নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
বায়ােটেকনােলজির দ্বারা প্রথম উৎপাদিত ভিটামিন কোনটি ?
(a) ভিটামিন-C
(b) ভিটামিন-B2
(c) ভিটামিন-B1
(d) ভিটামিন-A
উত্তর: A
প্রশ্ন:২
স্যার আলেকজান্ডার ফ্লেমিং নীচের কোনটি থেকে পেনিসিলিন উৎপাদন করেছিলেন ?
(a) Bacillus brevis
(b) Penicillium griseofulvin
(c) Penicillium notatum
(d) Penicillium chrysogenum
উত্তর: C
প্রশ্ন:৩
প্রথম কোন্ জৈব অ্যাসিড মাইক্রোবিয়াল ফারমেনটেশন থেকে উৎপাদিত হয়েছিল ?
(a) সাইট্রিক অ্যাসিড
(b) ল্যাকটিক অ্যাসিড
(c) গ্লুকোনিক অ্যাসিড
(d) অ্যাসিটিক অ্যাসিড
উত্তর: B
প্রশ্ন:৪
ভিনিগারের স্বাদ টক হওয়ার কারণ হল—
(a) অ্যাসিটিক অ্যাসিড
(b) ল্যাকটিক অ্যাসিড
(c) ফিউমারিক অ্যাসিড
(d) বিউটাইরিক অ্যাসিড
উত্তর: A
প্রশ্ন:৫
প্রাচীন বায়ােটেকনােলজির প্রথম উৎপাদিত দ্রব্য হল—
(a) ল্যাকটিক অ্যাসিড
(b) অ্যালকোহল
(c) স্টেরয়েড
(d) ইনসুলিন
উত্তর: A
প্রশ্ন:৬
দুগ্ধ শিল্পে কোন্ ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় ?
(a) Diplococcus pneumoniae
(b) Streptomyces rimosus
(c) Micrococcus
(d) Streptococcus lactis
উত্তর: C
প্রশ্ন:৭
অ্যান্টিবায়ােটিক শব্দটির প্রয়ােগ করেন S.A Wakesman, কোন্ প্রজাতিটি 60 টির বেশি অ্যান্টিবায়ােটিক উৎপাদন করে ?
(a) Pseudomonas
(b) Penicillium notatum
(c) Bacillus subtilis
(d) Streptomyces griseus
উত্তর: C
প্রশ্ন:৮
অ্যান্টিবায়ােটিক হল—
(a) ড্রাগ
(b) উদ্ভিদ
(c) টক্সিন
(d) সিরাপ
উত্তর: A
প্রশ্ন:৯
নীচের কোন্ অ্যান্টিবায়ােটিক ছত্রাকের থেকে উৎপত্তি ?
(a) গ্রিসিওফালভিন
(b) সেফালােস্পােরিন
(c) পেনিসিলিন
(d) সবগুলিই
উত্তর: D
প্রশ্ন:১০
ভিটামিন B2 (রাইবােফ্ল্যাভিন) কোথা থেকে পাওয়া যায় ?
(a) Ashbya gossypii
(b) Acetobacter aceti
(c) Penicillium notatum
(d) Aspergillus niger
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment