দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
উদ্ভিদ প্রজননের মাধ্যমে যে একইরকম জেনোটাইপ সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হয়, তাদের বলে—
(a) জিনােম
(b) অটোপলিপ্লয়েডস
(c) ক্লোনস
(d) হ্যাপ্লয়েডস
উত্তর: C
প্রশ্ন:২
বিজ্ঞানের যে শাখায় প্রাণীদের লালনপালন, খাদ্যগ্রহণ, প্রজনন এবং তাদের ব্যবহার করা সম্পর্কে তথ্য আলােচনা করা হয়, তাকে বলে—
(a) ডেয়ারি সায়েন্স
(b) অ্যানিমিজম
(c) ভেটেরেনারি সায়েন্স
(d) অ্যানিমাল হাসব্যানড্রি
উত্তর: D
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোনটি মােষের একটি সর্বাধিক জনপ্রিয় ব্রিড ?
(a) Jaffrabadi
(b) Surti
(c) Murrah
(d) Bhadawari
উত্তর: C
প্রশ্ন:৪
জাপানের প্রথম কোশতত্ত্ববিদের নাম কর যিনি প্রথম পরাগধানীর কালচার করেন—
(a) Shima Kura
(b) Sumuki
(c) Yobuta
(d) Hanning
উত্তর: A
প্রশ্ন:৫
ভারতে সদ্য প্রচলিত শস্যটি হল—
(a) ব্ল্যাক বিন
(b) সয়াবিন
(c) ব্রডবিন
(d) মুঙ্গ বিন
উত্তর: B
প্রশ্ন:৬
মৌমাছির কোন্ প্রকারটিকে গৃহ পালন এবং কালচার করা হয় ?
(a) Apis dorsata
(b) Apis indica
(c) Apis mellifera
(d) Apis florea
উত্তর: C
প্রশ্ন:৭
নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রথম ইনডিউসড মিউটেশনের উৎস ?
(a) কসমিক রশ্মি
(b) অতিবেগুনি রশ্মির বিকিরণ
(c) গামা রশ্মি
(d) X-রশ্মি
উত্তর: D
প্রশ্ন:৮
বিখ্যাত অ্যাঙ্গোরা উল পাওয়া যায় কোনটি থেকে ?
(a) ইয়ক
(b) ছাগল
(c) খরগােশ
(d) ভেড়া
উত্তর: C
প্রশ্ন:৯
ভেড়ার Bhakarwal ব্রিডটি কোথায় পাওয়া যায় ?
(a) রাজস্থান
(b) জম্মু ও কাশ্মীর
(c) মহারাষ্ট্র
(d) গুজরাট
উত্তর: B
প্রশ্ন:১০
পাখিদের কলেরা হয় যে ব্যাকটেরিয়ার দ্বারা, সেই ব্যাকটেরিয়া হল—
(a) Pasteurella
(b) Salmonella
(c) Eimeria
(d) Mycoplasma
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment