দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
অর্জিত অনাক্রম্যতার বৈশিষ্ট্য হল—
(a) অ্যান্টিজেনের স্পেসিফিসিটি
(b) স্মৃতি ধরে রাখা
(c) সেল্ফ এবং ননসেল্ফ-এর পার্থক্য করা
(d) ওপরের সবকটিই
উত্তর: D
প্রশ্ন:২
রিলেটিভ বায়ােলজিক্যাল এফেকটিভনেস-এর দরুন যে ধ্বংসসাধন হয় তার কারণ হল—
(a) অধিক তাপমাত্রা
(b) দূষণ
(c) বিকিরণ
(d) স্বল্প তাপমাত্রা
উত্তর: C
প্রশ্ন:৩
নিম্নলিখিতগুলির মধ্যে কোন পদার্থটি মানবদেহে প্রবেশ করলে অ্যান্টিবডি উৎপন্ন হয়—
(a) অ্যান্টিবডি
(b) হিস্টামিন
(c) অ্যান্টিজেন
(d) b এবং c উভয়ই
উত্তর: C
প্রশ্ন:৪
অ্যালার্জির দরুন যে ইমিউনােগ্লোবিউলিন অত্যধিক হারে বৃদ্ধি পায়—
(a) IgG
(b) IgA
(c) IgM
(d) IgE
উত্তর: D
প্রশ্ন:৫
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ড্রপলেট পদ্ধতির মাধ্যমে বিস্তার লাভ করে না ?
(a) গনােরিয়া
(b) হাম
(c) ডিপথেরিয়া
(d) পারটুসিস
উত্তর: A
প্রশ্ন:৬
একটি ড্রপলেট জনিত সংক্রমণ হল—
(a) সিফিলিস
(b) টিটেনাস
(c) নিউমােনিয়া
(d) টাইফয়েড
উত্তর: C
প্রশ্ন:৭
অ্যান্টিবডির দ্বারা অ্যান্টিজেনের, ক্ষতিকর নয় এমন অদ্রবণীয় বস্তুতে রূপান্তরিত হওয়ার পদ্ধতি হল—
(a) অ্যাগ্লুটিনেশন
(b) সক্রিয়করণ
(c) অপসােনাইজেশন
(d) নিউট্রালাইজেশন
উত্তর: A
প্রশ্ন:৮
ইন্টারফেরনের আবিষ্কারক—
(a) Temin
(b) Safferman and Morris
(c) Isaac and Lindemann
(d) Zinder and Lederberg
উত্তর: C
প্রশ্ন:৯
হেপাটাইটিস B-এর অপর নাম—
(a) ক্যাটারহাল জন্ডিস
(b) সিরাম জন্ডিস
(c) এপিডেমিক জন্ডিস
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:১০
কিছু ঋতুতে হাঁপানির প্রকোপ বৃদ্ধি পায় কারণ—
(a) কম তাপমাত্রা
(b) সংরক্ষিত খাদ্যের গ্রহণ
(c) তাপ এবং আর্দ্রতা
(d) ঋতুকালীন ধুলােবালি প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment