নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
দানাশস্য এবং মিলেটে যে প্রােটিন থাকে তাতে—
(a) লাইসিন স্বল্প পরিমাণে এবং ট্রিপটোফ্যান অধিক পরিমাণে থাকে
(b) লাইসিন এবং ট্রিপটোফ্যান উভয়ই স্বল্প পরিমাণে থাকে বা অভাব দেখা যায়
(c) লাইসিনের অভাব দেখা যায়
(d) লাইসিন অধিক পরিমাণে এবং ট্রিপটোফ্যান স্বল্প পরিমাণে থাকে
উত্তর: B
প্রশ্ন:২
একটি ভারতীয় হাঁসের ব্রিড হল—
(a) স্যাক্সনি
(b) ব্ল্যাক ইস্ট ইন্ডিয়ান
(c) ক্যাম্পবেল
(d) খাঁকি ক্যাম্পবেল
উত্তর: D
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোনটির জন্য Fowl Pox হয় ?
(a) অন্তঃপরজীবী
(b) ভাইরাস
(c) বহিঃপরজীবী
(d) ব্যাকটেরিয়া
উত্তর: B
প্রশ্ন:৪
উটের ব্রিডিং-এর সময়কাল হল—
(a) শীতকাল
(b) বর্ষাকাল
(c) রাত্রিবেলা
(d) গ্রীষ্মকাল
উত্তর: A
প্রশ্ন:৫
কৃত্রিম উপায়ে অটোপলিপ্লয়েডির উদ্রেক ঘটানাে হয়, যা ব্যবহার করে তা হল—
(a) কলচিন
(b) ক্লোরােকুইন
(c) কলচিসিন
(d) ক্লোরােফর্ম
উত্তর: C
প্রশ্ন:৬
ছাগলের মাংসকে কী বলে ?
(a) মিট
(b) বিফ্
(c) পৰ্ক
(d) মটন
উত্তর: D
প্রশ্ন:৭
টিস্যু কালচারের দ্বারা ব্যাকটেরিয়া এবং ভাইরাসমুক্ত উদ্ভিদ পাওয়ার সবচেয়ে ভালাে উপায় বা পথ হল—
(a) স্টেম কালচার
(b) মাইক্রোপ্রােপাগেশন
(c) জীবাণুমুক্ত অবস্থায় বীজের অঙ্কুরােদগম
(d) গামা রশ্মির বিকিরণের পর বীজের অঙ্কুরােদগম
উত্তর: A
প্রশ্ন:৮
পলিকালচারের দ্বারা কোন্ মাছের উৎপাদন বৃদ্ধি ঘটানাে হয় ?
(a) Catla Catla
(b) Mystus singhala
(c) Labeo rohita
(d) a এবং b উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৯
শ্রমিক মৌমাছি হল মূলত—
(a) জননক্ষম স্ত্রী মৌমাছি
(b) বন্ধ্যা স্ত্রী মৌমাছি
(c) বন্ধ্যা পুরুষ মৌমাছি
(d) জননক্ষম পুরুষ মৌমাছি
উত্তর: B
প্রশ্ন:১০
পরিপােষক বা নিউট্রিয়েন্ট মাধ্যমের কঠিনীকরণের জন্য যে বস্তুটি ব্যবহার করা হয়, তা হল—
(a) ইস্ট
(b) আলফা-আলফা
(c) আগার-আগার
(d) 2, 4-D
উত্তর: C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment