দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
‘সেন্ট্রাল ডগমা’ শব্দটি কোন্ বিজ্ঞানী প্রবর্তন করেন ?
(a) ওয়াটসন
(b) ক্রিক
(c) বিডল
(d) টাটম
উত্তর: B
প্রশ্ন:২
Tetrahymena sp. (আদ্যপ্রাণী)-তে গ্লুটামিনের কোডন কোনটি ?
(a) AAG
(b) AAA
(c) UAA
(d) UUU
উত্তর: C
প্রশ্ন:৩
RNA থেকে DNA সংশ্লেষণ কোথায় প্রথম আবিষ্কৃত হয় ?
(a) ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
(b) টোবাকো মােজেইক ভাইরাস
(c) RNA টিউমার ভাইরাস
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৪
ক্লোভার পত্রের মতাে গঠন কোথায় দেখা যায় ?
(a) r RNA
(b) m RNA
(c) t RNA
(d) সবকটি
উত্তর: C
প্রশ্ন:৫
জিন হল—
(a) RNA অণু
(b) প্রােটিন অণু
(c) DNA ও হিস্টোন অণু
(d) DNA অণু
উত্তর: D
প্রশ্ন:৬
AUA কোডনটি মাইটোকন্ড্রিয়ায় কোন্ অ্যামাইনাে অ্যাসিডের সংশ্লেষ ঘটায় ?
(a) আইসােলিউসিন
(b) মিথিওনিন
(c) ভ্যালিন
(d) গ্লুটামিন
উত্তর: B
প্রশ্ন:৭
জিন কোনটিকে নিয়ন্ত্রণ করে ?
(a) কেবলমাত্র প্রােটিন সংশ্লেষ
(b) উৎসেচকের জৈব-রাসায়নিক ক্রিয়া
(c) কেবলমাত্র বংশগতি
(d) বংশগতি ও প্রােটিন সংশ্লেষ
উত্তর: D
প্রশ্ন:৮
নীচের কোনটি সেন্ট্রাল ডগমা প্রদর্শন করে ?
(a) RNA→DNA→প্রােটিন
(b) DNA→প্রােটিন→RNA
(c) প্রােটিন→DNA→RNA
(d) DNA→RNA→প্রােটিন
উত্তর: D
প্রশ্ন:৯
অ্যামাইনাে অ্যাসিডযুক্ত t RNA-কে কী বলে ?
(a) অ্যামাইনাে—t RNA
(b) ট্রান্সফার–RNA
(c) সলিউবল—RNA
(d) অ্যামাইনাে অ্যাসাইল—t RNA
উত্তর: D
প্রশ্ন:১০
ওপেরন মডেল কে প্রবর্তন করেন ?
(a) মরগ্যান ও মেন্ডেল
(b) জ্যাকব ও মােনাড
(c) বিডল ও টাটম
(d) কোনােটিই নয়
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment