নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
(জন্মহার)–(মৃত্যুহার)=
(a) পপুলেশন সূচক
(b) প্রজনন হার
(c) পপুলেশন ঘনত্ব
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:২
জাঙ্গল উদ্ভিদে বাষ্পমােচন হয় প্রধানত কার মাধ্যমে—
(a) পরিবর্তিত কাণ্ড
(b) মূল
(c) পত্ররন্ধ্র
(d) শল্কপত্র
উত্তর: A
প্রশ্ন:৩
যে উদ্ভিদ খুব কম দিন বাঁচে তাকে বলে—
(a) ক্ষণজীবী
(b) বহুবর্ষজীবী
(c) বর্ষজীবী
(d) দ্বিবর্ষজীবী
উত্তর: A
প্রশ্ন:৪
ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি—
(a) ভিভিপেরি
(b) হেটেরােস্পােরি
(c) অ্যাপোস্পােরি
(d) পার্থেনােকার্পি
উত্তর: A
প্রশ্ন:৫
প্রভূত এরেনকাইমা কোন্ উদ্ভিদের বৈশিষ্ট্য ?
(a) হাইড্রোফাইটস
(b) মেসােফাইটস
(c) জেরােফাইটস
(d) হেলিয়ােফাইটস
উত্তর: A
প্রশ্ন:৬
উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে—
(a) Rhizobium
(b) Azotobacter
(c) Pseudomonas
(d) Azospirillum
উত্তর: A
প্রশ্ন:৭
কোন্ প্রাণী কঠিন মূত্র ত্যাগ করে—
(a) ক্যাঙ্গারুইঁদুর
(b) টিকটিকি
(c) কাক
(d) উট
উত্তর: A
প্রশ্ন:৮
বাধ্যতামূলক মূল-পরজীবী কোনটি—
(a) Rafflesia
(b) Viscum
(c) Striga
(d) Loranthus
উত্তর: A
প্রশ্ন:৯
হ্যালােফাইটস হল—
(a) আগুন প্রতিরােধকারী উদ্ভিদ
(b) লবণ প্রতিরােধকারী উদ্ভিদ
(c) বালুকাময় স্থানের উদ্ভিদ
(d) ঠান্ডা প্রতিরােধকারী উদ্ভিদ
উত্তর: B
প্রশ্ন:১০
কোন্টি পলিগ্যামাস—
(a) হরিণ
(b) নেকড়ে
(c) শিয়াল
(d) রাজহাঁস
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment