দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
জিন ক্লোনিং-এর সময় কোনটিকে ‘জিন ট্যাক্সি’ বলা হয় ?
(a) প্রােটোজোয়া
(b) প্লাসমিড
(c) ব্যাকটেরিয়াম
(d) ভ্যাকসিন
উত্তর: B
প্রশ্ন:২
হিরুডিন হল—
(a) জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর সৃষ্ট E.coli যা অ্যান্টিবায়ােটিক উৎপাদন করে
(b) ট্ৰান্সজেনিক Brassica napus-এর প্রােটিন যা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়
(c) Gossypium hirsutum (তুলো) থেকে বিষাক্ত অণু পৃথকীকরণ যা ফার্টিলিটি কমায়
(d) Hordeum vulgare (বার্লি)-এর প্রােটিন যা বেশি লাইসিনযুক্ত
উত্তর: B
প্রশ্ন:৩
কৃষি প্রযুক্তিবিদ্যায় আসল প্রযুক্তি হল—
(a) DNA রেপ্লিকেশন
(b) টিস্যু কালচার
(c) ট্রান্সফরমেশন
(d) প্ল্যান্ট ব্রিডিং
উত্তর: B
প্রশ্ন:৪
ট্রান্সজেনিক ফসলে প্রতিরােধকারী জিন—
(a) অ্যান্টিবায়ােটিক জন্য উৎসেচক সংশ্লেষ করে
(b) প্রােটিন সংশ্লেষকারী
(c) অ্যান্টিবায়ােটিক
(d) উপরের সবগুলি
উত্তর: D
প্রশ্ন:৫
কোন্ অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর সঙ্গে সম্পর্কিত ?
(a) লাইসােজোম
(b) প্লাসমিড
(c) মাইটোকন্ড্রিয়া
(d) গলগিবস্তু
উত্তর: B
প্রশ্ন:৬
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ প্রয়ােজনীয় Ti প্লাসমিড পাওয়া যায় কোনটি থেকে ?
(a) Escherichia coli
(b) Agrobacterium tumefaciens
(c) Bacillus thuringiensis
(d) Agrobacterium rhizogena
উত্তর: D
প্রশ্ন:৭
সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট (CDRI) কোথায় অবস্থিত ?
(a) কানপুর
(b) এলাহাবাদ
(c) নিউ দিল্লি
(d) লখনউ
উত্তর: D
প্রশ্ন:৮
Bt তুলাে প্রতিরােধক্ষম হল—
(a) লবণ
(b) হার্বিসাইড
(c) খরা
(d) পতঙ্গ
উত্তর: D
প্রশ্ন:৯
কোনাে প্রকার ক্ষতিকারক আয়নিত বিকিরণ না ঘটিয়ে রােগীর দেহাংশের যে প্রতিচ্ছবি পাওয়া যায় তা হল—
(a) অ্যাঞ্জিওগ্রাফি
(b) এক্সরশ্মি রেডিওগ্রাফি
(c) কম্পিউটার টোমােগ্রাফি
(d) চৌম্বক অনুনাদভিত্তিক প্রতিচ্ছবি
উত্তর: D
প্রশ্ন:১০
নীচের কোনটি অ্যান্টিবায়ােটিক নয় ?
(a) স্ট্রেপটোমাইসিন
(b) ক্লোরােমাইসিন
(c) পেনিসিলিন
(d) আফলাটক্সিন
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment