নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
স্টেরয়েডস জাতীয় যৌগ উৎপাদনে ব্যবহৃত ছত্রাকগুলি হল—
(a) অ্যাগারিকাস
(b) ইস্ট
(c) রাইজোপাস
(d) অ্যাসকোবােলাস
উত্তর: B, C
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনগুলি ফসফেট ব্যাকটেরিয়া ?
(a) সিলিন্ড্রোস্পারমাম
(b) টলিপােথ্রিক্স
(c) মাইক্রোকক্কাস
(d) সিউডােমােনাস
উত্তর: C, D
প্রশ্ন:৩
ভিটামিন সংশ্লেষে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়াগুলি হল—
(a) কোরাইনিব্যাকটেরিয়াম
(b) স্ট্রেপটোমাইসিস
(c) গ্লুকোনােব্যাক্টার
(d) ক্লসট্রিডিয়াম
উত্তর: C, D
প্রশ্ন:৪
কোনগুলি হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়া ?
(a) মিথানােব্যাকটেরিয়াম
(b) ব্যাসিলাস
(c) ক্লসট্রিডিয়াম
(d) ডিসালফোভিব্রিও
উত্তর: B, C
প্রশ্ন:৫
চর্মশিল্পে কোন্ কোন্ জীবাণু ব্যবহৃত হয় ?
(a) ব্যাসিলাস
(b) সিউডােমােনাস
(c) ক্লসট্রিডিয়াম
(d) সারসিনা
উত্তর: A, B
প্রশ্ন:৬
ফ্র্যাঙ্কিয়া নামক ব্যাকটেরিয়া কোন্ কোন্ গাছের শিকড়ে মিথােজীবী হিসেবে বসবাস করে—
(a) অলনাস
(b) রুবাস
(c) মাইরিকা
(d) সুন্দরী
উত্তর: A, B, C
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোন্ কোন্ ব্যাকটেরিয়া থেকে ভ্যাকসিন পাওয়া যায় ?
(a) মাইকোব্যাকটেরিয়াম
(b) ব্যাসিলাস
(c) নােকার্ডিয়া
(d) ভিব্রিও কলেরি
উত্তর: A, D
প্রশ্ন:৮
মশার লার্ভা ভক্ষণকারী প্রাণী হল—
(a) মাছ
(b) ব্যাঙাচি
(c) টিকটিকি
(d) গিরগিটি
উত্তর: A, B
প্রশ্ন:৯
বায়ােগ্যাসে থাকে—
(a) হাইড্রোজেন
(b) অক্সিজেন
(c) ইথেন
(d) মিথেন
উত্তর: A, D
প্রশ্ন:১০
মদ্যশিল্পে নিম্নলিখিত কোন্ কোন্ জীবাণু ব্যবহৃত হয় ?
(a) ল্যাক্টোব্যাসিলাস
(b) স্ট্রেপটোমাইসিটিস
(c) সিউডােমােনাস
(d) সারসিনা
উত্তর: A, D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment