নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
বাচ্চার কত বছর বয়সে প্রথম DPT ডােজ দেওয়া হয় ?
(a) 9 মাস
(b) 14 মাস
(c) 2-5 বছর
(d) 6 মাস
উত্তর: D
প্রশ্ন:২
ভারতীয় মহিলাদের মধ্যে যে প্রকারের ক্যানসার বেশি হয়—
(a) পাকস্থলী ক্যানসার
(b) গ্রীবা এবং মুখের ক্যানসার
(c) স্তন ক্যানসার
(d) জরায়ুর ক্যানসার
উত্তর: D
প্রশ্ন:৩
মাটির সংস্পর্শে যে রােগ ছড়ায়—
(a) গনােরিয়া
(b) সিফিলিস
(c) টিটেনাস
(d) র্যাবিস
উত্তর: C
প্রশ্ন:৪
মনােক্লোনাল অ্যান্টিবডিগুলি হাইব্রিডোমা কোশ থেকে উৎপন্ন হয়, আবার হাইব্রিডোমা তৈরি করতে যে কোশ ব্যবহৃত হয়, তা হল—
(a) B-লিম্ফোসাইট এবং কারসিনােমা কোশ
(b) B-লিম্ফোসাইট এবং মায়েলােমা কোশ
(c) T-লিম্ফোসাইট এবং মায়েলােমা কোশ
(d) লিম্ফোমা কোশ এবং অস্থিমজ্জার কোশ
উত্তর: B
প্রশ্ন:৫
Entamoeba histolytica হল—
(a) রক্তের পরজীবী
(b) কমেনসাল
(c) ক্ষুদ্রান্ত্রের পরজীবী
(d) এক্টো বা বহিঃপরজীবী
উত্তর: C
প্রশ্ন:৬
এর মধ্যে কোনটি দীর্ঘস্থায়ী ?
(a) গৌণ অনাক্রম্যতার প্রকাশ
(b) প্রাথমিক অনাক্রম্যতার প্রকাশ
(c) a এবং b উভয়েই
(d) প্রদাহজনিত প্রকাশ
উত্তর: A
প্রশ্ন:৭
শিশুদের রােগ হল—
(a) হাম এবং জলবসন্ত
(b) অ্যামিবায়ােসিস
(c) ম্যালেরিয়া
(d) হাম
উত্তর: A
প্রশ্ন:৮
কমপ্লিমেন্ট সিস্টেমে কতগুলি প্রােটিন থাকে ?
(a) 24
(b) 18
(c) 30
(d) 6
উত্তর: C
প্রশ্ন:৯
অস্থি ক্যানসার যে ধরনের—
(a) লিউকেমিয়া
(b) কারসিনােমা
(c) সারকোমা
(d) ম্যালিগন্যান্ট লিম্ফোমা
উত্তর: C
প্রশ্ন:১০
কর্কের নীতির ব্যতিক্রম হল—
(a) প্রােটোজোয়া
(b) ভাইরাস
(c) ছত্রাক
(d) a এবং b উভয়ই
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment