নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
উদ্ভিদ প্রজননের মাধ্যমে যে একইরকম জেনোটাইপ সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হয়, তাদের বলে—
(a) জিনােম
(b) অটোপলিপ্লয়েডস
(c) ক্লোনস
(d) হ্যাপ্লয়েডস
উত্তর: C
প্রশ্ন:২
বিজ্ঞানের যে শাখায় প্রাণীদের লালনপালন, খাদ্যগ্রহণ, প্রজনন এবং তাদের ব্যবহার করা সম্পর্কে তথ্য আলােচনা করা হয়, তাকে বলে—
(a) ডেয়ারি সায়েন্স
(b) অ্যানিমিজম
(c) ভেটেরেনারি সায়েন্স
(d) অ্যানিমাল হাসব্যানড্রি
উত্তর: D
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোনটি মােষের একটি সর্বাধিক জনপ্রিয় ব্রিড ?
(a) Jaffrabadi
(b) Surti
(c) Murrah
(d) Bhadawari
উত্তর: C
প্রশ্ন:৪
জাপানের প্রথম কোশতত্ত্ববিদের নাম কর যিনি প্রথম পরাগধানীর কালচার করেন—
(a) Shima Kura
(b) Sumuki
(c) Yobuta
(d) Hanning
উত্তর: A
প্রশ্ন:৫
ভারতে সদ্য প্রচলিত শস্যটি হল—
(a) ব্ল্যাক বিন
(b) সয়াবিন
(c) ব্রডবিন
(d) মুঙ্গ বিন
উত্তর: B
প্রশ্ন:৬
মৌমাছির কোন্ প্রকারটিকে গৃহ পালন এবং কালচার করা হয় ?
(a) Apis dorsata
(b) Apis indica
(c) Apis mellifera
(d) Apis florea
উত্তর: C
প্রশ্ন:৭
নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রথম ইনডিউসড মিউটেশনের উৎস ?
(a) কসমিক রশ্মি
(b) অতিবেগুনি রশ্মির বিকিরণ
(c) গামা রশ্মি
(d) X-রশ্মি
উত্তর: D
প্রশ্ন:৮
বিখ্যাত অ্যাঙ্গোরা উল পাওয়া যায় কোনটি থেকে ?
(a) ইয়ক
(b) ছাগল
(c) খরগােশ
(d) ভেড়া
উত্তর: C
প্রশ্ন:৯
ভেড়ার Bhakarwal ব্রিডটি কোথায় পাওয়া যায় ?
(a) রাজস্থান
(b) জম্মু ও কাশ্মীর
(c) মহারাষ্ট্র
(d) গুজরাট
উত্তর: B
প্রশ্ন:১০
পাখিদের কলেরা হয় যে ব্যাকটেরিয়ার দ্বারা, সেই ব্যাকটেরিয়া হল—
(a) Pasteurella
(b) Salmonella
(c) Eimeria
(d) Mycoplasma
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment