WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
ইমিউনােমডিউলেটার—
(a) অনাক্রম্যতন্ত্রকে দমিত করে
(b) কিছু উদ্দীপিত করে এবং কিছু বাধাদান করে
(c) কখনই অনাক্রম্যতন্ত্রকে দমন করে না
(d) অনাক্রম্যতন্ত্রকে উদ্দীপিত করে
উত্তর: B
প্রশ্ন:২
প্রস্টেট ক্যানসারের ক্ষেত্রে সাধারণত যে উৎসেচকটি ব্যবহৃত হয়—
(a) অ্যালকালাইন ফসফাটেজ
(b) γ - GTPase
(c) অ্যাসিড ফসফাটেজ
(d) অ্যামাইলেজ
উত্তর: C
প্রশ্ন:৩
নিউট্রোফিল—মনােসাইট, ইওসিনােফিলকে আকর্ষণ করা, এন্ডােথেলিয়ামের সঙ্গে যুক্ত হওয়া এবং জালকের সম্প্রসারণের জন্য যে রাসায়নিক পদার্থ ক্ষরণ করে তা হল—
(a) মনােকাইন
(b) লিম্ফোকাইন
(c) লিউকোট্রাইয়েন
(d) সাইটোকাইন
উত্তর: D
প্রশ্ন:৪
BCG ভ্যাকসিন দেওয়া হয় যার বিরুদ্ধে—
(a) জার্মান হাম
(b) জলবসন্ত
(c) টিউবারকিউলােসিস
(d) টাইফয়েড
উত্তর: C
প্রশ্ন:৫
কোন্ দিক থেকে অ্যান্টিজেন বাইন্ডিং স্থান, অ্যান্টিজেন ডিটারমিনিং থেকে আলাদা—
(a) কার্যগতভাবে
(b) গঠনগতভাবে
(c) অবস্থানগতভাবে
(d) ওপরের সবকটি
উত্তর: D
প্রশ্ন:৬
AIDS দিবস—
(a) 20 ডিসেম্বর
(b) 1 জুন
(c) 1 ডিসেম্বর
(d) 1 মে
উত্তর: C
প্রশ্ন:৭
T–লিম্ফোসাইট পরিণত হয়—
(a) অস্থিমজ্জায়
(b) অগ্ন্যাশয়ে
(c) থাইমাসে
(d) প্লিহায়
উত্তর: C
প্রশ্ন:৮
ভারতবর্ষে বর্তমানে AIDS রােগীদের সংখ্যা হল—
(a) 2,00,000
(b) 20,00,000
(c) 30,00,000
(d) 20,000
উত্তর: C
প্রশ্ন:৯
T-লিম্ফোসাইটের ক্ষেত্রে T—কথাটি এসেছে—
(a) টনসিল থেকে
(b) থ্যালামাস থেকে
(c) থাইমাস থেকে
(d) থাইরয়েড় থেকে
উত্তর: C
প্রশ্ন:১০
স্ত্রী অ্যানােফিলিসের পাকস্থলীতে কে ঊসাইট আবিষ্কার করেন ?
(a) Ronald Ross
(b) Charles Lavern
(c) Golgi
(d) Lamble
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
জীববিদ্যা ও মানবকল্যাণ, সেট ৬[PREV]
জীববিদ্যা ও মানবকল্যাণ, সেট ৮[NEXT]
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment