নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
👉প্রশ্ন:১
অ্যান্টিবডিগুলি যা থেকে উৎপন্ন হয়—
(a) ফাইব্রোব্লাস্ট
(b) মাস্ট কোশ
(c) হিস্টিওসাইটস
(d) প্লাজমা কোশ
উত্তর: D
👉প্রশ্ন:২
ফ্যাগােসাইট ও লিউকোসাইটের সংক্রমণ স্থানে যাওয়াকে বলে—
(a) ডায়াপিডেসিস
(b) এমবলি
(c) ফ্যাগােসাইটোসিস
(d) থ্রম্বােসিস
উত্তর: A
👉প্রশ্ন:৩
AIDS কথাটির সম্পূর্ণ অর্থ হল—
(a) Acquired immuno deficiency society
(b) Acquired immuno deficiency syndrome
(c) Acquired intra deficiency syndrome
(d) All India drug substance
উত্তর: B
👉প্রশ্ন:৪
এর মধ্যে কোনটি অটোইমিউন ব্যাধি—
(a) অ্যাজমা বা হাঁপানি
(b) ক্যানসার
(c) রিউমাটয়েড আর্থ্রাইটিস
(d) এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস
উত্তর: D
👉প্রশ্ন:৫
লিম্ফোসাইট যাকে শনাক্ত করে—
(a) পেপটাইড
(b) পলিস্যাকারাইড বা বহু শর্করা
(c) পৌনঃপুনিক অণুর বিভাগ
(d) নিউক্লিক অ্যাসিড
উত্তর: C
👉প্রশ্ন:৬
নিম্নলিখিত অঙ্গগুলির মধ্যে কোন্ অঙ্গটি ইমিউন রেসপনস প্রকাশের সঙ্গে যুক্ত নয়—
(a) লিম্ফনােড
(b) মস্তিষ্ক
(c) প্লিহা
(d) থাইমাস
উত্তর: B
👉প্রশ্ন:৭
যা রােজ ব্যবহারের মাধ্যমে ট্রান্সপ্লানটেড অরগ্যান-এর প্রত্যাখান এড়ানাে যায় তা হল—
(a) অ্যাসপিরিন
(b) পাইরক্সিন
(c) ক্যালসিটোনিন
(d) স্লাইকোস্পােরিন
উত্তর: D
👉প্রশ্ন:৮
T-lymphocytes-এর সম্পর্কে এর মধ্যে কোনটি সত্য—
(a) লিম্ফোয়েড কলা থেকে এদের উৎপত্তি
(b) এরা থাইরয়েড কলা থেকে সৃষ্ট
(c) এরা তিনপ্রকারের হয় সাইটোটক্সিক,হেল্পার এবং সাপ্রেসর
(d) ক্ষতিগ্রস্ত কোশ এবং কোশীয় ডারবিসের নির্গমন ঘটায়
উত্তর: C
👉প্রশ্ন:৯
ব্লাড টান্সফিউশনের সময় এর মধ্যে কোন্ রােগ দুটি ছড়ায়—
(a) ডায়াবেটিস মেলিটাস এবং ম্যালেরিয়া
(b) হে জ্বর এবং AIDS
(c) কলেরা এবং হেপাটাইটিস
(d) হেপাটাইটিস এবং AIDS
উত্তর: D
👉প্রশ্ন:১০
অ্যান্টিজেনের যে অংশটি অ্যান্টিবডি শনাক্ত করে—
(a) এপিটোপস্
(b) সেল্ফ লিমিটেশন
(c) মেমারি রিজিয়ন
(d) নন ডিটারমিন্যান্টস
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment