দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
স্টেরয়েডস জাতীয় যৌগ উৎপাদনে ব্যবহৃত ছত্রাকগুলি হল—
(a) অ্যাগারিকাস
(b) ইস্ট
(c) রাইজোপাস
(d) অ্যাসকোবােলাস
উত্তর: B, C
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনগুলি ফসফেট ব্যাকটেরিয়া ?
(a) সিলিন্ড্রোস্পারমাম
(b) টলিপােথ্রিক্স
(c) মাইক্রোকক্কাস
(d) সিউডােমােনাস
উত্তর: C, D
প্রশ্ন:৩
ভিটামিন সংশ্লেষে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়াগুলি হল—
(a) কোরাইনিব্যাকটেরিয়াম
(b) স্ট্রেপটোমাইসিস
(c) গ্লুকোনােব্যাক্টার
(d) ক্লসট্রিডিয়াম
উত্তর: C, D
প্রশ্ন:৪
কোনগুলি হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়া ?
(a) মিথানােব্যাকটেরিয়াম
(b) ব্যাসিলাস
(c) ক্লসট্রিডিয়াম
(d) ডিসালফোভিব্রিও
উত্তর: B, C
প্রশ্ন:৫
চর্মশিল্পে কোন্ কোন্ জীবাণু ব্যবহৃত হয় ?
(a) ব্যাসিলাস
(b) সিউডােমােনাস
(c) ক্লসট্রিডিয়াম
(d) সারসিনা
উত্তর: A, B
প্রশ্ন:৬
ফ্র্যাঙ্কিয়া নামক ব্যাকটেরিয়া কোন্ কোন্ গাছের শিকড়ে মিথােজীবী হিসেবে বসবাস করে—
(a) অলনাস
(b) রুবাস
(c) মাইরিকা
(d) সুন্দরী
উত্তর: A, B, C
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোন্ কোন্ ব্যাকটেরিয়া থেকে ভ্যাকসিন পাওয়া যায় ?
(a) মাইকোব্যাকটেরিয়াম
(b) ব্যাসিলাস
(c) নােকার্ডিয়া
(d) ভিব্রিও কলেরি
উত্তর: A, D
প্রশ্ন:৮
মশার লার্ভা ভক্ষণকারী প্রাণী হল—
(a) মাছ
(b) ব্যাঙাচি
(c) টিকটিকি
(d) গিরগিটি
উত্তর: A, B
প্রশ্ন:৯
বায়ােগ্যাসে থাকে—
(a) হাইড্রোজেন
(b) অক্সিজেন
(c) ইথেন
(d) মিথেন
উত্তর: A, D
প্রশ্ন:১০
মদ্যশিল্পে নিম্নলিখিত কোন্ কোন্ জীবাণু ব্যবহৃত হয় ?
(a) ল্যাক্টোব্যাসিলাস
(b) স্ট্রেপটোমাইসিটিস
(c) সিউডােমােনাস
(d) সারসিনা
উত্তর: A, D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment