পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
👉প্রশ্ন:১
অ্যান্টিবডিগুলি যা থেকে উৎপন্ন হয়—
(a) ফাইব্রোব্লাস্ট
(b) মাস্ট কোশ
(c) হিস্টিওসাইটস
(d) প্লাজমা কোশ
উত্তর: D
👉প্রশ্ন:২
ফ্যাগােসাইট ও লিউকোসাইটের সংক্রমণ স্থানে যাওয়াকে বলে—
(a) ডায়াপিডেসিস
(b) এমবলি
(c) ফ্যাগােসাইটোসিস
(d) থ্রম্বােসিস
উত্তর: A
👉প্রশ্ন:৩
AIDS কথাটির সম্পূর্ণ অর্থ হল—
(a) Acquired immuno deficiency society
(b) Acquired immuno deficiency syndrome
(c) Acquired intra deficiency syndrome
(d) All India drug substance
উত্তর: B
👉প্রশ্ন:৪
এর মধ্যে কোনটি অটোইমিউন ব্যাধি—
(a) অ্যাজমা বা হাঁপানি
(b) ক্যানসার
(c) রিউমাটয়েড আর্থ্রাইটিস
(d) এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস
উত্তর: D
👉প্রশ্ন:৫
লিম্ফোসাইট যাকে শনাক্ত করে—
(a) পেপটাইড
(b) পলিস্যাকারাইড বা বহু শর্করা
(c) পৌনঃপুনিক অণুর বিভাগ
(d) নিউক্লিক অ্যাসিড
উত্তর: C
👉প্রশ্ন:৬
নিম্নলিখিত অঙ্গগুলির মধ্যে কোন্ অঙ্গটি ইমিউন রেসপনস প্রকাশের সঙ্গে যুক্ত নয়—
(a) লিম্ফনােড
(b) মস্তিষ্ক
(c) প্লিহা
(d) থাইমাস
উত্তর: B
👉প্রশ্ন:৭
যা রােজ ব্যবহারের মাধ্যমে ট্রান্সপ্লানটেড অরগ্যান-এর প্রত্যাখান এড়ানাে যায় তা হল—
(a) অ্যাসপিরিন
(b) পাইরক্সিন
(c) ক্যালসিটোনিন
(d) স্লাইকোস্পােরিন
উত্তর: D
👉প্রশ্ন:৮
T-lymphocytes-এর সম্পর্কে এর মধ্যে কোনটি সত্য—
(a) লিম্ফোয়েড কলা থেকে এদের উৎপত্তি
(b) এরা থাইরয়েড কলা থেকে সৃষ্ট
(c) এরা তিনপ্রকারের হয় সাইটোটক্সিক,হেল্পার এবং সাপ্রেসর
(d) ক্ষতিগ্রস্ত কোশ এবং কোশীয় ডারবিসের নির্গমন ঘটায়
উত্তর: C
👉প্রশ্ন:৯
ব্লাড টান্সফিউশনের সময় এর মধ্যে কোন্ রােগ দুটি ছড়ায়—
(a) ডায়াবেটিস মেলিটাস এবং ম্যালেরিয়া
(b) হে জ্বর এবং AIDS
(c) কলেরা এবং হেপাটাইটিস
(d) হেপাটাইটিস এবং AIDS
উত্তর: D
👉প্রশ্ন:১০
অ্যান্টিজেনের যে অংশটি অ্যান্টিবডি শনাক্ত করে—
(a) এপিটোপস্
(b) সেল্ফ লিমিটেশন
(c) মেমারি রিজিয়ন
(d) নন ডিটারমিন্যান্টস
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment