দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মিল খায় না—
(a) সিফিলিস—Trichuris trichiura
(b) ডেঙ্গুজ্বর—Adenovirus
(c) প্লেগ—Yersinia petis
(d) স্লিপিং সিকনেস—Trypanosoma gambiense
উত্তর: A
প্রশ্ন:২
AIDS হল—
(a) ব্লাড ক্যানসার
(b) TMV
(c) হিউম্যান T-cell লিউকেমিয়া ভাইরাস
(d) ব্যাকটেরিয়াম
উত্তর: C
প্রশ্ন:৩
ভাইরাস ঘটিত মাম্পস্ রােগ শরীরের কোন্ অংশে সংক্রমণ ছড়ায় ?
(a) সাবম্যাক্সিলারি গ্রন্থি
(b) প্যারােটিড গ্রন্থি
(c) সাবলিঙ্গুয়ার গ্রন্থি
(d) ইনফ্রা অরবিটাল গ্রন্থি
উত্তর: B
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোনটি নির্মূল করা সম্ভব—
(a) গুটি বসন্ত
(b) পােলিও মায়েলিটিস
(c) প্লেগ
(d) কালাজ্বর
উত্তর: A
প্রশ্ন:৫
অ্যান্টিবডি হল—
(a) শর্করা
(b) প্রােটিন
(c) স্নেহপদার্থ
(d) জিন
উত্তর: B
প্রশ্ন:৬
James Phipps এবং Ali Marvow এমন একটি ভাইরাস ঘটিত রােগের সঙ্গে সম্পর্কযুক্ত যা হল—
(a) টিউবারকিউলেসিস
(b) কাউ বসন্ত
(c) গুটি বসন্ত
(d) জল বসন্ত
উত্তর: C
প্রশ্ন:৭
একটি অটোইমিউন রােগ হল—
(a) হিমােফিলিয়া
(b) মাইঅ্যাসথিনিয়া গ্রেভিস/পেশিদৌর্বল্য
(c) AIDS
(d) অ্যাজমা/হাঁপানি
উত্তর: B
প্রশ্ন:৮
যে রােগে শিশুরা বেশি মারা যায়,তা হল—
(a) হুপিং কাশি
(b) টিউবারকিউলােসিস
(c) হাম
(d) ডিপথেরিয়া
উত্তর: B
প্রশ্ন:৯
সিফিলিস হয় যার দ্বারা—
(a) Pasteurella
(b) Treponema pallidum
(c) Vibrio
(d) Leptospira
উত্তর: B
প্রশ্ন:১০
এর মধ্যে কোনটি বিজাতীয় বস্তুকে আত্মসাৎ করে ?
(a) লিম্ফোসাইট
(b) মাস্ট কোশ
(c) প্লাজমা কোশ
(d) ম্যাক্রোফাজেস
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment