দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
কোনটি জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য নয়—
(a) স্পঞ্জি প্যারেনকাইমা
(b) পুরু কিউটিকল্
(c) সুদৃঢ় যান্ত্রিক কলা
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:২
যে সকল প্রাণী লবণাক্ততার তারতম্য সহ্য করতে পারে না তাদের বলা হয়—
(a) ইউরিহ্যালাইন
(b) ক্যাটাড্রোমাস
(c) স্টেনােহ্যালাইন
(d) অ্যানাড্রোমাস
উত্তর: C
প্রশ্ন:৩
একই রকম জীব সম্প্রদায়ের সকল সদস্যকে একত্রে বলা হয়—
(a) গণ
(b) প্রজাতি
(c) উপনিবেশ
(d) সম্প্রদায় গােষ্ঠী
উত্তর: B
প্রশ্ন:৪
ভূত্বক সম্বন্ধীয় বিষয় কে বলে—
(a) টোপােগ্রাফি
(b) বায়ােটিক
(c) এডাফিক
(d) উষ্ণতা
উত্তর: A
প্রশ্ন:৫
জলসঞ্চয়ী উদ্ভিদ (Succulents) দেখা যায় প্রধানত—
(a) তুন্দ্রা অঞ্চলে
(b) মরুভূমিতে
(c) ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৬
জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি—
(a) এরেনকাইমা
(b) নিমজ্জিত পত্ররন্ধ্র
(c) পুরু কিউটিকল
(d) সবগুলি
উত্তর: A
প্রশ্ন:৭
প্রভূত পরিমাণ জৈব পদার্থ সমন্বিত অগভীর হ্রদ গুলি নিম্নলিখিত কোন্ প্রকৃতির—
(a) ইউট্রফিক
(b) ওলিগােট্রফিক
(c) হেটারােট্রফিক
(d) স্যাপ্রােট্রফিক
উত্তর: A
প্রশ্ন:৮
প্রতিযােগিতা সর্বাধিক হয় যখন কোনাে জীব সম্প্রদায়ের বণ্টন হয়—
(a) সামঞ্জস্যপূর্ণ (Uniform)
(b) অনিয়মিত (Irregular)
(c) এলোমেলো (Random)
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৯
যান্ত্রিক কলা অনুপস্থিত—
(a) লবণাম্বু উদ্ভিদে
(b) জাঙ্গল উদ্ভিদে
(c) সাধারণ স্থলজ উদ্ভিদ
(d) সমাঙ্গদেহী উদ্ভিদে
উত্তর: D
প্রশ্ন:১০
কোন্ প্রকার জলজ উদ্ভিদে সূক্ষ্ম বিভেদিত পাতা দেখা যায়—
(a) সম্পূর্ণ নিমজ্জিত উদ্ভিদ
(b) অর্ধ নিমজ্জিত উদ্ভিদ
(c) স্বাধীন ভাসমান উদ্ভিদ
(d) মূলযুক্ত ভাসমান উদ্ভিদ
উত্তর: B
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment