দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
বাচ্চার কত বছর বয়সে প্রথম DPT ডােজ দেওয়া হয় ?
(a) 9 মাস
(b) 14 মাস
(c) 2-5 বছর
(d) 6 মাস
উত্তর: D
প্রশ্ন:২
ভারতীয় মহিলাদের মধ্যে যে প্রকারের ক্যানসার বেশি হয়—
(a) পাকস্থলী ক্যানসার
(b) গ্রীবা এবং মুখের ক্যানসার
(c) স্তন ক্যানসার
(d) জরায়ুর ক্যানসার
উত্তর: D
প্রশ্ন:৩
মাটির সংস্পর্শে যে রােগ ছড়ায়—
(a) গনােরিয়া
(b) সিফিলিস
(c) টিটেনাস
(d) র্যাবিস
উত্তর: C
প্রশ্ন:৪
মনােক্লোনাল অ্যান্টিবডিগুলি হাইব্রিডোমা কোশ থেকে উৎপন্ন হয়, আবার হাইব্রিডোমা তৈরি করতে যে কোশ ব্যবহৃত হয়, তা হল—
(a) B-লিম্ফোসাইট এবং কারসিনােমা কোশ
(b) B-লিম্ফোসাইট এবং মায়েলােমা কোশ
(c) T-লিম্ফোসাইট এবং মায়েলােমা কোশ
(d) লিম্ফোমা কোশ এবং অস্থিমজ্জার কোশ
উত্তর: B
প্রশ্ন:৫
Entamoeba histolytica হল—
(a) রক্তের পরজীবী
(b) কমেনসাল
(c) ক্ষুদ্রান্ত্রের পরজীবী
(d) এক্টো বা বহিঃপরজীবী
উত্তর: C
প্রশ্ন:৬
এর মধ্যে কোনটি দীর্ঘস্থায়ী ?
(a) গৌণ অনাক্রম্যতার প্রকাশ
(b) প্রাথমিক অনাক্রম্যতার প্রকাশ
(c) a এবং b উভয়েই
(d) প্রদাহজনিত প্রকাশ
উত্তর: A
প্রশ্ন:৭
শিশুদের রােগ হল—
(a) হাম এবং জলবসন্ত
(b) অ্যামিবায়ােসিস
(c) ম্যালেরিয়া
(d) হাম
উত্তর: A
প্রশ্ন:৮
কমপ্লিমেন্ট সিস্টেমে কতগুলি প্রােটিন থাকে ?
(a) 24
(b) 18
(c) 30
(d) 6
উত্তর: C
প্রশ্ন:৯
অস্থি ক্যানসার যে ধরনের—
(a) লিউকেমিয়া
(b) কারসিনােমা
(c) সারকোমা
(d) ম্যালিগন্যান্ট লিম্ফোমা
উত্তর: C
প্রশ্ন:১০
কর্কের নীতির ব্যতিক্রম হল—
(a) প্রােটোজোয়া
(b) ভাইরাস
(c) ছত্রাক
(d) a এবং b উভয়ই
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment