ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
কোনটি ক্লোনিং প্লাসমিড, যেটি প্লাসমিডের মতাে নয় ?
(a) pBAD-18-cam
(b) pBCSK
(c) pUC 18
(d) pET
উত্তর: C
প্রশ্ন:২
নীচের কোনটি DNA টেকনােলজি দ্বারা সিন্থেসিস হয় না ?
(a) ইনসুলিন
(b) হিমােগ্লোবিন
(c) সােমাটোস্ট্যাটিন
(d) ইন্টারফেরন
উত্তর: B
প্রশ্ন:৩
প্রচুর প্রােটিন সঞ্চিত আছে একটি ট্রান্সজেনিক উদ্ভিদ হল—
(a) ধান
(b) ভুট্টা
(c) টম্যাটো
(d) আলু
উত্তর: D
প্রশ্ন:৪
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর দ্বারা ইনসুলিন উৎপাদনে কোনটি ব্যবহৃত হয় ?
(a) Rhizobium
(b) Saccharomyces
(c) Mycobacterium
(d) Escherichia
উত্তর: D
প্রশ্ন:৫
ব্যাকটেরিয়া কালচার দ্বারা কৃত্রিমভাবে প্রস্তুত প্রথম উৎপন্ন হরমােনটি হল—
(a) ইনসুলিন
(b) থাইরক্সিন
(c) টেস্টোস্টেরন
(d) অ্যাড্রিনালিন
উত্তর: A
প্রশ্ন:৬
নীচের কোন্ জোড়টি সঠিক ?
(a) সেন্ট্রাল ডগমা—কোডন
(b) RNA পলিমারেজ—RNA প্রাইমার
(c) ওকাজাকি খণ্ডক—স্প্লাইসিং
(d) রেস্ট্রিকশন এনজাইম—জেনেটিক ইঞ্জিনিয়ারিং
উত্তর: D
প্রশ্ন:৭
মনােক্লোনাল অ্যান্টিবডির উৎপাদন প্রক্রিয়া আবিষ্কার করেন—
(a) ওয়াটসন এবং ক্রিক
(b) মিলস্টেন এবং কোলার
(c) বেনথাম এবং হুকার
(d) মিশ্চার
উত্তর: B
প্রশ্ন:৮
নীচের কোনটি বায়ােফার্টিলাইজার নয় ?
(a) Azotobacter
(b) Azolla
(c) Bacillus thuringiensis
(d) Clostridium
উত্তর: C
প্রশ্ন:৯
জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে কোনটি পাওয়া যায় ?
(a) গ্লুকোজ
(b) হিমােগ্লোবিন
(c) সােনালি ধান
(d) উপরের কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:১০
বায়ােলিস্টিক পদ্ধতি ব্যবহৃত হয়—
(a) টিস্যু কালচার প্রক্রিয়ায়
(b) জিন স্থানান্তর প্রক্রিয়ায়
(c) হাইব্রিডাইজেশন প্রক্রিয়ায়
(d) জার্মপ্লাজম সংরক্ষণ প্রক্রিয়ায়
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment