দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
নীচের কোনটিতে Ti প্লাসমিড থাকে ?
(a) E.coli
(b) Agrobacterium tumefaciens
(c) Salmonella typhimurium
(d) Arabidopsis thaliana
উত্তর: B
প্রশ্ন:২
কোনটির গঠন জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মধ্যে থাকে ?
(a) প্লাসটিড
(b) রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ
(c) DNA পলিমারেজ I
(d) প্রােক্রোমােজোম
উত্তর: B
প্রশ্ন:৩
bt2 জিনের সহায়তায় তৈরি হয়—
(a) উপক্ষার
(b) টক্সিন
(c) অ্যাসিড
(d) ভিটামিন
উত্তর: B
প্রশ্ন:৪
জেনেটিক ইঞ্জিনিয়ারিং হল—
(a) প্লাস্টিক সার্জারি
(b) জিনের সংযােজন অথবা বিয়ােজন
(c) এক্সট্রা-নিউক্লিয়ার জিনের অধ্যয়ন
(d) উপরের সবকটি
উত্তর: B
প্রশ্ন:৫
জিন প্রযুক্তির ক্ষেত্রে বহিরাগত জিন প্রাপ্ত জীবটিকে কী বলে ?
(a) ট্রান্সজেনিক জীব
(b) ট্রান্সজেনেসিস
(c) ট্রান্সফরমেশন
(d) সংকর জীব
উত্তর: A
প্রশ্ন:৬
কোনটি আবিষ্কারের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর আধুনিকীকরণ সম্ভব হয়েছে ?
(a) অঙ্কোজিন
(b) ট্রান্সপােজোন
(c) রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ
(d) এক্সোনিউক্লিয়েজ
উত্তর: C
প্রশ্ন:৭
ক্রাউন গল সৃষ্টি করে—
(a) ইন্টারফেরন
(b) রিকম্বিন্যান্ট DNA
(c) বিষাক্ত প্রােটিন
(d) T-DNA
উত্তর: D
প্রশ্ন:৮
কোন্ উৎসেচকটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ ব্যবহৃত হয় ?
(a) DNA-এজ
(b) অ্যামাইলেজ
(c) লাইগেজ
(d) রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ
উত্তর: D
প্রশ্ন:৯
ব্যাকটেরিয়াল প্লাসমিডে থাকে—
(a) RNA
(b) RNA+প্রােটিন
(c) DNA
(d) ফোটোসিন্থেটিক গঠন
উত্তর: C
প্রশ্ন:১০
ট্রান্সজেনিক জীব সৃষ্টির জন্য যে জিনটি ব্যবহৃত হয় তাকে বলা হয়—
(a) স্থানান্তরিত জিন
(b) ট্রান্সজিন
(c) অভিষ্ট জিন
(d) কোনােটিই নয়
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment