দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
কৃত্রিম ক্রোমােজোম বাহকগুলি হল—
(a) BAC
(b) YAC
(c) RAC
(d) HAC
উত্তর: A, B, D
প্রশ্ন:২
ক্যানসার প্রস্তুতকারী কোন্ জিনগুলি বেশ সাফল্যের সঙ্গে চিহ্নিত করা গেছে ?
(a) BRCA1
(b) p53
(c) ampR
(d) CNBr
উত্তর: A, B
প্রশ্ন:৩
PCR-এর কাজ হল—
(a) RNA সিন্থেসিসে সাহায্য করে
(b) প্রােটিন সিন্থেসিসে সাহায্য করে
(c) DNA সজ্জার পরিমাণ বৃদ্ধি করে
(d) DNA খণ্ডের অবস্থান নির্ণয় করে
উত্তর: C, D
প্রশ্ন:৪
পেটেন্টের দুটি সুবিধা হল—
(a) পেটেন্ট রূপায়ণের প্রশাসনিক ব্যবস্থা সহজে নিয়ন্ত্রণ করা যায়
(b) পেটেন্টের আওতাভুক্ত জিনিস বা বিষয়ের অপচয়ের সম্ভাবনা কম থাকে
(c) পেটেন্ট মেয়াদকাল ফুরিয়ে গেলে সাধারণের অধিকারে চলে আসে
(d) পেটেন্টকৃত জিনিস বা বিষয়ের একচ্ছত্র আধিপত্য মালিককে অর্থনৈতিক সুবিধা এনে দেয়
উত্তর: A, B, D
প্রশ্ন:৫
রাবড়ির উৎসগুলি হল—
(a) দুধ
(b) ময়দা
(c) বার্লি
(d) মাখন
উত্তর: A, C, D
প্রশ্ন:৬
RIA পদ্ধতি উদ্ভাবন করেন—
(a) সলােমন
(b) বেনসন
(c) রােজালিন
(d) মুলিস
উত্তর: A, B, C
প্রশ্ন:৭
পুনর্যোজিত DNA উৎপাদনের আবিষ্কারক—
(a) সাদার্ন
(b) সিমন
(c) জ্যাকস
(d) বার্গ
উত্তর: B, C, D
প্রশ্ন:৮
জিন ক্লোনিং আবিষ্কার করেন—
(a) বাল্টিমাের
(b) কোহেন
(c) বয়ার
(d) সার্দান
উত্তর: B, C
প্রশ্ন:৯
দুই প্রকারের DNA লাইব্রেরি হল—
(a) sDNA লাইব্রেরি
(b) জিনােম DNA লাইব্রেরি
(c) cDNA লাইব্রেরি
(d) GDNA লাইব্রেরি
উত্তর: B, C
প্রশ্ন:১০
সরাসরি জিন ঢােকানাের কাজে ব্যবহৃত পদ্ধতি হল—
(a) ট্রান্সফরমেশন
(b) মাইক্রোইনজেকশন
(c) জিন গান
(d) কনজুগেশন
উত্তর: B, C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment