নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
কোনগুলি বাস্তুতন্ত্রের অজীবজাত উপাদান মধ্যস্থ জৈব পদার্থ ?
(a) সালফার
(b) ফসফরাস
(c) ফ্যাট
(d) কার্বোহাইড্রেট
উত্তর: C, D
প্রশ্ন:২
ডি-নাইট্রিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলি হল—
(a) Pseudomonos
(b) Azotobacter
(c) Thiobocillus
(d) Rhizobium
উত্তর: A, C
প্রশ্ন:৩
কোন্ কোন্ খনিজ বস্তুর অক্সাইড প্রস্তুতিকালে পরিবেশের অক্সিজেন শােষিত হয় ?.
(a) লােহা
(b) সিসা
(c) তামা
(d) ম্যাঙ্গানিজ
উত্তর: A, B, C
প্রশ্ন:৪
জেরােসিরির সিরাল দশা গুলি হল—
(a) ভাসমান দশা
(b) মস দশা
(c) আর্দ্র তৃণভূমি দশা
(d) বীরুৎ দশা
উত্তর: B, D
প্রশ্ন:৫
বাস্তুবিদ্যার কার্যকরী একক বাস্তুতন্ত্রের প্রবর্তকেরা হলেন—
(a) ওয়াটনসন
(b) ডারউইন
(c) ওডাম
(d) ট্যান্সলে
উত্তর: C, D
প্রশ্ন:৬
অবাত শ্বসন পদ্ধতিতে কোন্ কোন্ ব্যাকটেরিয়া দ্বারা বিজারিত হয়ে সালফার উৎপন্ন হয় ?
(a) এরােব্যাকটর
(b) এসচেরিচিয়া
(c) বেগিয়াটোরা
(d) ক্লসট্রিডিয়াম
উত্তর: A, B
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোনগুলি কৃত্রিম বাস্তুতন্ত্র ?
(a) ভুট্টাখেত
(b) শস্যক্ষেত্র
(c) মরুভূমি
(d) চারণভূমি
উত্তর: A, B
প্রশ্ন:৮
কোনগুলি ডেট্রিভাের জীব ?
(a) ইঁদুর
(b) কেঁচো
(c) বিটল
(d) উইপােকা
উত্তর: B, C, D
প্রশ্ন:৯
নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়াগুলি হল—
(a) Clostridium
(b) Nitrobacter
(c) Nitrosomonas
(d) Azotobacter
উত্তর: A, D
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোনগুলি পাললিক চক্র ?
(a) ফসফরাস চক্র
(b) কার্বন চক্র
(c) সালফার চক্র
(d) জলচক্র
উত্তর: A, C
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment