নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
কৃত্রিম ক্রোমােজোম বাহকগুলি হল—
(a) BAC
(b) YAC
(c) RAC
(d) HAC
উত্তর: A, B, D
প্রশ্ন:২
ক্যানসার প্রস্তুতকারী কোন্ জিনগুলি বেশ সাফল্যের সঙ্গে চিহ্নিত করা গেছে ?
(a) BRCA1
(b) p53
(c) ampR
(d) CNBr
উত্তর: A, B
প্রশ্ন:৩
PCR-এর কাজ হল—
(a) RNA সিন্থেসিসে সাহায্য করে
(b) প্রােটিন সিন্থেসিসে সাহায্য করে
(c) DNA সজ্জার পরিমাণ বৃদ্ধি করে
(d) DNA খণ্ডের অবস্থান নির্ণয় করে
উত্তর: C, D
প্রশ্ন:৪
পেটেন্টের দুটি সুবিধা হল—
(a) পেটেন্ট রূপায়ণের প্রশাসনিক ব্যবস্থা সহজে নিয়ন্ত্রণ করা যায়
(b) পেটেন্টের আওতাভুক্ত জিনিস বা বিষয়ের অপচয়ের সম্ভাবনা কম থাকে
(c) পেটেন্ট মেয়াদকাল ফুরিয়ে গেলে সাধারণের অধিকারে চলে আসে
(d) পেটেন্টকৃত জিনিস বা বিষয়ের একচ্ছত্র আধিপত্য মালিককে অর্থনৈতিক সুবিধা এনে দেয়
উত্তর: A, B, D
প্রশ্ন:৫
রাবড়ির উৎসগুলি হল—
(a) দুধ
(b) ময়দা
(c) বার্লি
(d) মাখন
উত্তর: A, C, D
প্রশ্ন:৬
RIA পদ্ধতি উদ্ভাবন করেন—
(a) সলােমন
(b) বেনসন
(c) রােজালিন
(d) মুলিস
উত্তর: A, B, C
প্রশ্ন:৭
পুনর্যোজিত DNA উৎপাদনের আবিষ্কারক—
(a) সাদার্ন
(b) সিমন
(c) জ্যাকস
(d) বার্গ
উত্তর: B, C, D
প্রশ্ন:৮
জিন ক্লোনিং আবিষ্কার করেন—
(a) বাল্টিমাের
(b) কোহেন
(c) বয়ার
(d) সার্দান
উত্তর: B, C
প্রশ্ন:৯
দুই প্রকারের DNA লাইব্রেরি হল—
(a) sDNA লাইব্রেরি
(b) জিনােম DNA লাইব্রেরি
(c) cDNA লাইব্রেরি
(d) GDNA লাইব্রেরি
উত্তর: B, C
প্রশ্ন:১০
সরাসরি জিন ঢােকানাের কাজে ব্যবহৃত পদ্ধতি হল—
(a) ট্রান্সফরমেশন
(b) মাইক্রোইনজেকশন
(c) জিন গান
(d) কনজুগেশন
উত্তর: B, C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment