দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
(জন্মহার)–(মৃত্যুহার)=
(a) পপুলেশন সূচক
(b) প্রজনন হার
(c) পপুলেশন ঘনত্ব
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:২
জাঙ্গল উদ্ভিদে বাষ্পমােচন হয় প্রধানত কার মাধ্যমে—
(a) পরিবর্তিত কাণ্ড
(b) মূল
(c) পত্ররন্ধ্র
(d) শল্কপত্র
উত্তর: A
প্রশ্ন:৩
যে উদ্ভিদ খুব কম দিন বাঁচে তাকে বলে—
(a) ক্ষণজীবী
(b) বহুবর্ষজীবী
(c) বর্ষজীবী
(d) দ্বিবর্ষজীবী
উত্তর: A
প্রশ্ন:৪
ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি—
(a) ভিভিপেরি
(b) হেটেরােস্পােরি
(c) অ্যাপোস্পােরি
(d) পার্থেনােকার্পি
উত্তর: A
প্রশ্ন:৫
প্রভূত এরেনকাইমা কোন্ উদ্ভিদের বৈশিষ্ট্য ?
(a) হাইড্রোফাইটস
(b) মেসােফাইটস
(c) জেরােফাইটস
(d) হেলিয়ােফাইটস
উত্তর: A
প্রশ্ন:৬
উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে—
(a) Rhizobium
(b) Azotobacter
(c) Pseudomonas
(d) Azospirillum
উত্তর: A
প্রশ্ন:৭
কোন্ প্রাণী কঠিন মূত্র ত্যাগ করে—
(a) ক্যাঙ্গারুইঁদুর
(b) টিকটিকি
(c) কাক
(d) উট
উত্তর: A
প্রশ্ন:৮
বাধ্যতামূলক মূল-পরজীবী কোনটি—
(a) Rafflesia
(b) Viscum
(c) Striga
(d) Loranthus
উত্তর: A
প্রশ্ন:৯
হ্যালােফাইটস হল—
(a) আগুন প্রতিরােধকারী উদ্ভিদ
(b) লবণ প্রতিরােধকারী উদ্ভিদ
(c) বালুকাময় স্থানের উদ্ভিদ
(d) ঠান্ডা প্রতিরােধকারী উদ্ভিদ
উত্তর: B
প্রশ্ন:১০
কোন্টি পলিগ্যামাস—
(a) হরিণ
(b) নেকড়ে
(c) শিয়াল
(d) রাজহাঁস
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment