নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
‘সেন্ট্রাল ডগমা’ শব্দটি কোন্ বিজ্ঞানী প্রবর্তন করেন ?
(a) ওয়াটসন
(b) ক্রিক
(c) বিডল
(d) টাটম
উত্তর: B
প্রশ্ন:২
Tetrahymena sp. (আদ্যপ্রাণী)-তে গ্লুটামিনের কোডন কোনটি ?
(a) AAG
(b) AAA
(c) UAA
(d) UUU
উত্তর: C
প্রশ্ন:৩
RNA থেকে DNA সংশ্লেষণ কোথায় প্রথম আবিষ্কৃত হয় ?
(a) ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
(b) টোবাকো মােজেইক ভাইরাস
(c) RNA টিউমার ভাইরাস
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৪
ক্লোভার পত্রের মতাে গঠন কোথায় দেখা যায় ?
(a) r RNA
(b) m RNA
(c) t RNA
(d) সবকটি
উত্তর: C
প্রশ্ন:৫
জিন হল—
(a) RNA অণু
(b) প্রােটিন অণু
(c) DNA ও হিস্টোন অণু
(d) DNA অণু
উত্তর: D
প্রশ্ন:৬
AUA কোডনটি মাইটোকন্ড্রিয়ায় কোন্ অ্যামাইনাে অ্যাসিডের সংশ্লেষ ঘটায় ?
(a) আইসােলিউসিন
(b) মিথিওনিন
(c) ভ্যালিন
(d) গ্লুটামিন
উত্তর: B
প্রশ্ন:৭
জিন কোনটিকে নিয়ন্ত্রণ করে ?
(a) কেবলমাত্র প্রােটিন সংশ্লেষ
(b) উৎসেচকের জৈব-রাসায়নিক ক্রিয়া
(c) কেবলমাত্র বংশগতি
(d) বংশগতি ও প্রােটিন সংশ্লেষ
উত্তর: D
প্রশ্ন:৮
নীচের কোনটি সেন্ট্রাল ডগমা প্রদর্শন করে ?
(a) RNA→DNA→প্রােটিন
(b) DNA→প্রােটিন→RNA
(c) প্রােটিন→DNA→RNA
(d) DNA→RNA→প্রােটিন
উত্তর: D
প্রশ্ন:৯
অ্যামাইনাে অ্যাসিডযুক্ত t RNA-কে কী বলে ?
(a) অ্যামাইনাে—t RNA
(b) ট্রান্সফার–RNA
(c) সলিউবল—RNA
(d) অ্যামাইনাে অ্যাসাইল—t RNA
উত্তর: D
প্রশ্ন:১০
ওপেরন মডেল কে প্রবর্তন করেন ?
(a) মরগ্যান ও মেন্ডেল
(b) জ্যাকব ও মােনাড
(c) বিডল ও টাটম
(d) কোনােটিই নয়
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment