দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
বায়ােটেকনােলজির দ্বারা প্রথম উৎপাদিত ভিটামিন কোনটি ?
(a) ভিটামিন-C
(b) ভিটামিন-B2
(c) ভিটামিন-B1
(d) ভিটামিন-A
উত্তর: A
প্রশ্ন:২
স্যার আলেকজান্ডার ফ্লেমিং নীচের কোনটি থেকে পেনিসিলিন উৎপাদন করেছিলেন ?
(a) Bacillus brevis
(b) Penicillium griseofulvin
(c) Penicillium notatum
(d) Penicillium chrysogenum
উত্তর: C
প্রশ্ন:৩
প্রথম কোন্ জৈব অ্যাসিড মাইক্রোবিয়াল ফারমেনটেশন থেকে উৎপাদিত হয়েছিল ?
(a) সাইট্রিক অ্যাসিড
(b) ল্যাকটিক অ্যাসিড
(c) গ্লুকোনিক অ্যাসিড
(d) অ্যাসিটিক অ্যাসিড
উত্তর: B
প্রশ্ন:৪
ভিনিগারের স্বাদ টক হওয়ার কারণ হল—
(a) অ্যাসিটিক অ্যাসিড
(b) ল্যাকটিক অ্যাসিড
(c) ফিউমারিক অ্যাসিড
(d) বিউটাইরিক অ্যাসিড
উত্তর: A
প্রশ্ন:৫
প্রাচীন বায়ােটেকনােলজির প্রথম উৎপাদিত দ্রব্য হল—
(a) ল্যাকটিক অ্যাসিড
(b) অ্যালকোহল
(c) স্টেরয়েড
(d) ইনসুলিন
উত্তর: A
প্রশ্ন:৬
দুগ্ধ শিল্পে কোন্ ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় ?
(a) Diplococcus pneumoniae
(b) Streptomyces rimosus
(c) Micrococcus
(d) Streptococcus lactis
উত্তর: C
প্রশ্ন:৭
অ্যান্টিবায়ােটিক শব্দটির প্রয়ােগ করেন S.A Wakesman, কোন্ প্রজাতিটি 60 টির বেশি অ্যান্টিবায়ােটিক উৎপাদন করে ?
(a) Pseudomonas
(b) Penicillium notatum
(c) Bacillus subtilis
(d) Streptomyces griseus
উত্তর: C
প্রশ্ন:৮
অ্যান্টিবায়ােটিক হল—
(a) ড্রাগ
(b) উদ্ভিদ
(c) টক্সিন
(d) সিরাপ
উত্তর: A
প্রশ্ন:৯
নীচের কোন্ অ্যান্টিবায়ােটিক ছত্রাকের থেকে উৎপত্তি ?
(a) গ্রিসিওফালভিন
(b) সেফালােস্পােরিন
(c) পেনিসিলিন
(d) সবগুলিই
উত্তর: D
প্রশ্ন:১০
ভিটামিন B2 (রাইবােফ্ল্যাভিন) কোথা থেকে পাওয়া যায় ?
(a) Ashbya gossypii
(b) Acetobacter aceti
(c) Penicillium notatum
(d) Aspergillus niger
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment