব্যাসিলাস পলিমিক্সা (Bacillus polymyxa)।
প্রশ্ন:৯
11-α হাইড্রক্সি-প্রােজেস্টেরন স্টেরয়েডটি কোন্ ছত্রাক থেকে পাওয়া যায় ?
উত্তর:
রাইজোপাস নাইগ্রিক্যানস (Rhizopus nigricans)।
প্রশ্ন:১০
ইয়ােগার্ট প্রস্তুতিতে কোন্ অণুজীবটিকে ব্যবহার করা হয় ?
উত্তর:
ল্যাক্টোব্যাসিলাস বালগ্যারিকাস (Lactobacillus bulgaricus)।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶

Comments
Post a Comment