নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
নীচের কোনটিতে Ti প্লাসমিড থাকে ?
(a) E.coli
(b) Agrobacterium tumefaciens
(c) Salmonella typhimurium
(d) Arabidopsis thaliana
উত্তর: B
প্রশ্ন:২
কোনটির গঠন জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মধ্যে থাকে ?
(a) প্লাসটিড
(b) রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ
(c) DNA পলিমারেজ I
(d) প্রােক্রোমােজোম
উত্তর: B
প্রশ্ন:৩
bt2 জিনের সহায়তায় তৈরি হয়—
(a) উপক্ষার
(b) টক্সিন
(c) অ্যাসিড
(d) ভিটামিন
উত্তর: B
প্রশ্ন:৪
জেনেটিক ইঞ্জিনিয়ারিং হল—
(a) প্লাস্টিক সার্জারি
(b) জিনের সংযােজন অথবা বিয়ােজন
(c) এক্সট্রা-নিউক্লিয়ার জিনের অধ্যয়ন
(d) উপরের সবকটি
উত্তর: B
প্রশ্ন:৫
জিন প্রযুক্তির ক্ষেত্রে বহিরাগত জিন প্রাপ্ত জীবটিকে কী বলে ?
(a) ট্রান্সজেনিক জীব
(b) ট্রান্সজেনেসিস
(c) ট্রান্সফরমেশন
(d) সংকর জীব
উত্তর: A
প্রশ্ন:৬
কোনটি আবিষ্কারের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর আধুনিকীকরণ সম্ভব হয়েছে ?
(a) অঙ্কোজিন
(b) ট্রান্সপােজোন
(c) রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ
(d) এক্সোনিউক্লিয়েজ
উত্তর: C
প্রশ্ন:৭
ক্রাউন গল সৃষ্টি করে—
(a) ইন্টারফেরন
(b) রিকম্বিন্যান্ট DNA
(c) বিষাক্ত প্রােটিন
(d) T-DNA
উত্তর: D
প্রশ্ন:৮
কোন্ উৎসেচকটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ ব্যবহৃত হয় ?
(a) DNA-এজ
(b) অ্যামাইলেজ
(c) লাইগেজ
(d) রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ
উত্তর: D
প্রশ্ন:৯
ব্যাকটেরিয়াল প্লাসমিডে থাকে—
(a) RNA
(b) RNA+প্রােটিন
(c) DNA
(d) ফোটোসিন্থেটিক গঠন
উত্তর: C
প্রশ্ন:১০
ট্রান্সজেনিক জীব সৃষ্টির জন্য যে জিনটি ব্যবহৃত হয় তাকে বলা হয়—
(a) স্থানান্তরিত জিন
(b) ট্রান্সজিন
(c) অভিষ্ট জিন
(d) কোনােটিই নয়
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment