নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের নীচের দিকে ক্ষয়কাজ বেশি করে বলে নদী-খাত প্রথমে '।'
WBCS Special VSQsBiologyজীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
ইডলি প্রস্তুতিতে ব্যবহৃত সংশ্লিষ্ট অণুজীবটি কোনটি ?
উত্তর:
লিউকোনস্টক মেসেনটেরয়ডিস (Leuconostoc mesenteroides)।
প্রশ্ন:২
বায়ােগ্যাস টেকনােলজি কী ?
উত্তর:
যে বিশেষ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়ােগ্যাস উৎপাদন করা হয়।
প্রশ্ন:৩
মদ্যশিল্পে ব্যবহৃত দুটি ব্যাকটেরিয়ার নাম কী কী ?
উত্তর:
ক্লসট্রিডিয়াম অ্যাসিটোবিউটিলিকাম (Clostridium acetobutylicum) এবং ল্যাক্টোব্যাসিলাস (Lactobacillus)।
প্রশ্ন:৪
নিওমাইসিন কোন্ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় ?
উত্তর:
স্ট্রেপটোমাইসিস ফ্রাডি (Streptomyces fradiae)।
প্রশ্ন:৫
পনির উৎপাদনে কোন্ অণুজীব ব্যবহার করা হয় ?
উত্তর:
লিউকোনস্টক (Leuconostoc)।
প্রশ্ন:৬
সিউয়েজ কী ?
উত্তর:
নর্দমার জলে মিশে থাকা দূষিত পদার্থগুলিকে সিউয়েজ বলে।
প্রশ্ন:৭
চর্মশিল্পে ট্যানিং-এর কাজে কোন্ অণুজীবটি ব্যবহৃত হয় ?
উত্তর:
ব্যাসিলাস সাবটিলিস (Bacillus subtilis)।
প্রশ্ন:৮
পলিমিক্সিন-বি অ্যান্টিবায়ােটিকটি কোন্ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় ?
উত্তর:
ব্যাসিলাস পলিমিক্সা (Bacillus polymyxa)।
প্রশ্ন:৯
11-α হাইড্রক্সি-প্রােজেস্টেরন স্টেরয়েডটি কোন্ ছত্রাক থেকে পাওয়া যায় ?
উত্তর:
রাইজোপাস নাইগ্রিক্যানস (Rhizopus nigricans)।
প্রশ্ন:১০
ইয়ােগার্ট প্রস্তুতিতে কোন্ অণুজীবটিকে ব্যবহার করা হয় ?
উত্তর:
ল্যাক্টোব্যাসিলাস বালগ্যারিকাস (Lactobacillus bulgaricus)।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Comments
Post a Comment