নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
পেনিসিলিন পাওয়া যায় যার থেকে—
(a) Penicillium chrysogenum
(b) Streptomyces griseus
(c) Aspercillus fumigatus
(d) Penicillium griseus
উত্তর: A
প্রশ্ন:২
বায়ােফার্টিলাইজার হল—
(a) মিথােজীবী ব্যাকটেরিয়া, যেমন—অ্যাজোটোব্যাকটর যা বায়ুমণ্ডলের N2 সংবন্ধন করে
(b) সায়ানােব্যাকটেরিয়া, যেমন—অ্যানাবিনা প্রজাতি যা অ্যাজোলা প্রজাতির গহ্বরে অবস্থান করে
(c) সবুজ সার যার মধ্যে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত শস্য ফলানাে হয় এবং মাটির মধ্যে পোঁতা হয়
(d) গােলাবাড়ির উঠানজাত সার যা পশুদের অপাচ্য মল এবং বিভিন্ন গাছপালার ডাল নিয়ে গঠিত
উত্তর: B
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোন্ আণুবীক্ষণিক জীব থেকে স্ট্রেপটোমাইসিন প্রস্তুত করা হয়েছে ?
(a) Streptomyces nodosus
(b) Streptomyces griseus
(c) Streptomyces ramosus
(d) Streptomyces antibiotics
উত্তর: B
প্রশ্ন:৪
তৃতীয় প্রজন্মের কীটনাশক হল—
(a) প্যাথােজেন
(b) পতঙ্গ হরমােনের অনুরূপ
(c) ফেরােমােন
(d) পতঙ্গ নিবারক
উত্তর: B
প্রশ্ন:৫
ব্যাকটেরিয়া যা অবায়বীয় N2 সংবন্ধনে সক্ষম, তা হল—
(a) ব্যাসিলাস
(b) রাইজোবিয়াম
(c) ক্লসট্রিডিয়াম
(d) অ্যাজোটোব্যাকটর
উত্তর: C
প্রশ্ন:৬
পেনিসিলিন ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিকে (মাল্টিপ্লিকেশন) রােধ করে, কারণ এটা—
(a) ক্রোমাটিনকে ধ্বংস করে
(b) কোশপ্রাচীর উৎপন্ন হওয়াকে রােধ করে
(c) DNA সংশ্লেষ আটকায়
(d) RNA সংশ্লেষ আটকায়
উত্তর: B
প্রশ্ন:৭
একটি মাইক্রোবিয়াল কীটনাশক হল—
(a) B.brevis
(b) Bacillus polymixa
(c) B.subtilis
(d) B.thuringiensis
উত্তর: D
প্রশ্ন:৮
কোন্ ব্যাকটেরিয়াটি মুক্ত বায়বীয় এবং সালােকসংশ্লেষে অক্ষম N2 সংবন্ধনকারী ?
(a) রাইজোবিয়াম
(b) অ্যাজোটোব্যাকটর
(c) অ্যাজোস্পাইরিলাম
(d) অ্যানাবিনা
উত্তর: B
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোনটি নাইট্রোজেন অণুকে খাদ্য হিসেবে ব্যবহার করে ?
(a) রাইজোবিয়াম
(b) স্পাইরােগাইরা
(c) মিউকর
(d) মেথানােমােনাস
উত্তর: A
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোন্ অণুজীবটির সাহায্যে ইয়ােগার্ট উৎপন্ন হয় ?
(a) Lactobacillus thermophilus
(b) Streptococcus thermophilus
(c) Lactobacillus bulgaricus
(d) b ও c উভয়
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment