নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মিল খায় না—
(a) সিফিলিস—Trichuris trichiura
(b) ডেঙ্গুজ্বর—Adenovirus
(c) প্লেগ—Yersinia petis
(d) স্লিপিং সিকনেস—Trypanosoma gambiense
উত্তর: A
প্রশ্ন:২
AIDS হল—
(a) ব্লাড ক্যানসার
(b) TMV
(c) হিউম্যান T-cell লিউকেমিয়া ভাইরাস
(d) ব্যাকটেরিয়াম
উত্তর: C
প্রশ্ন:৩
ভাইরাস ঘটিত মাম্পস্ রােগ শরীরের কোন্ অংশে সংক্রমণ ছড়ায় ?
(a) সাবম্যাক্সিলারি গ্রন্থি
(b) প্যারােটিড গ্রন্থি
(c) সাবলিঙ্গুয়ার গ্রন্থি
(d) ইনফ্রা অরবিটাল গ্রন্থি
উত্তর: B
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোনটি নির্মূল করা সম্ভব—
(a) গুটি বসন্ত
(b) পােলিও মায়েলিটিস
(c) প্লেগ
(d) কালাজ্বর
উত্তর: A
প্রশ্ন:৫
অ্যান্টিবডি হল—
(a) শর্করা
(b) প্রােটিন
(c) স্নেহপদার্থ
(d) জিন
উত্তর: B
প্রশ্ন:৬
James Phipps এবং Ali Marvow এমন একটি ভাইরাস ঘটিত রােগের সঙ্গে সম্পর্কযুক্ত যা হল—
(a) টিউবারকিউলেসিস
(b) কাউ বসন্ত
(c) গুটি বসন্ত
(d) জল বসন্ত
উত্তর: C
প্রশ্ন:৭
একটি অটোইমিউন রােগ হল—
(a) হিমােফিলিয়া
(b) মাইঅ্যাসথিনিয়া গ্রেভিস/পেশিদৌর্বল্য
(c) AIDS
(d) অ্যাজমা/হাঁপানি
উত্তর: B
প্রশ্ন:৮
যে রােগে শিশুরা বেশি মারা যায়,তা হল—
(a) হুপিং কাশি
(b) টিউবারকিউলােসিস
(c) হাম
(d) ডিপথেরিয়া
উত্তর: B
প্রশ্ন:৯
সিফিলিস হয় যার দ্বারা—
(a) Pasteurella
(b) Treponema pallidum
(c) Vibrio
(d) Leptospira
উত্তর: B
প্রশ্ন:১০
এর মধ্যে কোনটি বিজাতীয় বস্তুকে আত্মসাৎ করে ?
(a) লিম্ফোসাইট
(b) মাস্ট কোশ
(c) প্লাজমা কোশ
(d) ম্যাক্রোফাজেস
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment