নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
কোনটি জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য নয়—
(a) স্পঞ্জি প্যারেনকাইমা
(b) পুরু কিউটিকল্
(c) সুদৃঢ় যান্ত্রিক কলা
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:২
যে সকল প্রাণী লবণাক্ততার তারতম্য সহ্য করতে পারে না তাদের বলা হয়—
(a) ইউরিহ্যালাইন
(b) ক্যাটাড্রোমাস
(c) স্টেনােহ্যালাইন
(d) অ্যানাড্রোমাস
উত্তর: C
প্রশ্ন:৩
একই রকম জীব সম্প্রদায়ের সকল সদস্যকে একত্রে বলা হয়—
(a) গণ
(b) প্রজাতি
(c) উপনিবেশ
(d) সম্প্রদায় গােষ্ঠী
উত্তর: B
প্রশ্ন:৪
ভূত্বক সম্বন্ধীয় বিষয় কে বলে—
(a) টোপােগ্রাফি
(b) বায়ােটিক
(c) এডাফিক
(d) উষ্ণতা
উত্তর: A
প্রশ্ন:৫
জলসঞ্চয়ী উদ্ভিদ (Succulents) দেখা যায় প্রধানত—
(a) তুন্দ্রা অঞ্চলে
(b) মরুভূমিতে
(c) ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৬
জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি—
(a) এরেনকাইমা
(b) নিমজ্জিত পত্ররন্ধ্র
(c) পুরু কিউটিকল
(d) সবগুলি
উত্তর: A
প্রশ্ন:৭
প্রভূত পরিমাণ জৈব পদার্থ সমন্বিত অগভীর হ্রদ গুলি নিম্নলিখিত কোন্ প্রকৃতির—
(a) ইউট্রফিক
(b) ওলিগােট্রফিক
(c) হেটারােট্রফিক
(d) স্যাপ্রােট্রফিক
উত্তর: A
প্রশ্ন:৮
প্রতিযােগিতা সর্বাধিক হয় যখন কোনাে জীব সম্প্রদায়ের বণ্টন হয়—
(a) সামঞ্জস্যপূর্ণ (Uniform)
(b) অনিয়মিত (Irregular)
(c) এলোমেলো (Random)
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৯
যান্ত্রিক কলা অনুপস্থিত—
(a) লবণাম্বু উদ্ভিদে
(b) জাঙ্গল উদ্ভিদে
(c) সাধারণ স্থলজ উদ্ভিদ
(d) সমাঙ্গদেহী উদ্ভিদে
উত্তর: D
প্রশ্ন:১০
কোন্ প্রকার জলজ উদ্ভিদে সূক্ষ্ম বিভেদিত পাতা দেখা যায়—
(a) সম্পূর্ণ নিমজ্জিত উদ্ভিদ
(b) অর্ধ নিমজ্জিত উদ্ভিদ
(c) স্বাধীন ভাসমান উদ্ভিদ
(d) মূলযুক্ত ভাসমান উদ্ভিদ
উত্তর: B
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment