নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
রাইবোফ্লাভিন হল—
(a) ভিটামিন B6
(b) ভিটামিন B2
(c) ভিটামিন B9
(d) ভিটামিন B12
উত্তর: B
প্রশ্ন:২
ইস্ট হল এককোশী ছত্রাক, একটি কমন ইস্ট হল—
(a) Saccharomyces pireformis
(b) Saccharomyces sake
(c) Saccharomyces cerevisiae
(d) Saccharomyces ellipsoides
উত্তর: C
প্রশ্ন:৩
অ্যান্টিবায়ােসিস (একটি মাইক্রোবের ক্ষরণ) ফেনােমেননটি আবিষ্কার করেন—
(a) Vuilenin
(b) Fleming
(c) Babes
(d) Pasteur
উত্তর: C
প্রশ্ন:৪
বেশি সংখ্যক শিল্পজ উৎসেচকগুলি যা থেকে উৎপন্ন হয়—
(a) মাইকোপ্লাজমা
(b) গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া
(c) শৈবাল
(d) গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া
উত্তর: B
প্রশ্ন:৫
স্টেরয়েড সংশ্লেষে যে ছত্রাক জীব ব্যবহৃত হয়—
(a) Rhizopus stolonifer
(b) Aspergillus oryzae
(c) Neurospora crassa
(d) Torulopsis utilis
উত্তর: A
প্রশ্ন:৬
কিছু প্যাথােজেনিক ব্যাকটেরিয়া অ্যান্টিবায়ােটিকের বিরুদ্ধে প্রতিরােধ করে—
(a) ক্রমাগত মিউটেশনের দরুন অ্যান্টিবায়ােটিকের লক্ষ্যের পরিবর্তন করে
(b) কোষপ্রাচীরকে পরিবর্তিত করে
(c) এমন কিছু উৎসেচক তৈরি হয় যা অ্যান্টিবায়ােটিকটিকে পরিবর্তিত করে
(d) ওপরের সবকটিই
উত্তর: D
প্রশ্ন:৭
1952 খ্রিস্টাব্দে কোন্ মাইক্রোবায়ােলজিস্ট ফিজিওলজি এবং মেডিসিন-এ নােবেল পুরস্কার পান ?
(a) Emil A.Von Behring
(b) Paul Ehrlich
(c) Selman A.Waksman
(d) Sir Alexander Fleming
উত্তর: C
প্রশ্ন:৮
সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম জৈব অ্যাসিডটি হল—
(a) অক্সালিক অ্যাসিড
(b) প্রােপিয়নিক অ্যাসিড
(c) ল্যাকটিক অ্যাসিড
(d) সাইট্রিক অ্যাসিড
উত্তর: C
প্রশ্ন:৯
সন্ধান প্রক্রিয়ার সময় শর্করা অ্যালকোহলে পরিবর্তিত হয় যার প্রত্যক্ষ প্রতিক্রিয়ার দ্বারা তা হল—
(a) জাইমেজ
(b) অণুজীব
(c) শর্করা দ্রবণের গাঢ়ত্ব
(d) তাপমাত্রা
উত্তর: A
প্রশ্ন:১০
অর্থকরী অ্যাসিটিক অ্যাসিড যা তৈরি করতে ব্যবহৃত হয় তা হল—
(a) অ্যালকোহল
(b) মদ
(c) ভিনিগার
(d) মিড (একপ্রকার মদ)
উত্তর: C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment