পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
WBCS Special VSQsBiologyজীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
ইডলি প্রস্তুতিতে ব্যবহৃত সংশ্লিষ্ট অণুজীবটি কোনটি ?
উত্তর:
লিউকোনস্টক মেসেনটেরয়ডিস (Leuconostoc mesenteroides)।
প্রশ্ন:২
বায়ােগ্যাস টেকনােলজি কী ?
উত্তর:
যে বিশেষ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়ােগ্যাস উৎপাদন করা হয়।
প্রশ্ন:৩
মদ্যশিল্পে ব্যবহৃত দুটি ব্যাকটেরিয়ার নাম কী কী ?
উত্তর:
ক্লসট্রিডিয়াম অ্যাসিটোবিউটিলিকাম (Clostridium acetobutylicum) এবং ল্যাক্টোব্যাসিলাস (Lactobacillus)।
প্রশ্ন:৪
নিওমাইসিন কোন্ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় ?
উত্তর:
স্ট্রেপটোমাইসিস ফ্রাডি (Streptomyces fradiae)।
প্রশ্ন:৫
পনির উৎপাদনে কোন্ অণুজীব ব্যবহার করা হয় ?
উত্তর:
লিউকোনস্টক (Leuconostoc)।
প্রশ্ন:৬
সিউয়েজ কী ?
উত্তর:
নর্দমার জলে মিশে থাকা দূষিত পদার্থগুলিকে সিউয়েজ বলে।
প্রশ্ন:৭
চর্মশিল্পে ট্যানিং-এর কাজে কোন্ অণুজীবটি ব্যবহৃত হয় ?
উত্তর:
ব্যাসিলাস সাবটিলিস (Bacillus subtilis)।
প্রশ্ন:৮
পলিমিক্সিন-বি অ্যান্টিবায়ােটিকটি কোন্ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় ?
উত্তর:
ব্যাসিলাস পলিমিক্সা (Bacillus polymyxa)।
প্রশ্ন:৯
11-α হাইড্রক্সি-প্রােজেস্টেরন স্টেরয়েডটি কোন্ ছত্রাক থেকে পাওয়া যায় ?
উত্তর:
রাইজোপাস নাইগ্রিক্যানস (Rhizopus nigricans)।
প্রশ্ন:১০
ইয়ােগার্ট প্রস্তুতিতে কোন্ অণুজীবটিকে ব্যবহার করা হয় ?
উত্তর:
ল্যাক্টোব্যাসিলাস বালগ্যারিকাস (Lactobacillus bulgaricus)।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶

Comments
Post a Comment