দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
পেনিসিলিন পাওয়া যায় যার থেকে—
(a) Penicillium chrysogenum
(b) Streptomyces griseus
(c) Aspercillus fumigatus
(d) Penicillium griseus
উত্তর: A
প্রশ্ন:২
বায়ােফার্টিলাইজার হল—
(a) মিথােজীবী ব্যাকটেরিয়া, যেমন—অ্যাজোটোব্যাকটর যা বায়ুমণ্ডলের N2 সংবন্ধন করে
(b) সায়ানােব্যাকটেরিয়া, যেমন—অ্যানাবিনা প্রজাতি যা অ্যাজোলা প্রজাতির গহ্বরে অবস্থান করে
(c) সবুজ সার যার মধ্যে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত শস্য ফলানাে হয় এবং মাটির মধ্যে পোঁতা হয়
(d) গােলাবাড়ির উঠানজাত সার যা পশুদের অপাচ্য মল এবং বিভিন্ন গাছপালার ডাল নিয়ে গঠিত
উত্তর: B
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোন্ আণুবীক্ষণিক জীব থেকে স্ট্রেপটোমাইসিন প্রস্তুত করা হয়েছে ?
(a) Streptomyces nodosus
(b) Streptomyces griseus
(c) Streptomyces ramosus
(d) Streptomyces antibiotics
উত্তর: B
প্রশ্ন:৪
তৃতীয় প্রজন্মের কীটনাশক হল—
(a) প্যাথােজেন
(b) পতঙ্গ হরমােনের অনুরূপ
(c) ফেরােমােন
(d) পতঙ্গ নিবারক
উত্তর: B
প্রশ্ন:৫
ব্যাকটেরিয়া যা অবায়বীয় N2 সংবন্ধনে সক্ষম, তা হল—
(a) ব্যাসিলাস
(b) রাইজোবিয়াম
(c) ক্লসট্রিডিয়াম
(d) অ্যাজোটোব্যাকটর
উত্তর: C
প্রশ্ন:৬
পেনিসিলিন ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিকে (মাল্টিপ্লিকেশন) রােধ করে, কারণ এটা—
(a) ক্রোমাটিনকে ধ্বংস করে
(b) কোশপ্রাচীর উৎপন্ন হওয়াকে রােধ করে
(c) DNA সংশ্লেষ আটকায়
(d) RNA সংশ্লেষ আটকায়
উত্তর: B
প্রশ্ন:৭
একটি মাইক্রোবিয়াল কীটনাশক হল—
(a) B.brevis
(b) Bacillus polymixa
(c) B.subtilis
(d) B.thuringiensis
উত্তর: D
প্রশ্ন:৮
কোন্ ব্যাকটেরিয়াটি মুক্ত বায়বীয় এবং সালােকসংশ্লেষে অক্ষম N2 সংবন্ধনকারী ?
(a) রাইজোবিয়াম
(b) অ্যাজোটোব্যাকটর
(c) অ্যাজোস্পাইরিলাম
(d) অ্যানাবিনা
উত্তর: B
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোনটি নাইট্রোজেন অণুকে খাদ্য হিসেবে ব্যবহার করে ?
(a) রাইজোবিয়াম
(b) স্পাইরােগাইরা
(c) মিউকর
(d) মেথানােমােনাস
উত্তর: A
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোন্ অণুজীবটির সাহায্যে ইয়ােগার্ট উৎপন্ন হয় ?
(a) Lactobacillus thermophilus
(b) Streptococcus thermophilus
(c) Lactobacillus bulgaricus
(d) b ও c উভয়
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment