দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
কোনটি সঠিক জোড় ?
(a) CCC—অ্যালানিন
(b) UUA—ভ্যালিন
(c) AUG—সিস্টেইন
(d) AAA—লাইসিন
উত্তর: D
প্রশ্ন:২
DNA তন্ত্রী যে অভিমুখে সংশ্লেষ হয় তা হল—
(a) 6`→1`
(b) 3`→5`
(c) 1`→4`
(d) 5`→3`
উত্তর: D
প্রশ্ন:৩
মানুষের সবথেকে বড়াে জিন হল—
(a) ইনসুলিন জিন
(b) ডিসট্রোফিন
(c) টিউমার সাপ্রেসর জিন
(d) অঙ্কোজিন
উত্তর: B
প্রশ্ন:৪
DNA টেমপ্লেটের উপর m RNA সংশ্লেষের অভিমুখ হল—
(a) 3`→5`
(b) 5`→3`
(c) a এবং b উভয়ই
(d) DNA তন্ত্রীর ওপর নির্ভরশীল
উত্তর: B
প্রশ্ন:৫
B-DNA ডাবল হেলিক্সের একটি পাক হল—
(a) 3.4 nm
(b) 0.34 nm
(c) 20 nm
(d) 2 nm
উত্তর: A
প্রশ্ন:৬
রিকগনিশন সিকোয়েন্স কোন্ জীবের প্রােমােটার ?
(a) E.coli
(b) মাছ
(c) মানুষ
(d) আরশােলা
উত্তর: A
প্রশ্ন:৭
কোনটি টারমিনেটর কোডন ?
(a) UAA
(b) AGG
(c) AUG
(d) UUA
উত্তর: A
প্রশ্ন:৮
যে উৎসেচকের সাহায্যে ওকাজাকি খন্ডগুলি যুক্ত হয় তা হল—
(a) DNA পলিমারেজ-I
(b) DNA পলিমারেজ-II
(c) DNA পলিমারেজ
(d) DNA পলিমারেজ-III
উত্তর: C
প্রশ্ন:৯
রেপ্লিকেশনের সময় DNA সিন্থেসিস হল—
(a) ক্রমিক
(b) অক্রমিক
(c) অর্ধ-অক্রমিক
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:১০
নীচের কোন্ জোড়াটি সঠিক নয় ?
(a) অ্যাডিনিন, থাইমিন—পিউরিন
(b) গুয়ানিন, অ্যাডিনিন—পিউরিন
(c) ইউরাসিল, সাইটোসিন—পিরিমিডিন
(d) থাইমিন, ইউরাসিল—পিরিমিডিন
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment