নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
অর্জিত অনাক্রম্যতার বৈশিষ্ট্য হল—
(a) অ্যান্টিজেনের স্পেসিফিসিটি
(b) স্মৃতি ধরে রাখা
(c) সেল্ফ এবং ননসেল্ফ-এর পার্থক্য করা
(d) ওপরের সবকটিই
উত্তর: D
প্রশ্ন:২
রিলেটিভ বায়ােলজিক্যাল এফেকটিভনেস-এর দরুন যে ধ্বংসসাধন হয় তার কারণ হল—
(a) অধিক তাপমাত্রা
(b) দূষণ
(c) বিকিরণ
(d) স্বল্প তাপমাত্রা
উত্তর: C
প্রশ্ন:৩
নিম্নলিখিতগুলির মধ্যে কোন পদার্থটি মানবদেহে প্রবেশ করলে অ্যান্টিবডি উৎপন্ন হয়—
(a) অ্যান্টিবডি
(b) হিস্টামিন
(c) অ্যান্টিজেন
(d) b এবং c উভয়ই
উত্তর: C
প্রশ্ন:৪
অ্যালার্জির দরুন যে ইমিউনােগ্লোবিউলিন অত্যধিক হারে বৃদ্ধি পায়—
(a) IgG
(b) IgA
(c) IgM
(d) IgE
উত্তর: D
প্রশ্ন:৫
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ড্রপলেট পদ্ধতির মাধ্যমে বিস্তার লাভ করে না ?
(a) গনােরিয়া
(b) হাম
(c) ডিপথেরিয়া
(d) পারটুসিস
উত্তর: A
প্রশ্ন:৬
একটি ড্রপলেট জনিত সংক্রমণ হল—
(a) সিফিলিস
(b) টিটেনাস
(c) নিউমােনিয়া
(d) টাইফয়েড
উত্তর: C
প্রশ্ন:৭
অ্যান্টিবডির দ্বারা অ্যান্টিজেনের, ক্ষতিকর নয় এমন অদ্রবণীয় বস্তুতে রূপান্তরিত হওয়ার পদ্ধতি হল—
(a) অ্যাগ্লুটিনেশন
(b) সক্রিয়করণ
(c) অপসােনাইজেশন
(d) নিউট্রালাইজেশন
উত্তর: A
প্রশ্ন:৮
ইন্টারফেরনের আবিষ্কারক—
(a) Temin
(b) Safferman and Morris
(c) Isaac and Lindemann
(d) Zinder and Lederberg
উত্তর: C
প্রশ্ন:৯
হেপাটাইটিস B-এর অপর নাম—
(a) ক্যাটারহাল জন্ডিস
(b) সিরাম জন্ডিস
(c) এপিডেমিক জন্ডিস
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:১০
কিছু ঋতুতে হাঁপানির প্রকোপ বৃদ্ধি পায় কারণ—
(a) কম তাপমাত্রা
(b) সংরক্ষিত খাদ্যের গ্রহণ
(c) তাপ এবং আর্দ্রতা
(d) ঋতুকালীন ধুলােবালি প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment