দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
জেনেটিক কোড কী নির্ণয় করে ?
(a) প্রকরণ
(b) বহিরাকৃতির ধ্রুবতা
(c) প্রোটিনে অ্যামাইনাে অ্যাসিডের সজ্জাক্রম
(d) গঠনগত প্রােটিন
উত্তর: C
প্রশ্ন:২
নীচের অ্যামাইনাে অ্যাসিডগুলির মধ্যে কোনটির কোডন m RNA-এর 5` প্রান্তে থাকে ?
(a) সেরিন
(b) গ্লাইসিন
(c) অ্যালানিন
(d) মিথিওনিন
উত্তর: D
প্রশ্ন:৩
NODOC স্থান কোথায় থাকে ?
(a) m RNA
(b) r RNA
(c) t RNA
(d) সবকটি
উত্তর: C
প্রশ্ন:৪
প্রােটিন সংশ্লেষকালে অ্যামাইনাে অ্যাসিডে বিন্যাস কার দ্বারা নির্ধারিত হয় ?
(a) t RNA
(b) m RNA
(c) r RNA
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৫
লাইগেজ উৎসেচকের কাজ হল—
(a) DNA খণ্ডকগুলিকে যুক্ত করা
(b) DNA-কে ভেঙে দেওয়া
(c) DNA পুনর্গঠন করা
(d) DNA প্রুফ রিডিং
উত্তর: A
প্রশ্ন:৬
প্রােটিন সংশ্লেষণে অংশগ্রহণকারী কোডনের মােট সংখ্যা কত ?
(a) 16
(b) 32
(c) 46
(d) 64
উত্তর: D
প্রশ্ন:৭
DNA রেপ্লিকেশন প্রক্রিয়াকে বলে—
(a) কনজারভেটিভ
(b) ডিসপারসিভ
(c) সেমিকনজারভেটিভ
(d) নন-কনজারভেটিভ
উত্তর: C
প্রশ্ন:৮
যে পদ্ধতিতে কোশে প্রােটিন সংশ্লেষ হয়, তাকে কী বলে ?
(a) ট্রানস্লেশন
(b) ট্রান্সক্রিপশন
(c) ট্রান্সলােকেশন
(d) ট্রান্সডাকশন
উত্তর: A
প্রশ্ন:৯
নীচের কোন্ জোড়টি সঠিক ?
(a) UGA — OPAL
(b) UAA — OCHRE
(c) UGA — AMBER
(d) সবকটি
উত্তর: D
প্রশ্ন:১০
কোনটি জেনেটিক কোডের বৈশিষ্ট্য নয় ?
(a) ট্রিপলেট
(b) সার্বিক ও ডিজেনারেট
(c) ওভারল্যাপিং
(d) পােলারিটি
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment