নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
জিন ক্লোনিং-এর সময় কোনটিকে ‘জিন ট্যাক্সি’ বলা হয় ?
(a) প্রােটোজোয়া
(b) প্লাসমিড
(c) ব্যাকটেরিয়াম
(d) ভ্যাকসিন
উত্তর: B
প্রশ্ন:২
হিরুডিন হল—
(a) জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর সৃষ্ট E.coli যা অ্যান্টিবায়ােটিক উৎপাদন করে
(b) ট্ৰান্সজেনিক Brassica napus-এর প্রােটিন যা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়
(c) Gossypium hirsutum (তুলো) থেকে বিষাক্ত অণু পৃথকীকরণ যা ফার্টিলিটি কমায়
(d) Hordeum vulgare (বার্লি)-এর প্রােটিন যা বেশি লাইসিনযুক্ত
উত্তর: B
প্রশ্ন:৩
কৃষি প্রযুক্তিবিদ্যায় আসল প্রযুক্তি হল—
(a) DNA রেপ্লিকেশন
(b) টিস্যু কালচার
(c) ট্রান্সফরমেশন
(d) প্ল্যান্ট ব্রিডিং
উত্তর: B
প্রশ্ন:৪
ট্রান্সজেনিক ফসলে প্রতিরােধকারী জিন—
(a) অ্যান্টিবায়ােটিক জন্য উৎসেচক সংশ্লেষ করে
(b) প্রােটিন সংশ্লেষকারী
(c) অ্যান্টিবায়ােটিক
(d) উপরের সবগুলি
উত্তর: D
প্রশ্ন:৫
কোন্ অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর সঙ্গে সম্পর্কিত ?
(a) লাইসােজোম
(b) প্লাসমিড
(c) মাইটোকন্ড্রিয়া
(d) গলগিবস্তু
উত্তর: B
প্রশ্ন:৬
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ প্রয়ােজনীয় Ti প্লাসমিড পাওয়া যায় কোনটি থেকে ?
(a) Escherichia coli
(b) Agrobacterium tumefaciens
(c) Bacillus thuringiensis
(d) Agrobacterium rhizogena
উত্তর: D
প্রশ্ন:৭
সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট (CDRI) কোথায় অবস্থিত ?
(a) কানপুর
(b) এলাহাবাদ
(c) নিউ দিল্লি
(d) লখনউ
উত্তর: D
প্রশ্ন:৮
Bt তুলাে প্রতিরােধক্ষম হল—
(a) লবণ
(b) হার্বিসাইড
(c) খরা
(d) পতঙ্গ
উত্তর: D
প্রশ্ন:৯
কোনাে প্রকার ক্ষতিকারক আয়নিত বিকিরণ না ঘটিয়ে রােগীর দেহাংশের যে প্রতিচ্ছবি পাওয়া যায় তা হল—
(a) অ্যাঞ্জিওগ্রাফি
(b) এক্সরশ্মি রেডিওগ্রাফি
(c) কম্পিউটার টোমােগ্রাফি
(d) চৌম্বক অনুনাদভিত্তিক প্রতিচ্ছবি
উত্তর: D
প্রশ্ন:১০
নীচের কোনটি অ্যান্টিবায়ােটিক নয় ?
(a) স্ট্রেপটোমাইসিন
(b) ক্লোরােমাইসিন
(c) পেনিসিলিন
(d) আফলাটক্সিন
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment